আন্তর্জাতিক বিষয়াবলি
1. নিম্নের কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
- ক. UNDP
- খ. UNESCO
- গ. UNICEF
- ঘ. UNCTAD
উত্তরঃ UNESCO
4. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. লন্ডন
- খ. নিউইয়র্ক
- গ. প্যারিস
- ঘ. ভিয়েনা
উত্তরঃ লন্ডন
- ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
- খ. আরব অঞ্চলে বসন্তকাল
- গ. আরব রাজতন্ত্র
- ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
7. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
- ক. নেপাল
- খ. ভারত
- গ. ভুটান
- ঘ. মালদ্বীপ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
11. এশিয়া কাপ ক্রিকেট , ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
- ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
- খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
- গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
- ঘ. রাজশাহী স্টেডিয়াম
উত্তরঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
14. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
- ক. ভাতর মহাসাগরে
- খ. আটলান্টিক মহাসাগরে
- গ. প্রশান্ত মহাসাগরে
- ঘ. উত্তর মহাসাগরে
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে
15. পৃথিবাীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. লন্ডন
- গ. বার্লিন
- ঘ. জেদ্দা
উত্তরঃ জেদ্দা
17. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. লন্ডন
- খ. বার্লিন
- গ. ব্রাজিল
- ঘ. আর্জেনটিনা
উত্তরঃ ব্রাজিল
18. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
- ক. পাকিস্তান
- খ. সৌদি আরব
- গ. মিশর
- ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ ইন্দোনেশিয়া
20. ‘জুলিয়াস সিজার’ কেন বিখ্যাত?
- ক. রোমার সম্রাট হিসেবে
- খ. বর্ণবাদ বিরোধী হিসেবে
- গ. বৃটেনের রাজা হিসেবে
- ঘ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
উত্তরঃ রোমার সম্রাট হিসেবে
22. নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক?
- ক. ইরান
- খ. ইন্দোনেশিয়া
- গ. তুরস্ক
- ঘ. ইয়েমেন
উত্তরঃ ইয়েমেন
23. আমেরিকার চালক বিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি?
- ক. বোমারু বিমান চালিত
- খ. মিগ চালিত
- গ. হেলিকপ্টার চালিত
- ঘ. শক্তিশালী রকেট চালিত
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
24. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
- ক. সুয়েজ খাল
- খ. মিসিসিপি
- গ. ভলগা
- ঘ. পানামা খাল
উত্তরঃ পানামা খাল
25. ‘গ্রীনল্যান্ড’ -এর মালিকানা কোন দেশের?
- ক. সুইডেন
- খ. নেদারল্যান্ড
- গ. ডেনমার্ক
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ডেনমার্ক