আন্তর্জাতিক বিষয়াবলি

2. “তাহরির স্কয়ার” কোথায় অবস্থিত?

  • ক. সিউল
  • খ. আম্মান
  • গ. কায়রো
  • ঘ. তেহরান

উত্তরঃ কায়রো

বিস্তারিত

3. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

  • ক. নাইজেরিয়া
  • খ. ভারত
  • গ. মালয়েশিয়া
  • ঘ. তুরস্ক

উত্তরঃ ভারত

বিস্তারিত

4. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. লন্ডন
  • খ. নিউইয়র্ক
  • গ. প্যারিস
  • ঘ. ভিয়েনা

উত্তরঃ লন্ডন

বিস্তারিত

5. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?

  • ক. ফিজি
  • খ. ভ্যাটিক্যান
  • গ. কুয়েত
  • ঘ. মালদ্বীপ

উত্তরঃ ভ্যাটিক্যান

বিস্তারিত

6. “আবর বসন্ত” বলতে কি বুঝায়?

  • ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
  • খ. আরব অঞ্চলে বসন্তকাল
  • গ. আরব রাজতন্ত্র
  • ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন

উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

বিস্তারিত

7. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

  • ক. নেপাল
  • খ. ভারত
  • গ. ভুটান
  • ঘ. মালদ্বীপ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

8. “লয়াজিরগা” কোন দেশের আইনসভা?

  • ক. ফিজি
  • খ. সিরিয়া
  • গ. লেবানন
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ আফগানিস্তান

বিস্তারিত

9. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?

  • ক. ডেনমার্ক
  • খ. বেলজিয়াম
  • গ. ভিয়েতনাম
  • ঘ. আর্মেনিয়া

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

10. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?

  • ক. মিসর
  • খ. ইরাক
  • গ. ইরান
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ থাইল্যান্ড

বিস্তারিত

11. এশিয়া কাপ ক্রিকেট , ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?

  • ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
  • খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
  • গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
  • ঘ. রাজশাহী স্টেডিয়াম

উত্তরঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম

বিস্তারিত

12. শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?

  • ক. ডলার
  • খ. পাউন্ড
  • গ. টাকা
  • ঘ. রূপী

উত্তরঃ রূপী

বিস্তারিত

13. সার্ক-এর সদস্য দেশ কয়টি?

  • ক. ৬
  • খ. ৭
  • গ. ৮
  • ঘ. ৯

উত্তরঃ

বিস্তারিত

14. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?

  • ক. ভাতর মহাসাগরে
  • খ. আটলান্টিক মহাসাগরে
  • গ. প্রশান্ত মহাসাগরে
  • ঘ. উত্তর মহাসাগরে

উত্তরঃ প্রশান্ত মহাসাগরে

বিস্তারিত

15. পৃথিবাীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?

  • ক. নিউইয়র্ক
  • খ. লন্ডন
  • গ. বার্লিন
  • ঘ. জেদ্দা

উত্তরঃ জেদ্দা

বিস্তারিত

16. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?

  • ক. কাসপিয়ান
  • খ. বৈকাল
  • গ. মানস সরোবর
  • ঘ. ডেড সী

উত্তরঃ বৈকাল

বিস্তারিত

17. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক. লন্ডন
  • খ. বার্লিন
  • গ. ব্রাজিল
  • ঘ. আর্জেনটিনা

উত্তরঃ ব্রাজিল

বিস্তারিত

18. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?

  • ক. পাকিস্তান
  • খ. সৌদি আরব
  • গ. মিশর
  • ঘ. ইন্দোনেশিয়া

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

19. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. প্যারিস
  • খ. লন্ডন
  • গ. নিউইয়র্ক
  • ঘ. জেনেভা

উত্তরঃ জেনেভা

বিস্তারিত

20. ‘জুলিয়াস সিজার’ কেন বিখ্যাত?

  • ক. রোমার সম্রাট হিসেবে
  • খ. বর্ণবাদ বিরোধী হিসেবে
  • গ. বৃটেনের রাজা হিসেবে
  • ঘ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে

উত্তরঃ রোমার সম্রাট হিসেবে

বিস্তারিত

21. পূর্ব তিমুরের রাজধানী কোথায়?

  • ক. লাসা
  • খ. পের্টা নোভা
  • গ. দিলি
  • ঘ. তিয়েন আন মেন

উত্তরঃ দিলি

বিস্তারিত

22. নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক?

  • ক. ইরান
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. তুরস্ক
  • ঘ. ইয়েমেন

উত্তরঃ ইয়েমেন

বিস্তারিত

23. আমেরিকার চালক বিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি?

  • ক. বোমারু বিমান চালিত
  • খ. মিগ চালিত
  • গ. হেলিকপ্টার চালিত
  • ঘ. শক্তিশালী রকেট চালিত

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

24. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

  • ক. সুয়েজ খাল
  • খ. মিসিসিপি
  • গ. ভলগা
  • ঘ. পানামা খাল

উত্তরঃ পানামা খাল

বিস্তারিত

25. ‘গ্রীনল্যান্ড’ -এর মালিকানা কোন দেশের?

  • ক. সুইডেন
  • খ. নেদারল্যান্ড
  • গ. ডেনমার্ক
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects