১১তম বিসিএস প্রিলি
51. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য -
- ক. ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
- খ. বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
- গ. ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
- ঘ. দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা
52. বাসস একটি -
- ক. খবরের কাগজের নাম
- খ. একটি প্রেসক্লাবের নাম
- গ. একটি সংবাদ সংস্থার নাম
- ঘ. একটি বিদেশি কোম্পানির নাম
53. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -
- ক. ২৬শে মার্চ
- খ. ২১শে ফেব্রুয়ারি
- গ. ১৬ই ডিসেম্বর
- ঘ. ১৪ই ডিসেম্বর
54. সর্বপ্রথম যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো -
- ক. ইরি-৮
- খ. ইরি-১
- গ. ইরি-২০
- ঘ. ইরি-৩
55. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
- ক. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
- খ. পার্বত্য চট্রগ্রামের বনভূমি
- গ. সিলেটের বনভূমি
- ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
- ক. ১৯৮৫ সালে
- খ. ১৯৮৬ সালে
- গ. ১৯৮৭ সালে
- ঘ. ১৯৮৪ সালে
- ক. মুস্তফা মনোয়ার
- খ. শামীম সিকদার
- গ. হামিদুজ্জামান খান
- ঘ. মইনুল হোসেন
58. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?
- ক. ১০ঃ৬
- খ. ১১ঃ৭
- গ. ৯ঃ৫
- ঘ. ১০ ১/২ঃ ৭ ১/২
59. বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়?
- ক. রংপুর
- খ. ময়মনসিংহ
- গ. ফরিদপুর
- ঘ. টাঙ্গাইল
60. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
- ক. ২২৫ নটিক্যাল মাইল
- খ. ২০০ নটিক্যাল মাইল
- গ. ২৫০ নটিক্যাল মাইল
- ঘ. ১০ নটিক্যাল মাইল
61. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
- ক. যমুনা
- খ. পদ্মা
- গ. ব্রহ্মপুত্র
- ঘ. মেঘনা
62. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -
- ক. ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
- খ. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুুত বন্ধ করা
- গ. ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
- ঘ. বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
63. বিকেএসপি হলো -
- ক. একটি কিশোর ফুটবল টিমের নাম
- খ. একটি সংবাদ সংস্থার নাম
- গ. একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
- ঘ. একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
64. মা ও মণি হলো -
- ক. একটি উপন্যাসের নাম
- খ. একটি গরিব মা ও মেয়ের গল্পকাহিনী
- গ. একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
- ঘ. একটি প্রসাধন শিল্পের নাম
65. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম -
- ক. মালদ্বীপ
- খ. হাতিয়া
- গ. বরিশাল
- ঘ. সন্দ্বীপ
66. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর -
- ক. ভিয়েনা
- খ. বন
- গ. জেনেভা
- ঘ. রোম
67. জাপানের পার্লামেন্টের নাম -
- ক. ডায়েট
- খ. পিনসাস
- গ. নেসেট
- ঘ. সোরা
68. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- ক. ফ্লোরিডা
- খ. পক
- গ. জিব্রাল্টার
- ঘ. বেরিং
- ক. জেনারেল সুহার্তো
- খ. রবার্ট মুগাবে
- গ. জুলিয়াস নায়ারে
- ঘ. ফিডেল ক্যাস্ট্রো
70. ওডারনীস নদী -
- ক. পূর্ব জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
- খ. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
- গ. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
- ঘ. সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
- ক. ২৪ অক্টোবর
- খ. ২৪ আগস্ট
- গ. ২৪ ডিসেম্বর
- ঘ. ২৪ নভেম্বর
- ক. একটি বাণিজ্যিক গোষ্ঠী
- খ. পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা
- গ. একটি বিমান সংস্থা
- ঘ. একটি সামরিক চুক্তি
73. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -
- ক. ৭ জুলাই
- খ. ৯ মার্চ
- গ. ৫ জুন
- ঘ. ২১ মে
- ক. কারাভু
- খ. উইন্ডহুক
- গ. প্রিটোরিয়া
- ঘ. কোটাভি
75. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে -
- ক. স্বাভাবিক সুদে
- খ. বিনা সুদে
- গ. অল্প সুদে
- ঘ. অতি সামান্য সুদে