৮ম বিজেএস সহকারী জজ
26. আগাম জামিন (Anticipatory bail) বলতে নিচের কোনটিকে বুঝাবে?
- ক. গ্রেফতার পূর্ব জামিন
- খ. বিচার পূর্ব জামিন
- গ. চার্জ গঠন পূর্ব জামিন
- ঘ. যুক্তিতর্ক শুনানি পূর্ব জামিন
- ক. হাইকোর্ট বিভাগ
- খ. আপিল বিভাগ
- গ. দায়রা জজ আদালত
- ঘ. স্পেশাল জজ আদালত
28. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্তকার্য সম্পন্ন করার বিধানটি---
- ক. নির্দেশনামূলক
- খ. বিচার-বিবেচনামূলক
- গ. বাধ্যতামূলক
- ঘ. নিষেধাজ্ঞামূলক
- ক. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
- খ. পুলিশ কমিশনার
- গ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- ঘ. চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট
- ক. আপিলটি মেধাতে নিষ্পত্তি হবে
- খ. প্রসিকিউশনকে শুনানি করে আদেশ প্রদান করা হবে
- গ. আপিলটি অ্যাবেইট হবে
- ঘ. আপিলটি খারিজ হবে
- ক. জেলা ম্যাজিস্ট্রেট
- খ. পুলিশ সুপার
- গ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
- ঘ. কারারক্ষক
- ক. মহানগর দায়রা জজ আদালত
- খ. হাইকোর্ট বিভাগ
- গ. চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট
- ঘ. দায়রা জজ আদালত
- ক. আপিলটি শুনানীর জন্য গ্রহণ করা হবে
- খ. আপিলটি দায়রা জজ আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হবে
- গ. আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না-মঞ্জুর হবে
- ঘ. রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবে
34. সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে?
- ক. এক মাস
- খ. দুই মাস
- গ. তিন মাস
- ঘ. ছয় মাস
35. নিচের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না?
- ক. কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে
- খ. আপিলযোগ্য কিন্তু আপিল করা হয়নি এমন ডিক্রির বিরুদ্ধে
- গ. আপিলযোগ্য নয় এমন ডিক্রির বিরুদ্ধে
- ঘ. স্মল কজেজ আদালতের রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে
- ক. ৫০০ টাকা
- খ. ৩০০০ টাকা
- গ. ২০০০ টাকা
- ঘ. ৫০০০ টাকা
37. চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিচের কোন পদক্ষেপ নিতে পারবে?
- ক. প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল
- খ. প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিশন
- গ. চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল
- ঘ. প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিউ
38. নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে?
- ক. আরজি ফেরত আদেশ
- খ. আরজি গ্রহণ আদেশ
- গ. আরজি সংশোধন আদেশ
- ঘ. আরজি প্রত্যাখ্যান আদেশ
39. কোনো দেওয়ানি মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়?
- ক. ৭
- খ. ১০
- গ. ২১
- ঘ. ৩০
40. জেলা জজ কর্তৃক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে ---
- ক. সরাসরি রিভিশন দায়ের করতে পারে
- খ. অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে
- গ. আপিল করতে পারে
- ঘ. অনুমতি সাপেক্ষে আপিল করতে পারে
- ক. রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত হবে
- খ. অবশিষ্টভোগী হিসেবে স্ত্রী পাবে
- গ. স্ত্রীর নিকট ফেরত যাবে
- ঘ. বায়তুল মাল হিসেবে সরকারের নিকট অর্পিত হবে
- ক. অবৈধ
- খ. বাতিলযোগ্য
- গ. নিয়মিত
- ঘ. অনিয়মিত
43. সাক্ষ্য আইনের কোন ধারায় Res Judicata নীতির প্রতিফলন ঘটেছে?
- ক. ৩৯
- খ. ৪০
- গ. ৪৫
- ঘ. ৪৭
44. ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) নিচের কোনটিকে বুঝাবে?
- ক. যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে
- খ. যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
- গ. যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে
- ঘ. যে প্রশ্নের প্রশ্নকারী হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে
45. নিচের কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) হিসেবে গণ্য করা যায়?
- ক. যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি বা শুনেননি।
- খ. যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি।
- গ. যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন।
- ঘ. যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত।
46. কোন আইনের মাধ্যমে দ্যা অ্যাভিডেল অ্যাক্ট, ১৮৭২-কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?
- ক. পার্বত্য জেলাসমূহে (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন ১৯৮৯।
- খ. চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০।
- গ. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮।
- ঘ. General Clauses Act, 1897 এর ধারা ৫
- ক. অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা যাবে।
- খ. অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেয়া যাবে।
- গ. অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে।
- ঘ. দুটি আইনের অধীনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় যুগপৎ (Analogous) বিচার হবে।
- ক. খুন
- খ. নরহত্যা
- গ. হত্যার প্রচেষ্টা
- ঘ. কোনো অপরাধ করেননি
49. সহকারী জজ আদালতে প্রচারিত ডিগ্রীর বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়?
- ক. ৩০
- খ. ৬০
- গ. ৯০
- ঘ. ১২০
50. কোনো জলপথে বর্তস্বত্ব(Easement) অধিকার অর্জনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
- ক. শুধুমাত্র ২০ বছর ব্যবহার
- খ. নিরবচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার
- গ. নিরবচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার
- ঘ. নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার