আন্তর্জাতিক বিষয়াবলি

401. ‘হারারে’ এর পুরাতন নাম -

  • ক. সলসব্রেরী
  • খ. ফরমোজা
  • গ. পেট্রোগ্রাড
  • ঘ. রোডেসিয়া

উত্তরঃ সলসব্রেরী

বিস্তারিত

402. মালদ্বীপের মুদ্রার নাম কী?

  • ক. রূপি
  • খ. ডলার
  • গ. পাউন্ড
  • ঘ. রূপাইয়া

উত্তরঃ রূপাইয়া

বিস্তারিত

403. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

  • ক. বার্সেলোনা
  • খ. জুরিখ
  • গ. বার্লিন
  • ঘ. ব্রাসেলস

উত্তরঃ বার্সেলোনা

বিস্তারিত

404. আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -

  • ক. W.Wilson
  • খ. Paul Haris
  • গ. Baden Powel
  • ঘ. H.Wilson

উত্তরঃ Paul Haris

বিস্তারিত

405. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?

  • ক. ইয়েমেন
  • খ. কাতার
  • গ. ওমান
  • ঘ. ইরাক

উত্তরঃ ইয়েমেন

বিস্তারিত

406. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল -

  • ক. ইংরেজরা
  • খ. ওলন্দাজরা
  • গ. ফরাসিরা
  • ঘ. পর্তুগিজরা

উত্তরঃ পর্তুগিজরা

বিস্তারিত

407. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় -

  • ক. ১৯৮৪ সালে
  • খ. ১৯৮৭ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮৬ সালে

উত্তরঃ ১৯৮৫ সালে

বিস্তারিত

408. আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

  • ক. ইরাক
  • খ. আলজেরিয়া
  • গ. সৌদি আরব
  • ঘ. জর্ডান

উত্তরঃ ইরাক

বিস্তারিত

409. পিএলও এর সদর দপ্তর -

  • ক. তিউনিস
  • খ. রাবাত
  • গ. বেনগাজি
  • ঘ. মরক্কো

উত্তরঃ তিউনিস

বিস্তারিত

410. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন -

  • ক. উথান্ট
  • খ. ট্রিগভেলি
  • গ. দ্যাগ হ্যামারশোল্ড
  • ঘ. কুর্ট ওয়াল্ডহেইম

উত্তরঃ ট্রিগভেলি

বিস্তারিত

411. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা -

  • ক. ১৫৬
  • খ. ১৫৭
  • গ. ১৫৮
  • ঘ. ১৮৮

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

412. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত -

  • ক. রিয়াদ
  • খ. জেদ্দা
  • গ. দামেস্ক
  • ঘ. মক্কা

উত্তরঃ জেদ্দা

বিস্তারিত

413. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -

  • ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
  • খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
  • গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
  • ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

উত্তরঃ সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

বিস্তারিত

414. যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে?

  • ক. ব্রিটেন
  • খ. ফ্রান্স
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. রাশিয়া

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

415. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় -

  • ক. ওয়েস্ট মিনস্টাল এ্যাবে
  • খ. হোয়াইট হল
  • গ. মার্বেল চার্চ
  • ঘ. বুশ হাউস

উত্তরঃ হোয়াইট হল

বিস্তারিত

416. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্বসমর্পণ করে -

  • ক. ১৯৪২ সালের নভেম্বর মাসে
  • খ. ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
  • গ. ১৯৪৫ সালের মে মাসে
  • ঘ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

উত্তরঃ ১৯৪৫ সালের মে মাসে

বিস্তারিত

417. হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল -

  • ক. ১৯৪৫ সালের আগস্ট মাসে
  • খ. ১৯৪৫ সালের মে মাসে
  • গ. ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
  • ঘ. ১৯৪৪ সালের আগস্ট মাসে

উত্তরঃ ১৯৪৫ সালের আগস্ট মাসে

বিস্তারিত

418. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম -

  • ক. কাশাভুরু
  • খ. প্যাট্রিস লুমুম্বা
  • গ. শোম্বে
  • ঘ. মরুতু

উত্তরঃ প্যাট্রিস লুমুম্বা

বিস্তারিত

419. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল -

  • ক. ফিলিপাইন
  • খ. জাপান
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ জাপান

বিস্তারিত

420. আইএমএফ এর সদর দপ্তর কোথায়?

  • ক. ওয়াশিংটন ডিসি
  • খ. মস্কো
  • গ. লন্ডন
  • ঘ. নিউইয়র্ক

উত্তরঃ ওয়াশিংটন ডিসি

বিস্তারিত

421. নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম -

  • ক. ইউনিটা
  • খ. সাভিনিস্টা
  • গ. কন্ট্রা
  • ঘ. সোয়াপো

উত্তরঃ কন্ট্রা

বিস্তারিত

422. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত?

  • ক. ইরান
  • খ. ইরাক
  • গ. মিসর
  • ঘ. সিরিয়া

উত্তরঃ ইরাক

বিস্তারিত

423. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

  • ক. ইতালি
  • খ. স্পেন
  • গ. তুরস্ক
  • ঘ. গ্রীস

উত্তরঃ তুরস্ক

বিস্তারিত

424. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে:

  • ক. দুবাই
  • খ. সিউল
  • গ. কাতার
  • ঘ. বার্লিন

উত্তরঃ কাতার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects