১৫ তম বিজেএস সহকারী জজ

51. নিম্নের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? 

  • ক. অঙ্গন, কঙ্কন
  • খ. উজ্জ্বল, মূমুর্ষু
  • গ. বাণী, বীণা
  • ঘ. স্বান্তনা,আয়ত্ব

52. ‘তবলা’ শব্দের উৎস ভাষা-

  • ক. তুর্কি
  • খ. গুজরাটি
  • গ. ফারসি
  • ঘ. আরবি

53. নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ?

  • ক. পঙ্কজ
  • খ. জ্বালাতন
  • গ. কদবেল
  • ঘ. মাচান

54. নিম্নের কোনটি ‘ঋক্ষ’ শব্দের সমার্থক শব্দ? 

  • ক. ঋদ্ধ
  • খ. শাস্ত্রজ্ঞ
  • গ. নক্ষত্র
  • ঘ. কর্জ

56. ‘দেষী ভাষে কহ  তাকে পাঞ্চালীর ছন্দে। সকলে শুনিয়া যেন বুঝয় সানন্দে।’ এই কাব্যাংসের কবি কে? 

  • ক. দৌলত কাজী
  • খ. সৈয়দ আব্দুল হাকিম
  • গ. কোরেশী মাগন থাকুর
  • ঘ. শেখ আবদুল করিম

58. ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়’ বিখ্যাত এই ভাবদ্যেতক প্রবচন এর কবি কে?

  • ক. বিজয় গুপ্ত
  • খ. ভারতচন্দ্র রায়গুণাকর
  • গ. বিপ্রদাস পিপিলাই
  • ঘ. দ্বিজ বংশীদাস

59. ‘নুরলদীনের সারাজীবন’ কাব্যনাটকে সৈয়দ  শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন?

  • ক. ১৭৮৩ এর কৃষক আন্দোলন
  • খ. ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহ
  • গ. ১৯০৫ এর বঙ্গভঙ্গ
  • ঘ. ১৯৪৭ এর দেশ বিভাগ

61. নিম্নের কোনটি অসংহত অপরাধ (inchoate crime)? 

  • ক. গণ-উৎপাত
  • খ. চুরি
  • গ. ষড়যন্ত্র
  • ঘ. সাধারন জখম

62. The Penal Code, 1860 অনুসারে কোনো কাজ সদৃবিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথা… সহকারে সম্পাদিত হয় । 

  • ক. সতর্কতা ও মনোযোগ
  • খ. তৎপরতা ও সতর্কতা
  • গ. সরলতা ও মনোযোগ
  • ঘ. মনোযোগ ও সততা

67. The Code Of criminal procedure ,1889 এর ৮১ ধারানুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করছেন এমন পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে … আদালতে হাজির করবেন । 

  • ক. ২৪ ঘন্টার মধ্যে
  • খ. যাতায়াত সময় বাদে ২৪ ঘন্টার মধ্যে
  • গ. ৪৮ ঘন্টার মধ্যে
  • ঘ. অনাবশ্যক বিলম্ব ছাড়াই

68. ‘ক’ কে গুরুতর জখম করার অপরাধে ‘খ’ এর সাজা হয় । উক্ত জখমের ফলে কিছুদিন পর ‘ক’ মারা যায় । এই প্রসঙ্গে কোন উক্তিটি সঠিক? 

  • ক. 'খ' এর ফাঁসির আদেশ বা যাবজ্জীবন সাজা হবে
  • খ. 'ক' কে হত্যার জন্য 'খ' এর পুনঃবিচার হবে
  • গ. 'খ' 'ক' এর মৃত্যুর জন্য দায়ী হবে না
  • ঘ. 'খ' এর পুনঃবিচার করা যাবে না

70. ‘Inter vivos’  অর্থ কী?  

  • ক. Between dead persons
  • খ. Between artificial parsons
  • গ. Between corporate persons
  • ঘ. Between living persons

71. ‘Qui priorest tempore prior est jure’ কোন নীতি সম্পর্কিত ? 

  • ক. ক্রয় নীতি
  • খ. বিক্রয় নীতি
  • গ. অগ্রাধিকার নীতি
  • ঘ. হস্তান্তর নীতি

73. The Non-Agricultural Tenancy Act, 1949 অনুসারে অকৃষি প্রজা ও মালিকের মধ্যে উন্নয়ন বিষয়ক কোনো প্রশ্নের সমাধান করতে পারেন কে? 

  • ক. দেওয়ানি আদালত
  • খ. সহকারী কমিশনার
  • গ. ডেপুটি কমিশনার
  • ঘ. স্থানীয় সরকার কর্তৃপক্ষ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics