প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ
26. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
- ক. সিলেট
- খ. রাঙামাটি
- গ. রংপুর
- ঘ. কুমিল্লা
27. বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
- ক. রাষ্ট্রপতির কাছে
- খ. জনগণের কাছে
- গ. প্রধানমন্ত্রীর কাছে
- ঘ. জাতীয় সংসদের কাছে
28. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
- ক. স্পীকার
- খ. রাষ্ট্রপতি
- গ. প্রধান বিচারপতি
- ঘ. প্রধানমন্ত্রী
29. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
- ক. আব্দুর রহমান
- খ. মোহাম্মদ ইদ্রিস
- গ. ব্রজেন দাস
- ঘ. এদের কেউই না
30. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
- ক. শূন্য হবে
- খ. কমবে
- গ. বাড়বে
- ঘ. পরিবর্তন হবে না
31. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ---
- ক. সেক্সট্যান্ট
- খ. ম্যানোমিটার
- গ. ক্রেসকোগ্রাফ
- ঘ. সিসমোগ্রাফ
32. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
- ক. সিরাজ শাহ
- খ. মোহসীন আলী
- গ. মজনু শাহ
- ঘ. জহির শাহ
33. ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
- ক. ১৪৮৭ সালে
- খ. ১৩৮৭ সালে
- গ. ১৫৮৭ সালে
- ঘ. ১৬৮৭ সালে
34. প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
- ক. সুলতান সিকান্দার শাহ
- খ. সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
- গ. নবাব সিরাজউদ্দৌলা
- ঘ. নবাব আলীবর্দী খাঁ
35. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
- ক. লর্ড মাউন্টব্যাটেন
- খ. লর্ড মিন্টো
- গ. লর্ড কার্জন
- ঘ. লর্ড ওয়াভেল
37. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
- ক. যমুনা
- খ. পদ্মা
- গ. সুরমা
- ঘ. মেঘনা
38. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
- ক. হোয়াংহো
- খ. নীল
- গ. আমাজান
- ঘ. কঙ্গো
39. কাজের একক ----
- ক. জুল
- খ. ওয়াট
- গ. নিউটন
- ঘ. এর কোনোটিই নয়
40. সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ----
- ক. ২৫ ঘণ্টা
- খ. ২৮ ঘণ্টা
- গ. ২৫ বছর
- ঘ. ২৫ দিন
- ক. গাণিতিক সমাধান করা
- খ. লেখা ও ছবি দেখানো
- গ. বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
- ঘ. এর কোনোটিই নয়
42. 'অনুগ্রহ'এর বিপরীতার্থক শব্দ -----
- ক. নিগ্রহ
- খ. দয়া
- গ. বাহির
- ঘ. স্বাধীন
43. 'অর্বাচীন'এর বিপরীতার্থক শব্দ -----
- ক. তরুণ
- খ. অচেনা
- গ. নবীন
- ঘ. প্রাচীন
44. 'চন্দ্র'এর সমার্থক শব্দ নয় ----
- ক. চাঁদ
- খ. নিশাকর
- গ. অদ্রি
- ঘ. হিমকর
45. 'কেশ'এর সমার্থক শব্দ নয় ----
- ক. কুন্তল
- খ. ললাট
- গ. চুল
- ঘ. অলক
46. 'আকাশ'এর সমার্থক শব্দ নয় ----
- ক. গগন
- খ. অন্তরীক্ষ
- গ. অম্বর
- ঘ. ভুবন
- ক. নিরহংকারী
- খ. নিরহংকার
- গ. নিরহংকারি
- ঘ. নিঃহংকারী
50. "আজকে" নগদ কালকে ধার ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ২য়া
- খ. অধিকরণে ২য়া
- গ. কর্মে শূন্য
- ঘ. করণে ২য়া