৬ষ্ঠ বিজেএস সহকারী জজ
26. বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?
- ক. ৫ আগস্ট ১৯৭৩
- খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
- গ. ১১ নভেম্বর ১৯৭৬
- ঘ. ৪ এপ্রিল ১৯৭১
27. বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন--
- ক. লর্ড বেন্টিং
- খ. লর্ড ডালহৌসি
- গ. লর্ড হার্ডিঞ্জ
- ঘ. লর্ড ক্যানিং
- ক. ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
- খ. টিকেট কেনার জন্য ব্যবহার হয়
- গ. স্বল্প খরচে ছবি তোলার ব্যবহৃত হয়
- ঘ. ভবিষ্যৎ বাণীর জন্য ব্যবহৃ হয়
30. বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র--
- ক. ভারত
- খ. জাপান
- গ. চীন
- ঘ. আমেরিকা
32. বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. ভারত
- ঘ. আর্জেন্টিনা
33. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. দক্ষিণ আফ্রিকায়
- খ. ভারতে
- গ. বাংলাদেশে
- ঘ. ইংল্যান্ডে
34. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার--
- ক. বীরউত্তম
- খ. বীরশ্রেষ্ঠ
- গ. বীরবিক্রয়
- ঘ. বীর প্রতীক
35. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ--
- ক. ঘানা
- খ. মোজাম্বিক
- গ. সুদান
- ঘ. সেনেগাল
38. 'আলালের ঘরের দুলাল ' উপন্যাসটির রচয়িতা--
- ক. কালিপ্রসন্ন সিংহ
- খ. প্যারীচাঁদ মিত্র
- গ. ভবানীচরন বন্দোপাধ্যায়
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
39. 'আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়'-- এ লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যাবে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. প্রেমেন্দ্র মিত্র
- গ. বুদ্ধদেব বসু
- ঘ. জীবনানন্দ দাশ
- ক. প্রমথ চৌধুরী
- খ. মোহিতলাল চৌধুরী
- গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- ঘ. যতীন্দ্র মোহন বাগচী
42. সর্বাধিক বাংলাদেশী জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে?
- ক. সৌদি আরব
- খ. সংযুক্ত আরব আমিরাত
- গ. মালয়েলিয়া
- ঘ. কুয়েত
43. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী
- ক. এ.কে. ফজলুল হক
- খ. নূরুল আমিন
- গ. আবুল হাশেম
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
44. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা --
- ক. মানিক বন্দ্যোপাধ্যায়
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- ক. সপ্তম শতাব্দী
- খ. অষ্টম শতাব্দী
- গ. নবম শতাব্দী
- ঘ. দশম শতাব্দী
47. 'নদীমাতৃক' শব্দের সমাস হলো--
- ক. নদী মাতা যার
- খ. নদীতে মাতা আছে যার
- গ. নদী ও মাতা
- ঘ. নদী এবং মাতৃকা
48. 'অপু' কোন উপন্যাসের চরিত্র?
- ক. পথের পাঁচালী
- খ. পদ্মা নদীর মাঝি
- গ. লালসালু
- ঘ. কাঁদো নদী কাঁদো
49. 'নীলদর্পণ' নাটক রচনা করেছেন--
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. আনোয়ার পাশা
- গ. দীনবন্ধু মিত্র
- ঘ. মমতাজ উদ্দীন আহমেদ