আন্তর্জাতিক বিষয়াবলি

76. বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?

  • ক. খালেদ
  • খ. ফয়সাল
  • গ. আব্দুল আজিজ
  • ঘ. আবদুল্লাহ

উত্তরঃ আবদুল্লাহ

বিস্তারিত

77. অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?

  • ক. নিউইয়র্ক
  • খ. ক্যামেনিক্স
  • গ. লন্ডন
  • ঘ. কেনিয়া

উত্তরঃ কেনিয়া

বিস্তারিত

78. কোনটি বিংশ শতব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়?

  • ক. হংকং
  • খ. শ্রীলংকা
  • গ. ম্যাকাউ
  • ঘ. বাংলাদেশ

উত্তরঃ ম্যাকাউ

বিস্তারিত

79. নিচের কোন চুাক্তটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?

  • ক. এবিএম চুক্তি (ABN)
  • খ. সল্ট-১ চুক্তি (SALT-1)
  • গ. সল্ট-২ চুক্তি (SALT-২)
  • ঘ. স্টার্ট-১ চুক্তি (SALT-1

উত্তরঃ সল্ট-২ চুক্তি (SALT-২)

বিস্তারিত

80. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?

  • ক. ১৯৭৭
  • খ. ১৯৭৮
  • গ. ১৯৭৯
  • ঘ. ১৯৮১

উত্তরঃ ১৯৭৭

বিস্তারিত

81. START -2 কী?

  • ক. টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
  • খ. বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি
  • গ. কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি

বিস্তারিত

82. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্যসংখ্যা কত?

  • ক. ২১
  • খ. ২২
  • গ. ২৩
  • ঘ. ২৬

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

84. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

উত্তরঃ ১৯৭৪ সালে

বিস্তারিত

85. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?

  • ক. সুন্নি
  • খ. শিয়া
  • গ. কুর্দি
  • ঘ. খ্রিস্টান

উত্তরঃ কুর্দি

বিস্তারিত

86. IAEA - এর নির্বাহী প্রধাণ হলেন-

  • ক. মোহাম্মদ আল বারাদি
  • খ. আমর মুসা
  • গ. আয়ান্দ আলয়ি
  • ঘ. হামিদ কারজাই

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

87. উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?

  • ক. ২ বছর
  • খ. ৮ বছর
  • গ. ৫ বছর
  • ঘ. ৬ বছর

উত্তরঃ ৮ বছর

বিস্তারিত

88. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?

  • ক. লুইসিয়ানা
  • খ. উইসকনসিন
  • গ. ফ্লোরিডা
  • ঘ. নেবারাস্কা

উত্তরঃ লুইসিয়ানা

বিস্তারিত

89. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

  • ক. কুড়িল দ্বীপপুঞ্জ
  • খ. মার্শাল দ্বীপপুঞ্জ
  • গ. ‍দিয়াগো গার্সিয়া
  • ঘ. গ্রেট বেরিয়ার রীফ

উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ

বিস্তারিত

90. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?

  • ক. হাওয়াই
  • খ. আরিজোনা
  • গ. টেক্সাস
  • ঘ. ফ্লোরিডা

উত্তরঃ হাওয়াই

বিস্তারিত

92. শেভেন চুক্তি হচ্ছে -

  • ক. বাণিজ্য চুক্তি
  • খ. কর হ্রাস করা
  • গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ এর কোনটিই নয়

বিস্তারিত

93. যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচকমন্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি?

  • ক. নিউইয়র্ক
  • খ. ক্যালিফোর্নিয়া
  • গ. টেক্সাস
  • ঘ. ফ্লোরিডা

উত্তরঃ ক্যালিফোর্নিয়া

বিস্তারিত

94. যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন-

  • ক. জেমস মনরো
  • খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  • গ. হ্যারি এস ট্রম্যান
  • ঘ. তথ্যটি সঠিক নয়

উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট

বিস্তারিত

95. নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় -

  • ক. ১৯৭৫ সালে
  • খ. ১৯৭৬ সালে
  • গ. ১৯৭৯ সালে
  • ঘ. ১৯৮৯ সালে

উত্তরঃ ১৯৭৯ সালে

বিস্তারিত

96. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

  • ক. কুট ওয়ার্ল্ড হেইম
  • খ. পেরেজ দ্য কুয়েলার
  • গ. ট্রাইগভেলাই
  • ঘ. উথান্ট

উত্তরঃ ট্রাইগভেলাই

বিস্তারিত

97. মাদার তেরেসা কোন দেশে জম্মগ্রহণ করেন?

  • ক. আলবেনিয়া
  • খ. মেসিডোনিয়াা
  • গ. সার্বিয়া
  • ঘ. ইতালি

উত্তরঃ মেসিডোনিয়াা

বিস্তারিত

98. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?

  • ক. ইরাক
  • খ. ফিলিপাইন
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ ফিলিপাইন

বিস্তারিত

100. ইউরো মুদ্রা কখন চালু হয়?

  • ক. ১৯৯৭ সালের ১ জানুয়ারি
  • খ. ২০০০ সালের ১ মার্চ
  • গ. ২০০১ সালের ১ জানুয়ারি
  • ঘ. ১৯৯৮ সালের ১ নভেম্বর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects