আন্তর্জাতিক বিষয়াবলি
28. পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
- ক. মালয়েশিয়া
- খ. ইন্দোনেশিয়া
- গ. থাইল্যান্ড
- ঘ. মিয়ানমার
উত্তরঃ থাইল্যান্ড
30. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
- ক. জার্মানি
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাজ্য
- ঘ. রাশিয়া
উত্তরঃ যুক্তরাজ্য
31. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
- ক. দাউদ খাঁ
- খ. জহির শাহ
- গ. নাদির শাহ
- ঘ. নজীবুল্লাহ
উত্তরঃ জহির শাহ
32. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. সৌদি আরব
- ঘ. আলজেরিয়া
উত্তরঃ আলজেরিয়া
33. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
- ক. ইসরাইল ও জর্ডান
- খ. ভারত ও পাকিস্তান
- গ. চীন ও তাইওয়ান
- ঘ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
উত্তরঃ ভারত ও পাকিস্তান
34. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
- ক. কলাম্বিয়া
- খ. নিকারাগুয়া
- গ. কোস্টারিকা
- ঘ. এল সালভাদর
উত্তরঃ কোস্টারিকা
35. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
- ক. অস্ট্রেলিয়া
- খ. কানাডা
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. চীন
উত্তরঃ চীন
39. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
- ক. ২৬ জুন
- খ. ১ আগষ্ট
- গ. ১ মে
- ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ ১০ ডিসেম্বর
40. কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৮৬৪ সালে
- খ. ১৮৬৮ সালে
- গ. ১৮৬৬ সালে
- ঘ. ১৮৬১ সালে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
48. সবচেঢে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. ভারত
- গ. জাপান
- ঘ. নেপাল
উত্তরঃ যুক্তরাষ্ট্র
49. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. রোমে
- গ. জেনেভায়
- ঘ. অটোয়ায়
উত্তরঃ রোমে
50. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
- ক. ফখরুদ্দিন মোবারক শাহ
- খ. হোসেন শাহ্
- গ. শায়েস্তা খাঁ
- ঘ. ঈশা খাঁ
উত্তরঃ হোসেন শাহ্