আন্তর্জাতিক বিষয়াবলি

454. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?

  • ক. ইটালী
  • খ. ইংল্যান্ড
  • গ. ফ্রান্স
  • ঘ. রাশিয়া

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

455. জাতিসংঘের স্থায়ী সদস্য :

  • ক. জাপান, জার্মানী, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
  • খ. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
  • গ. যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
  • ঘ. উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন

উত্তরঃ ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন

বিস্তারিত

456. 'Low of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone' হিসেবে গণ্য ?

  • ক. ২২ নটিক্যাল মাইল
  • খ. ৪৪ নটিক্যাল মাইল
  • গ. ২০০ নটিক্যাল মাইল
  • ঘ. ৩৭০ নটিক্যাল মাইল

উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল

বিস্তারিত

457. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় -

  • ক. ২ এপ্রিল, ২০১৫
  • খ. ১৪ জুলাই, ২০১৫
  • গ. ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ঘ. ১০ ডিসেম্বর, ২০১৩

উত্তরঃ ১৪ জুলাই, ২০১৫

বিস্তারিত

458. ‘গ্রিন পিস’ যাত্রা শুরু করে -

  • ক. ১৯৪৫
  • খ. ২০১১
  • গ. ২০১৩
  • ঘ. ১৯৭১

উত্তরঃ ১৯৭১

বিস্তারিত

459. ‘Black Lives Matter' কি?

  • ক. একটি গ্রন্থের নাম
  • খ. একটি পানীয়
  • গ. বর্ণবাদ বিরোধী আন্দোলন
  • ঘ. একটি NGO

উত্তরঃ বর্ণবাদ বিরোধী আন্দোলন

বিস্তারিত

461. BRICS -এর সদর দপ্তর কোথায়?

  • ক. সাংহাই
  • খ. মস্কেো
  • গ. প্রিটোরিয়া
  • ঘ. নয়াদিল্লি

উত্তরঃ সাংহাই

বিস্তারিত

463. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

  • ক. নতুন দিল্লী
  • খ. কলম্বো
  • গ. ঢাকা
  • ঘ. কাঠমুন্ডু

উত্তরঃ নতুন দিল্লী

বিস্তারিত

464. ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. আফ্রিকার জোহানেসবার্গে
  • খ. ব্রাজিলের রিওডিজেনিরোতে
  • গ. ইটালির রোমে
  • ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে

উত্তরঃ ব্রাজিলের রিওডিজেনিরোতে

বিস্তারিত

465. MDG এর অন্যতম লক্ষ্য কি?

  • ক. দেশ থেকে পোলিও নির্মূল
  • খ. HIV/AIDS নির্মূল করা
  • গ. যক্ষ্মা নির্মূল করা
  • ঘ. ক্ষুধা ও দারিদ্র দূর করা

উত্তরঃ ক্ষুধা ও দারিদ্র দূর করা

বিস্তারিত

466. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?

  • ক. ভিয়েতনাম সংকট
  • খ. সাইপ্রাস সংকট
  • গ. কোরিয়া সংকট
  • ঘ. প্যালেষ্টাইন সংকট

উত্তরঃ কোরিয়া সংকট

বিস্তারিত

467. সুয়েজ খান কোন বৎসর চালু হয়?

  • ক. ১৯০৩
  • খ. ১৮৬৯
  • গ. ১৮৮৯
  • ঘ. ১৮৫৪

উত্তরঃ ১৮৬৯

বিস্তারিত

470. লাউসের (Laos) সরকারি নাম কি?

  • ক. Laos People's Democratic Republic
  • খ. Republic of Laos
  • গ. Kingdom of Laos
  • ঘ. Democratic Republic of Laos

উত্তরঃ Laos People's Democratic Republic

বিস্তারিত

471. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তে যুক্ত?

  • ক. ভারত
  • খ. চীন
  • গ. মায়ানমার
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ চীন

বিস্তারিত

472. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) শীর্ষ পদটি কি?

  • ক. প্রশাসক
  • খ. মহাপরিচালক
  • গ. মহাসচিব
  • ঘ. প্রেসিডেন্ট

উত্তরঃ প্রশাসক

বিস্তারিত

473. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?

  • ক. ৮০ বিলিয়ন ডলার
  • খ. ১০০ বিলিয়ন ডলার
  • গ. ১৫০ বিলিয়ন ডলার
  • ঘ. ২০০ বিলিয়ন ডলার

উত্তরঃ ১০০ বিলিয়ন ডলার

বিস্তারিত

474. যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?

  • ক. জুন ২০০১
  • খ. জুন ২০০০
  • গ. জুন ২০০২
  • ঘ. জুন ২০০৩

উত্তরঃ জুন ২০০২

বিস্তারিত

475. আরবলীগ প্রতিষ্ঠা পায় -

  • ক. ১৯৪৯
  • খ. ১৯৫০
  • গ. ১৯৪৫
  • ঘ. ১৯৪০

উত্তরঃ ১৯৪৫

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects