বাংলাদেশ রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী
26. 'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি'। উক্তিটি করেন-
- ক. ফিদেল কাস্ট্রো
- খ. নেলসন ম্যান্ডেলা
- গ. মার্শাল টিটো
- ঘ. ইন্দিরা গান্ধী
27. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৭৫ সালে
29. বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
- ক. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
- খ. পূর্বাচল এক্সপ্রেসওয়ে
- গ. বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে
- ঘ. ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে
30. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল?
- ক. ফ্রান্স
- খ. চীন
- গ. সোভিয়েত ইউনিয়ন
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র
32. বিশ্ব মৃত্তিকা দিবস কত তারিখ পালিত হয়?
- ক. ৫ই ডিসেম্বর
- খ. ৬ই ডিসেম্বর
- গ. ৭ই ডিসেম্বর
- ঘ. ৮ই ডিসেম্বর
33. আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস?
- ক. প্রায় ১০ শতাংশ
- খ. প্রায় ৩০ শতাংশ
- গ. প্রায় ২০ শতাংশ
- ঘ. প্রায় ৪০ শতাংশ
35. ২০২০ সালের বুকার পুরস্কার কে পেয়েছেন?
- ক. পল মেন্ডিজ
- খ. ডগলাস স্টুয়ার্ট
- গ. বেথ মরি
- ঘ. রবার্ট মোর
36. ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে?
- ক. ৭ই ডিসেম্বর
- খ. ৮ই ডিসেম্বর
- গ. ১১ই ডিসেম্বর
- ঘ. ১২ই ডিসেম্বর
37. 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. বিষের বাশি
- খ. সিন্ধু-হিল্লোল
- গ. সাম্যবাদী
- ঘ. নতুন চাঁদ
38. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি রচনা করেন-
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. সুফিয়া কামাল
- গ. জসীমউদ্দীন
- ঘ. জীবনানন্দ দাশ
- ক. কবি হিসেবে
- খ. গল্পকার হিসেবে
- গ. নাট্যকার হিসেবে
- ঘ. চলচ্চিত্রকার হিসেবে
40. 'আদি আবাদ' চিত্রকর্মটির শিল্পী -
- ক. শিল্পচার্য জয়নুল আবেদিন
- খ. শিল্পী শাহাবুদ্দিন আহমদ
- গ. শিল্পী এস এম সুলতান
- ঘ. শিল্পী কাইয়ুম চৌধুরী
41. বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?
- ক. 2
- খ. 3
- গ. ৪
- ঘ. ৮
42. একটি সেমিকন্ডাক্টরের ইলেক্ট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-
- ক. বৃদ্ধি পায়
- খ. হ্রাস পায়
- গ. স্থির থাকে
- ঘ. কোনোটাই নয়
44. হাই-ইনপুট এবং লো-আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরনের অ্যামপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়?
- ক. কমন-অ্যামিটার
- খ. কমন বেস
- গ. কমন কালেক্টর
- ঘ. সবকয়টি
45. ক্রস-ওভার ডিসটরশন সংঘটিত হয় কোন অ্যামপ্লিফায়ারে?
- ক. পুশ-পুল
- খ. ক্লাস-A
- গ. ক্লাস-B
- ঘ. ক্লাস-AB
47. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?
- ক. রেডিও'রিসিভার
- খ. রেডিও ট্রান্সমিটার
- গ. টিভি রিসিভার
- ঘ. টিভি টান্সমিটার
48. RC ফেজ শিফট অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত?
- ক. 1RC
- খ. 12πRC
- গ. 12π RC
- ঘ. 12π6 RC