আন্তর্জাতিক বিষয়াবলি
227. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
- ক. এশিয়া
- খ. ইউরোপ
- গ. দক্ষিণ আমেরিকা
- ঘ. আফ্রিকা
উত্তরঃ আফ্রিকা
228. বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
- ক. জাপান
- খ. জার্মানি
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ জাপান
229. গ্রুপ ৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
- ক. উন্নত
- খ. উন্নয়নশীল
- গ. ঔপনিবেশিক
- ঘ. অনুন্নত
উত্তরঃ উন্নয়নশীল
230. ১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
- ক. আর কে নারায়ণন
- খ. অরুন্ধতী রায়
- গ. হারমান হেস
- ঘ. গুন্টার গ্রাস
উত্তরঃ গুন্টার গ্রাস
232. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
- ক. জেনেভায়
- খ. ওয়াশিংটনে
- গ. ভিয়েনায়
- ঘ. ব্রাসেলসে
উত্তরঃ ভিয়েনায়
233. ১৯৯৫ সালে বেইজিং -এ অনুষ্ঠিত ৪র্থ বিশ্বনারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল?
- ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
- খ. বিশ্বের নারীরা এক হও
- গ. নারীর অধিকার মানবাধিকার
- ঘ. নারী নির্যাতন বন্ধ করো
উত্তরঃ নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
234. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
- ক. জেনেভা
- খ. মেক্সিকো সিটি
- গ. নিউইয়র্ক
- ঘ. রিও ডি জেনিরো
উত্তরঃ রিও ডি জেনিরো
235. কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
- ক. বাংলাদেশে
- খ. জাপানে
- গ. সুইডেনে
- ঘ. সিঙ্গাপুরে
উত্তরঃ বাংলাদেশে
236. “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন।” এটি কার উক্তি?
- ক. সালজার
- খ. ফ্রাঙ্ক
- গ. হিটলার
- ঘ. মুসোলিনী
উত্তরঃ হিটলার
238. সম্প্রতি ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশগ্রহণ করে?
- ক. ৭টি
- খ. ৯টি
- গ. ১১টি
- ঘ. ১২টি
উত্তরঃ ৯টি
239. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
- ক. এফ.এম.মার্কস
- খ. ম্যাক্স ওয়েবার
- গ. রবার্ট প্রেসথাস
- ঘ. কার্ল মার্কস
উত্তরঃ ম্যাক্স ওয়েবার
240. সাহিত্যে ১৯৯৮ -এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
- ক. অরুন্ধতী রায়
- খ. সালমান রুশদী
- গ. ভি এস নাইপল
- ঘ. হোসে সারামাগো
উত্তরঃ হোসে সারামাগো
241. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
- ক. থাইল্যান্ড
- খ. মিয়ানমার
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ থাইল্যান্ড
242. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) -এর একক মুদ্রা কবে থেকে চালু হচ্ছে?
- ক. ১ জানুয়ারি, ১৯৯৯
- খ. ১ জুলাই, ১৯৯৯
- গ. ১ মার্চ, ২০০০
- ঘ. ১ জুলাই, ২০০০
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৯
243. চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত?
- ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
- খ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
- গ. হংকং -এর অর্থনীতিকে সচল রাখা
- ঘ. তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ
উত্তরঃ হংকং -এর অর্থনীতিকে সচল রাখা
244. কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী?
- ক. এর রণকৌশলগত গুরুত্ব
- খ. এর ধর্মীয় ঐহিহ্য ও ঔতিহাসিক স্মৃতি
- গ. মুসলিম বিদ্বেষের প্রবণতা
- ঘ. আলবেনীয়দের উদ্ধতা
উত্তরঃ এর ধর্মীয় ঐহিহ্য ও ঔতিহাসিক স্মৃতি
245. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
- ক. সাইবেরিয়া
- খ. ভ্লাদিভস্টক
- গ. খাবারভস্ক
- ঘ. বোখারা
উত্তরঃ ভ্লাদিভস্টক
246. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
- ক. আলবার্টা
- খ. কুইবেক
- গ. মেনিটোরা
- ঘ. নোভাস্কোশিয়া
উত্তরঃ কুইবেক
247. আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
- ক. মাজার - ই- শরীফ
- খ. হেরাট
- গ. জালালাবাদ
- ঘ. কান্দাহার
উত্তরঃ মাজার - ই- শরীফ
248. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
- ক. জ্যামিতিক সীমোরেখা
- খ. ঔপনিবেশিক সীমারেখা
- গ. উপজাতিভিত্তিক সীমারেখা
- ঘ. অচিহ্নিত সীমারেখা
উত্তরঃ জ্যামিতিক সীমোরেখা
250. নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দফতর ঢাকায় অবস্থিত?
- ক. SAARC
- খ. APEC
- গ. ADB
- ঘ. CIRDAP
উত্তরঃ CIRDAP