৮ম বিজেএস সহকারী জজ
- ক. অর্ডার ৭ রুল ১০ অনুযায়ী আরজি ফেরতের আদেশ
- খ. অর্ডার ৮ রুল ১০ অনুসারে প্রচারিত রায়
- গ. অর্ডার ৯ রুল ৯ অনুসারে দাখিলী দরখাস্তের না-মঞ্জুর আদেশ
- ঘ. অর্ডার ৯ রুল ১৩ অনুযায়ী দাখিলী দরখাস্ত মঞ্জুর আদেশ
2. সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রোন্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়?
- ক. ১৮৭৭ সালে
- খ. ১৮৪৯ সালে
- গ. ১৮৫৯ সালে
- ঘ. ১৮৬৩ সালে
- ক. মামলা পুনঃবিচারে প্রেরণ
- খ. পুনঃবিচারে প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন
- গ. অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ
- ঘ. আরজী গ্রহন
4. বিল গেইটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো -
- ক. BASIC
- খ. Tic-tac-toe
- গ. Ms Dos
- ঘ. Windows 95
5. সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম হলো ---
- ক. টাইটান
- খ. তিয়ানহে-২
- গ. সেকুইয়া
- ঘ. সুপারমুক
6. AIDS -এর সংক্রমণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
- ক. গর্ভবতী মহিলা এ রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এ রোগ হতে পারে
- খ. রক্ত সঞ্চালনের মাধ্যমে AIDS আক্রান্ত ব্যক্তির রক্ত দ্বারা এ রোগ ছড়ায়
- গ. স্তনদুগ্ধ পানের মাধ্যমে আক্রান্ত মহিলার দেহ থেকে শিশুর AIDS হতে পারে
- ঘ. AIDS রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগ ছড়ায়
7. বাঁদুড়ের শ্রাব্যতার ঊর্ধবসীমা হলো ----
- ক. ৪৫০০০ Hz
- খ. ১০০০০০ Hz
- গ. ৩৫০০০ Hz
- ঘ. ২০০০০ Hz
8. শব্দের স্রোতধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো ----
- ক. ১৫.৬ মিটার
- খ. ১৪.৬ মিটার
- গ. ১৬.৬ মিটার
- ঘ. ১৭.৬ মিটার
9. নিম্নের কোন দেশটি Arctic Council -এর সদস্য নয়?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. কানাডা
- ঘ. রাশিয়া
11. ' বিগ বেন' এর গ্রেট ক্লক টাওয়ার বর্তমানে কি নামে পরিচিত?
- ক. ক্লক টাওয়ার
- খ. ভিক্টোরিয়া টাওয়ার
- গ. ওয়েস্টমিনিস্টারস্ টাওয়ার
- ঘ. এলিজাবেথ টাওয়ার
12. জাতিসংঘ ঘোষিত Public Service Day কোনটি?
- ক. ২১ জুন
- খ. ২২ জুন
- গ. ২৩ জুন
- ঘ. ২৪ জুন
- ক. Trade and Investment Corporation Framework Agreement
- খ. Trade and Investment Conciliation Framework Agreement
- গ. Trade and Investment Cooperation Framework Agreement
- ঘ. Trade and Investment Coordination Framework Agreement
- ক. গারো পাহাড়
- খ. লুসাই পাহাড়
- গ. সীতা পাহাড়
- ঘ. কংস পাহাড়
15. জিএসপি (GSP) কী?
- ক. Generalized System of Perference
- খ. Generalized System of Preferences
- গ. Generalized System of Progress-in-Garments
- ঘ. Generalized System of Preference-in-Garments
16. 'কুসুম্বা মসজিদ' কোন শাসকের রাজত্বকালে নির্মিত হয়?
- ক. শেরশাহ
- খ. বাহাদুর শাহ
- গ. গিয়াসউদ্দিন বাহাদুর শাহ
- ঘ. ফখরুদ্দীন মোবারক শাহ
17. ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত?
- ক. সুবাহর তোরণ
- খ. দশভুজা তোরণ
- গ. ঈশ্বরী তোরণ
- ঘ. নহবতখানা তোরণ
18. বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন?
- ক. পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী
- খ. আইন ও বিচার বিষয়ক মন্ত্রী
- গ. বিশেষ কূটনৈতিক প্রতিনিধি
- ঘ. নয়াদিল্লীস্থ বাংলাদেশ মিশন প্রধান
19. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন ?
- ক. ১৯৭৬ সালে
- খ. ১৯৭৪ সালে
- গ. ১৯২৬ সালে
- ঘ. ১৯৬২ সালে
- ক. ক, খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
- খ. খ, ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
- গ. খ-কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে
- ঘ. খ-কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না
22. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন ---
- ক. হাইকোর্ট বিভাগ
- খ. অতিরিক্ত দায়রা জজ আদালত
- গ. দায়রা জজ আদালত
- ঘ. আপিল বিভাগ
23. ১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন ----
- ক. G. W. Anderson
- খ. F. Millet
- গ. J. M. Macleod
- ঘ. Lord Macaulay
24. ফৌজদারী বিচার ব্যবস্থায় নিচের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা (Inherent Power) আছে?
- ক. আপিল বিভাগ
- খ. হাইকোর্ট বিভাগ
- গ. দায়রা জজ আদালত
- ঘ. মহানগর দায়রা জজ আদালত
25. আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে ---
- ক. আসামি খালাস
- খ. আসামির মুক্তি
- গ. আসামির অব্যাহতি
- ঘ. উপরের কোনোটিই নয়