আন্তর্জাতিক বিষয়াবলি

301. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল -

  • ক. সুয়েজ যুদ্ধ
  • খ. কোরীয় যুদ্ধ
  • গ. পাক-ভারত যুদ্ধ - ১৯৬৫
  • ঘ. ফকল্যান্ড যুদ্ধ

উত্তরঃ কোরীয় যুদ্ধ

বিস্তারিত

302. কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -

  • ক. ৪৮
  • খ. ৫০
  • গ. ৫৪
  • ঘ. ৫৫

উত্তরঃ ৫৪

বিস্তারিত

303. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

  • ক. লর্ড মিন্টো
  • খ. লর্ড কার্জন
  • গ. লর্ড মাউন্ট ব্যাটেন
  • ঘ. লর্ড ওয়াভেল

উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটেন

বিস্তারিত

304. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে?

  • ক. ২১ জুলাই, ১৯৯৪
  • খ. ২২ জুলাই, ১৯৯৪
  • গ. ২৩ জুলাই, ১৯৯৪
  • ঘ. ২৪ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ২৩ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

305. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?

  • ক. ৭ জুন, ১৯৯৪
  • খ. ১১ জুন, ১৯৯৪
  • গ. ১ জুলাই, ১৯৯৪
  • ঘ. ১২ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১১ জুন, ১৯৯৪

বিস্তারিত

307. ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কারা?

  • ক. স্টইচকভ ও রোবোর্তো
  • খ. সালেনকো ও আর্ডেসন
  • গ. সালেনকো ও স্টইচকভ
  • ঘ. আর্ডেসন ও রোবোর্তো

উত্তরঃ সালেনকো ও স্টইচকভ

বিস্তারিত

308. ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে?

  • ক. রাশিয়া স চয়েস
  • খ. লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  • গ. সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
  • ঘ. দ্য কমিউনিস্ট পার্টি

উত্তরঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি

বিস্তারিত

309. পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন?

  • ক. ১১ জুলাই, ১৯৯৪
  • খ. ১২ জুলাই, ১৯৯৪
  • গ. ১২ জুলাই, ১৯৯৪
  • ঘ. ১ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

310. রুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?

  • ক. ৮ জুলাই, ১৯৯৪
  • খ. ১৯ জুলাই, ১৯৯৪
  • গ. ২৪ জুলাই, ১৯৯৪
  • ঘ. ২৭ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১৯ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

311. গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন?

  • ক. ৮ জুলাই, ১৯৯৪
  • খ. ৯ জুলাই, ১৯৯৪
  • গ. ১০ জুলাই, ১৯৯৪
  • ঘ. ১১ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১০ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

313. ১৯৯৪ -এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?

  • ক. নজিবুল্লাহ
  • খ. আহমেদ শাহ মাসুদ
  • গ. আবদুর রশীদ দোস্তাম
  • ঘ. গুলবুদ্দীন হেকমতিয়ার

উত্তরঃ আবদুর রশীদ দোস্তাম

বিস্তারিত

314. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৯৬৩
  • খ. ১৯৪৩
  • গ. ১৯৪৫
  • ঘ. ১৯৪৭

উত্তরঃ ১৯৪৫

বিস্তারিত

315. NATO কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৪৭ সালের ৪ আগস্ট
  • খ. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
  • গ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
  • ঘ. ১৯৫১ সালের ৪ মে

উত্তরঃ ১৯৪৯ সালের ৪ এপ্রিল

বিস্তারিত

316. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?

  • ক. ১৯৪৫ সাল হতে
  • খ. ১৯৪৬ সাল হতে
  • গ. ১৯৪৭ সাল হতে
  • ঘ. ১৯৪৮ সাল হতে

উত্তরঃ ১৯৪৭ সাল হতে

বিস্তারিত

317. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?

  • ক. ১৯৪৬
  • খ. ১৯৪৮
  • গ. ১৯৬১
  • ঘ. ১৯৬২

উত্তরঃ ১৯৬১

বিস্তারিত

318. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯০৩ সালে
  • খ. ১৯০৫ সালে
  • গ. ১৯০৯ সালে
  • ঘ. ১৯১২ সালে

উত্তরঃ ১৯০৫ সালে

বিস্তারিত

319. ‍Straw vote বলতে কী বুঝায়?

  • ক. Unofficial poll of public opinion
  • খ. Poll based on random representations
  • গ. Yes-No vote
  • ঘ. Maniputated elections

উত্তরঃ Unofficial poll of public opinion

বিস্তারিত

320. বি-৫২ কী?

  • ক. একধরনের যাত্রীবাহী বিমান
  • খ. এক বিশেষ ধরনের হেলিকপ্টার
  • গ. একধরনের বেমারু বিমান
  • ঘ. ভূমি হতে শূন্যে নিক্ষেপণযোগ্য একধরনের ক্ষেপণাস্ত্র

উত্তরঃ একধরনের বেমারু বিমান

বিস্তারিত

323. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন -

  • ক. ব্যামফিল্ড ফুলার
  • খ. লর্ড মিন্টো
  • গ. লর্ড কার্জন
  • ঘ. ওয়ারেন হেস্টিং

উত্তরঃ ব্যামফিল্ড ফুলার

বিস্তারিত

325. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে>

  • ক. ১০ সেপ্টেম্বর, ১৯৯৩
  • খ. ১১ সেপ্টেম্বর, ১৯৯৩
  • গ. ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
  • ঘ. ২০ সেপ্টেম্বর, ১৯৯৩

উত্তরঃ ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects