বাংলাদেশ রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী

51. নিম্নের কোনটি সেমিকন্ডাক্টর?

  • ক. আর্গন
  • খ. কার্বন
  • গ. মাইকা
  • ঘ. সিরামিক

55. ফিল্টার যেটি বাছাই করতে ব্যবহৃত হয়, তা হলো-

  • ক. ভোল্টেজ
  • খ. ফ্রিকোয়েন্সি
  • গ. কারেন্ট
  • ঘ. ইম্পিড্যান্স

58. FET কোন ধরনের ডিভাইস?

  • ক. Field Controlled
  • খ. Current Controlled
  • গ. Power Controlled
  • ঘ. Voltage Controlled

61. চর্যাপদ আবিষ্কার করেন-

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. দীনেশ চন্দ্র সেন
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়

62. অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন-

  • ক. শেখ শুভোদয়া
  • খ. বৈষ্ণব পদাবলী
  • গ. শ্রীকৃষ্ণ কীর্তন
  • ঘ. কালকেতু উপাখ্যান

63. ব্রজবুলি একটি -

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. পুঁথি
  • ঘ. ভাষা

64. বাংলা সাহিত্যে গদ্যের জনক -

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. প্রমথ চৌধুরী

65. ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি কে দিয়েছিলেন?

  • ক. কৃষ্ণ চন্দ্র
  • খ. ময়ূর ভট্ট
  • গ. রাজা গনেশ
  • ঘ. দ্বিজ বংশীদাশ

66. যুগ সন্ধিক্ষণের কবি কে?

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • খ. নবীনচন্দ্র সেন
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

67. 'ভোরের পাখি' উপাধিখ্যাত কবি -

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনানন্দ দাস
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

68. 'ইউসুফ-জোলেখা' কাব্যের অনুবাদক-

  • ক. দৌলত উজির বাহরাম খা
  • খ. আলাওল
  • গ. সৈয়দ সুলতান
  • ঘ. শাহ মুহম্মদ সগীর

69. মীর মশাররফ হোসেনের নাটক -

  • ক. বিষাদ সিন্ধু
  • খ. জমিদার দর্পণ
  • গ. কৃষ্ণকুমারী
  • ঘ. পলাশীর যুদ্ধ

71. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ-

  • ক. পদ্মরাগ
  • খ. পদ্মাবতী
  • গ. রাজা
  • ঘ. আনোয়ারা

72. মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন-

  • ক. ভাই ভাই এইত চাই
  • খ. বিয়ে পাগলা বুড়ো
  • গ. সধবার একাদশী
  • ঘ. একেই বলে সভ্যতা

73. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস-

  • ক. আলালের ঘরের দুলাল
  • খ. দুর্গেশ নন্দিনী
  • গ. হুতোম প্যাঁচার নকশা
  • ঘ. ঘরে বাইরে

74. 'হা-ঘরে'-অর্থ?

  • ক. গৃহহীন
  • খ. ঘরে থাকে না যে
  • গ. গৃহে ঐশ্বর্য যার
  • ঘ. অনেক গৃহের মালিক

75. জসিমউদ্দীনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?

  • ক. রঙিলা নায়ের মাঝি
  • খ. রাখালি
  • গ. নকশী কাঁথার মাঠ
  • ঘ. বালুচর


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics