আন্তর্জাতিক বিষয়াবলি
151. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত ?
- ক. নিউইয়র্কে
- খ. শিকাগোতে
- গ. টোকিওতে
- ঘ. লন্ডনে
উত্তরঃ টোকিওতে
153. ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- ক. বাংলাদেশ
- খ. তুরস্ক
- গ. মালয়েশিয়া
- ঘ. মরক্কো
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
154. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
- ক. নভেম্বর ২০০৩, ভারতের বোলোর
- খ. ডিসেম্বর ২০০৩, কানাডার অটোয়া
- গ. জানুয়ারি ২০০৪, পাকিস্তানের ইসলামাবাদ
- ঘ. সেপ্টেম্বর ২০০৩, মেক্সিকোর কানকুন
উত্তরঃ সেপ্টেম্বর ২০০৩, মেক্সিকোর কানকুন
155. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. কোরিয়া
- ঘ. কিউবা
উত্তরঃ যুক্তরাষ্ট্র
156. ইসরাইল-প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কী?
- ক. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
- খ. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
- গ. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন
- ঘ. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিতকরণ
উত্তরঃ সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
157. নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয় ?
- ক. ফ্রান্স
- খ. যুক্তরাজ্য
- গ. রাশিয়া
- ঘ. নেদারল্যান্ডস
উত্তরঃ নেদারল্যান্ডস
158. ব্রেটন উডস ইসস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বুঝায়?
- ক. আইএমএফ
- খ. বিশ্বব্যাংক
- গ. এডিবি
- ঘ. আইডিবি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
159. প্রথম ক্লোন ‘ইভ’ এর জম্ম - তারিখ কী?
- ক. নভেম্বর ২০, ২০০২
- খ. ডিসেম্বর ২৬, ২০০২
- গ. জানুয়ারি ৭, ২০০৩
- ঘ. মার্চ ২৩, ২০০৩
উত্তরঃ ডিসেম্বর ২৬, ২০০২
160. 'A Long Walk to Freedom' বইটির লেখক কে?
- ক. হোসে সামও
- খ. রবার্ট মুগাবে
- গ. নেলসন ম্যান্ডেলা
- ঘ. অং সান সুচি
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা
161. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
- ক. ইসরাইল ও জর্ডান
- খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
- গ. চীন ও তাইওয়ান
- ঘ. ভারত ও পাকিস্তান
উত্তরঃ ভারত ও পাকিস্তান
163. IUCN - এর কাজ হলো বিশ্বব্যাপী-
- ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
- খ. মানবাধিকার সংরক্ষণ করা
- গ. পানি সম্পদ সংরক্ষণ করা
- ঘ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
উত্তরঃ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
169. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
- ক. ৩০ আগষ্ট, ২০০২
- খ. ৭ সেপ্টেম্বর, ২০০২
- গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
- ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২
উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০০২
- ক. ১০ অক্টোবর, ২০০২
- খ. ১২ অক্টোবর, ২০০২
- গ. ১০ নভেম্বর, ২০০২
- ঘ. ১২ নভেম্বর, ২০০২
উত্তরঃ ১২ অক্টোবর, ২০০২
171. ‘নাগার্নো - কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
- ক. আজারবাইজান-আর্মেনিয়া
- খ. আর্মেনিয়া - লাটভিয়া
- গ. কাজাখস্তান-আজারবাইজান
- ঘ. রাশিয়া-আর্মেনিয়া
উত্তরঃ আজারবাইজান-আর্মেনিয়া
172. কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
- ক. ১৯৮৮ সালে
- খ. ১৯৮৯ সালে
- গ. ১৯৯০ সালে
- ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ ১৯৮৯ সালে
173. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
- ক. হাঙ্গেরি
- খ. জার্মানি
- গ. পোলান্ড
- ঘ. ব্রিটেন
উত্তরঃ পোলান্ড
175. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল -এর সদর দপ্তর কোথায়?
- ক. প্যারিস
- খ. জেনেভা
- গ. রোম
- ঘ. লন্ডন
উত্তরঃ লন্ডন