বাংলাদেশ রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী

26. 'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি'। উক্তিটি করেন-

  • ক. ফিদেল কাস্ট্রো
  • খ. নেলসন ম্যান্ডেলা
  • গ. মার্শাল টিটো
  • ঘ. ইন্দিরা গান্ধী

27. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

28. CEDAW সনদ কোন ধরনের অধিকারের দলিল?

  • ক. শিক্ষা
  • খ. শ্রম
  • গ. শিশু অধিকার
  • ঘ. নারী অধিকার

29. বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?

  • ক. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
  • খ. পূর্বাচল এক্সপ্রেসওয়ে
  • গ. বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে
  • ঘ. ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে

31. বিদ্রোহী তাইগ্রেয়ান বাহিনী কোন দেশের?

  • ক. সোমালিয়া
  • খ. ইথিওপিয়া
  • গ. সুদান
  • ঘ. ঘানা

32. বিশ্ব মৃত্তিকা দিবস কত তারিখ পালিত হয়?

  • ক. ৫ই ডিসেম্বর
  • খ. ৬ই ডিসেম্বর
  • গ. ৭ই ডিসেম্বর
  • ঘ. ৮ই ডিসেম্বর

33. আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস?

  • ক. প্রায় ১০ শতাংশ
  • খ. প্রায় ৩০ শতাংশ
  • গ. প্রায় ২০ শতাংশ
  • ঘ. প্রায় ৪০ শতাংশ

34. 'বলিভার স্কয়ার' কোন দেশে অবস্থিত?

  • ক. কলম্বিয়া
  • খ. বলিভিয়া
  • গ. আর্জেন্টিনা
  • ঘ. চিলি

35. ২০২০ সালের বুকার পুরস্কার কে পেয়েছেন?

  • ক. পল মেন্ডিজ
  • খ. ডগলাস স্টুয়ার্ট
  • গ. বেথ মরি
  • ঘ. রবার্ট মোর

36. ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে?

  • ক. ৭ই ডিসেম্বর
  • খ. ৮ই ডিসেম্বর
  • গ. ১১ই ডিসেম্বর
  • ঘ. ১২ই ডিসেম্বর

37. 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • ক. বিষের বাশি
  • খ. সিন্ধু-হিল্লোল
  • গ. সাম্যবাদী
  • ঘ. নতুন চাঁদ

38. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি রচনা করেন-

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. সুফিয়া কামাল
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. জীবনানন্দ দাশ

39. হীরালাল সেন কেন বিখ্যাত?

  • ক. কবি হিসেবে
  • খ. গল্পকার হিসেবে
  • গ. নাট্যকার হিসেবে
  • ঘ. চলচ্চিত্রকার হিসেবে

40. 'আদি আবাদ' চিত্রকর্মটির শিল্পী -

  • ক. শিল্পচার্য জয়নুল আবেদিন
  • খ. শিল্পী শাহাবুদ্দিন আহমদ
  • গ. শিল্পী এস এম সুলতান
  • ঘ. শিল্পী কাইয়ুম চৌধুরী

46. ডায়োড কী ধরনের ডিভাইস?

  • ক. একমুখী
  • খ. দ্বিমুখী
  • গ. উভয়ই
  • ঘ. কোনোটাই নয়

47. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?

  • ক. রেডিও'রিসিভার
  • খ. রেডিও ট্রান্সমিটার
  • গ. টিভি রিসিভার
  • ঘ. টিভি টান্সমিটার

50. ফ্রি-রানিং মাল্টিভাইব্রেটর কোনটি?

  • ক. Monostable
  • খ. Astable
  • গ. Bistable
  • ঘ. কোনোটাই নয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics