প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ

27. বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?

  • ক. রাষ্ট্রপতির কাছে
  • খ. জনগণের কাছে
  • গ. প্রধানমন্ত্রীর কাছে
  • ঘ. জাতীয় সংসদের কাছে

28. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

  • ক. স্পীকার
  • খ. রাষ্ট্রপতি
  • গ. প্রধান বিচারপতি
  • ঘ. প্রধানমন্ত্রী

29. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?

  • ক. আব্দুর রহমান
  • খ. মোহাম্মদ ইদ্রিস
  • গ. ব্রজেন দাস
  • ঘ. এদের কেউই না

31. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ---

  • ক. সেক্সট্যান্ট
  • খ. ম্যানোমিটার
  • গ. ক্রেসকোগ্রাফ
  • ঘ. সিসমোগ্রাফ

32. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?

  • ক. সিরাজ শাহ
  • খ. মোহসীন আলী
  • গ. মজনু শাহ
  • ঘ. জহির শাহ

34. প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?

  • ক. সুলতান সিকান্দার শাহ
  • খ. সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
  • গ. নবাব সিরাজউদ্দৌলা
  • ঘ. নবাব আলীবর্দী খাঁ

35. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

  • ক. লর্ড মাউন্টব্যাটেন
  • খ. লর্ড মিন্টো
  • গ. লর্ড কার্জন
  • ঘ. লর্ড ওয়াভেল

36. সুন্দরবন কোন ধরনের বন?

  • ক. রেইন
  • খ. কনিয়ার
  • গ. ম্যানগ্রোভ
  • ঘ. কোনোটিই নয়

39. কাজের একক ----

  • ক. জুল
  • খ. ওয়াট
  • গ. নিউটন
  • ঘ. এর কোনোটিই নয়

41. মনিটরের কাজ হলো ----

  • ক. গাণিতিক সমাধান করা
  • খ. লেখা ও ছবি দেখানো
  • গ. বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
  • ঘ. এর কোনোটিই নয়

47. কোনটি শুদ্ধ বানান?

  • ক. মুমুর্ষু
  • খ. মুমূর্ষু
  • গ. মুমূর্ষু
  • ঘ. মূমুর্ষু

48. কোনটি শুদ্ধ বানান?

  • ক. নিরহংকারী
  • খ. নিরহংকার
  • গ. নিরহংকারি
  • ঘ. নিঃহংকারী

49. কোনটি শুদ্ধ বানান?

  • ক. বাল্মীকি
  • খ. বাল্মীকী
  • গ. বাল্মিকি
  • ঘ. বাল্মিকী


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics