৮ম বিজেএস সহকারী জজ

51. 'চ' দলিলটি 'ছ' দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু 'ছ' দলিলের পরে রেজিস্ট্রি হয়। এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কি হবে?

  • ক. 'ছ' দলিলটি 'চ' দলিলের উপর প্রাধান্য লাভ করবে
  • খ. 'চ' দলিলটি 'ছ' দলিলের উপর প্রাধান্য লাভ করবে
  • গ. দুটি দলিলই সমানভাবে প্রাধান্য পাবে
  • ঘ. উপরের কোনোটিই নয়

53. কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনত বাধ্য?

  • ক. রেজিস্টার্ড দলিল বেআইনিমর্মে ঘোষণামূলক মোকদ্দমা
  • খ. রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমা
  • গ. রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা
  • ঘ. রেজিস্টার্ড দলিল রদরহিতের মোকদ্দমা

54. নিচের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদলত এর বিবেচনামূলক ক্ষমতা (Discretionary Power) প্রয়োগ করতে পারে না?

  • ক. ঘোষণামূলক মোকদ্দমা
  • খ. স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা
  • গ. দলিল সংশোধনের মোকদ্দমা
  • ঘ. অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা

55. 'ক' ১০০ মন গম 'খ' এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম 'খ' কে সরবরাহ করা হয়নি। 'খ' এর প্রতিকার কি?

  • ক. খ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে
  • খ. খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে
  • গ. খ ক্ষতিপূরণ পাবে না
  • ঘ. খ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে

57. নিচের কোন কার্যটি চুরি (Theft) হিসেবে গণ্য হবে না?

  • ক. চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেয়া।
  • খ. অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা
  • গ. টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া।
  • ঘ. অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া।

58. পেনাল কোডে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বনিম্ন সাজা ----

  • ক. ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা জরিমানা
  • খ. ২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
  • গ. ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
  • ঘ. ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই

60. যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিচের কোনটিকে নির্দেশ করে?

  • ক. ১৪ বছরের সশ্রম কারাদণ্ড
  • খ. দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড
  • গ. ২০ বছরের সশ্রম কারাদণ্ড
  • ঘ. ৩০ বছরের সশ্রম কারাদণ্ড

61. নিচের কোন বানান শুদ্ধ নয়?

  • ক. কর্ণেল
  • খ. চক্ষুষ্মান
  • গ. খ্রিস্টাব্দ
  • ঘ. বিপণী

63. ' কথায় বর্ণনা করা যায় না যা' ---এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি?

  • ক. বর্ণনাতীত
  • খ. অনির্বচনীয়
  • গ. অবর্ণননীয়
  • ঘ. নির্বচনীয়

64. ' বাগধারা ' কোথায় আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. শব্দতত্ত্বে
  • ঘ. বাক্যতত্ত্বে

68. pan>

  • ক. ৫০ ডিগ্রী
  • খ. ৬০ ডিগ্রী
  • গ. ৭০ ডিগ্রী
  • ঘ. ৮০ ডিগ্রী


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics