আন্তর্জাতিক বিষয়াবলি

51. ডেভিস কোন খেলায় দেয়া হয়?

  • ক. ব্যাডমিন্টন
  • খ. লন টেসিন
  • গ. টেবিল টেনিস
  • ঘ. ক্রিকেট

উত্তরঃ লন টেসিন

বিস্তারিত

52. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

  • ক. ১২০৬ খৃঃ
  • খ. ১৩১০ খৃঃ
  • গ. ১৬১০ খৃঃ
  • ঘ. ১৫২৬ খৃঃ

উত্তরঃ ১৬১০ খৃঃ

বিস্তারিত

54. ফেয়ার ফ্যাক্স কী?

  • ক. সংবাদ সংস্থা
  • খ. পরিবেশ সংস্থা
  • গ. গোয়েন্দা সংস্থা
  • ঘ. মানবাধিকার সংস্থা

উত্তরঃ গোয়েন্দা সংস্থা

বিস্তারিত

55. NASA- এর সদর দফতর কোথায়?

  • ক. ফ্লোরিডা
  • খ. হিউস্টন
  • গ. কেপ কেনেডি
  • ঘ. টেক্সাস

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

56. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?

  • ক. ৩০০ বছর
  • খ. ৩৩৫ বছর
  • গ. ৩৪২ বছর
  • ঘ. ৫০০ বছর

উত্তরঃ ৩৪২ বছর

বিস্তারিত

57. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?

  • ক. বিল ক্লিনটন
  • খ. জিমি কার্টার
  • গ. নিক্সন
  • ঘ. রিগ্যান

উত্তরঃ জিমি কার্টার

বিস্তারিত

58. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

  • ক. নিকোলাস সার্কোজি
  • খ. জ্যাক শিরাক
  • গ. ফ্রসিয়ে মিতেরা
  • ঘ. জেনারেল দ্য গল

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

59. হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?

  • ক. হিমালয়
  • খ. কুনলুন পর্বত
  • গ. ব্লাক ফরেস্ট
  • ঘ. আলপস

উত্তরঃ কুনলুন পর্বত

বিস্তারিত

60. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?

  • ক. সনোরা লাইন
  • খ. ম্যাকনামারা লাইন
  • গ. ডুরাল্ড লাইন
  • ঘ. হিন্ডারবার্গ লাইন

উত্তরঃ সনোরা লাইন

বিস্তারিত

61. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?

  • ক. বেলজিয়াম
  • খ. ফ্রান্স
  • গ. জার্মানি
  • ঘ. ফিনল্যান্ড

উত্তরঃ বেলজিয়াম

বিস্তারিত

62. বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?

  • ক. পোল্যান্ড
  • খ. লিথুয়ানিয়া
  • গ. কাজাকস্তান
  • ঘ. স্লোভাকিয়া

উত্তরঃ লিথুয়ানিয়া

বিস্তারিত

63. Julius Ceasar was the ruler of Rome about-

  • ক. 1000 years ago
  • খ. 1500 years ago
  • গ. 2000 years ago
  • ঘ. 3000 years ago

উত্তরঃ 2000 years ago

বিস্তারিত

64. The South Pole is located in the-

  • ক. Arctic
  • খ. Antarctic
  • গ. Antipodes
  • ঘ. Occident

উত্তরঃ Antarctic

বিস্তারিত

65. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?

  • ক. ২০১০ সাল
  • খ. ২০১৫ সাল
  • গ. ২০২০ সাল
  • ঘ. ২০২৫ সাল

উত্তরঃ ২০১৫ সাল

বিস্তারিত

67. কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?

  • ক. ডেনমার্ক
  • খ. ফিনল্যান্ড
  • গ. নেদারল্যান্ডস
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

68. মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

  • ক. নাইজেরিয়া
  • খ. লেবানন
  • গ. নাইজার
  • ঘ. উগান্ডা

উত্তরঃ উগান্ডা

বিস্তারিত

69. কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় প্রেসিডেন্ট কে ছিলেন?

  • ক. রিচাডৃড এম. নিক্সন
  • খ. জন এফ. কেনেডি
  • গ. লিন্ডন বেইনস জনসন
  • ঘ. হ্যারি এস. ট্রম্যান

উত্তরঃ জন এফ. কেনেডি

বিস্তারিত

70. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?

  • ক. হ্যারি এস. ট্রম্যান
  • খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  • গ. জেমস মানরো
  • ঘ. তথ্যটি সঠিক নয়

উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট

বিস্তারিত

71. ভারতীয় লোকসভার নির্বাচিত কত?

  • ক. ৫৪৩
  • খ. ৫৪৫
  • গ. ৪১৫
  • ঘ. ৫৪০

উত্তরঃ ৫৪৩

বিস্তারিত

72. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. নিউজিল্যান্ড
  • গ. বাহামা
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ নিউজিল্যান্ড

বিস্তারিত

73. Chemiacl Weapons Convention কোন সালে স্বাক্ষরিত হয়?

  • ক. ১৯৯০
  • খ. ১৯৯৩
  • গ. ১৯৯৬
  • ঘ. ১৯৯৯

উত্তরঃ ১৯৯৩

বিস্তারিত

74. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?

  • ক. অছি পরিষদ
  • খ. সাধারন পরিষদ
  • গ. নিরাপত্তা পরিষদ
  • ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

উত্তরঃ নিরাপত্তা পরিষদ

বিস্তারিত

75. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

  • ক. ইয়াসির আরাফাত
  • খ. নাগীব মাহফুজ
  • গ. আনোয়ার সাদাত
  • ঘ. প্রফেসর আব্দুস সালাম

উত্তরঃ আনোয়ার সাদাত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects