১৫ তম বিজেএস সহকারী জজ

3. কোন … কর্তৃক প্রদত্ত যে কোন দন্ডের মার্জনা, বিলম্বন ও বিরম্বনা মঞ্জুর করিবার এবং যে কোন দন্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে ।  

  • ক. আদালত অথবা ট্রাইব্যুনাল
  • খ. আদালত,ট্রাব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ
  • গ. আদালত ও ট্রাব্যুনাল
  • ঘ. আদালত বা অন্য কোন কর্তৃপক্ষ

4. 'The High Court Division shall have … over all courts and tribunals subordinate to it. 

  • ক. superintendence
  • খ. superintendence and control control
  • গ. control
  • ঘ. control and governance

6. ‘Nemo est supra leges’ প্রবচনের সমার্থক বাক্য কোনটি?  

  • ক. কেউ দোষ স্বীকারে বাধ্য নয়
  • খ. ক্ষতিকর কর্মের আইনী প্রতিকার নেই
  • গ. কেউ আইনের ঊর্ধ্বে নয়
  • ঘ. কেউ সার্বভৌমত্বের ঊর্ধ্বে নয়

7. The Evidence Act, 1872 অনুযায়ী বিশারদের মতামত আদালতের উপর……

  • ক. বাধ্যকর
  • খ. বিবেচনামূলক
  • গ. নির্দেশনামূলক
  • ঘ. উপদেশমূলক

17. পাথরে পাথর ঘষলে কিভাবে শক্তির রুপান্তর হয় ? 

  • ক. যান্ত্রিক _ তাপ ও আলো
  • খ. যান্ত্রিক _ স্থিতি
  • গ. গতি _ তাপ
  • ঘ. গতি _শব্দ ও রাসায়নিক

18. মানবদেহের প্রহরীর মতো কাজ করে কোনটি ? 

  • ক. লোহিত রক্তকণিকা
  • খ. শ্বেত রক্তকণিকা
  • গ. রক্তরস
  • ঘ. অনুচক্রিকা

21. The Code of Civil Procedure, 1908 এর Order XXXVII অনুযায়ী দাখিলী ‘Summary Suit’ নিস্পত্তি করতে পারেন কে? 

  • ক. সহকারী জজ
  • খ. সিনিয়র সহকারী জজ
  • গ. যুগ্ম জেলা জজ
  • ঘ. জেলা জজ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics