আন্তর্জাতিক বিষয়াবলি
176. ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন-
- ক. ইয়াসির আরাফাত
- খ. জিমি কার্টার
- গ. কফি আনান
- ঘ. মাদার তেরেসা
উত্তরঃ জিমি কার্টার
177. এনরন (ENRON) কী?
- ক. একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
- খ. একটি ওষুধের নাম
- গ. একপ্রকার রোগ জীবাণু
- ঘ. পৃথিবীর অন্যতম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
উত্তরঃ পৃথিবীর অন্যতম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
179. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুয়ের নাম ও দেশ -
- ক. যুবী গ্যাগারিন, রাশিয়া
- খ. জন গ্লেন , যুক্তরাষ্ট্র
- গ. রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
- ঘ. নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
উত্তরঃ নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
180. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ান হয়েছে -
- ক. আর্জেন্টিনা
- খ. ব্রাজিল
- গ. ইতালি
- ঘ. ফ্রান্স
উত্তরঃ ব্রাজিল
181. SAPTA -অর্থ-
- ক. SAARC Preferential Trading Arrangement
- খ. South Asian Preferential Trading Arrangement
- গ. SAARC Preferential Tariff Agreement
- ঘ. South Asian Preferential Tariff Agreement
উত্তরঃ SAARC Preferential Trading Arrangement
182. ইন্দোনিশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?
- ক. জেনারেল সোহার্তু
- খ. মেঘবতী সুকর্ণপুত্রী
- গ. আবদুর রহমান ওয়াহিদ
- ঘ. জেনারেল বিয়ান্তো
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
183. Food and Agricultural Organisation - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. রোম
- খ. জেনেভা
- গ. ব্যাংকক
- ঘ. প্যারিস
উত্তরঃ রোম
184. 'The Asian Drama' গ্রন্থের রচয়িতা কে?
- ক. অমর্ত্য সেন
- খ. গুনার মিরডাল
- গ. মাইকেল লিফটন
- ঘ. উইলিয়াম রস্টো
উত্তরঃ গুনার মিরডাল
185. নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
- ক. বুদাপেস্ট
- খ. প্রাগ
- গ. এথেন্স
- ঘ. তিরানা
উত্তরঃ তিরানা
186. IFC বলতে কী বুঝায়?
- ক. ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
- খ. ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটল
- গ. ইন্টারন্যাশনাল ফুড করপোরেশন
- ঘ. এগুলোর কোনটিই নয়
উত্তরঃ ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
187. Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৬০ সালে
- খ. ১৯৬২ সালে
- গ. ১৯৬৩ সালে
- ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ ১৯৬৩ সালে
- ক. মালয়েশিয়ায়
- খ. ভিয়েতনামে
- গ. থাইল্যান্ডে
- ঘ. ইন্দোনেশিয়ায়
উত্তরঃ ইন্দোনেশিয়ায়
189. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
- ক. আটলান্টিক ও ভূমধ্যসাগর
- খ. আটল্যান্টিক ও প্রশান্ত মহাসাগর
- গ. প্রশান্ত ও উত্তর মহাসাগর
- ঘ. ভারত ও প্রশান্ত মহাসাগর
উত্তরঃ আটল্যান্টিক ও প্রশান্ত মহাসাগর
190. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৬০ সালে
- গ. ১৯৬৭ সালে
- ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ ১৯৬৭ সালে
193. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
- ক. চীন ও রাশিয়া
- খ. চীন ও ভারত
- গ. ভারত ও পাকিস্তান
- ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তরঃ চীন ও ভারত
194. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. রিয়াদ
- খ. কায়রো
- গ. কুয়েত
- ঘ. জেদ্দা
উত্তরঃ জেদ্দা
195. বেলজিয়ামের মুদ্রার নাম কী?
- ক. শিলিং
- খ. ফ্রাংক
- গ. পাউন্ড
- ঘ. ক্রাউন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
197. জাতিসংঘের সাধারণ পরিয়দের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
- ক. তিনজন
- খ. চারজন
- গ. পাঁচজন
- ঘ. ছয়জন
উত্তরঃ পাঁচজন
200. কুমিল্লা বার্ (BARD) -এর প্রতিষ্ঠাতা কে?
- ক. মোহাম্মদ আইউব খান
- খ. আখতার হামিদ খান
- গ. আবদুল হামিদ খান ভাসানী
- ঘ. এ,কে ফজলুল হক
উত্তরঃ আখতার হামিদ খান