আন্তর্জাতিক বিষয়াবলি
326. 'Club of Vienna' কী?
- ক. অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
- খ. পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
- গ. একটি বিশ্ব উন্নয়নসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
- ঘ. পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
উত্তরঃ পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
327. রিও-ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ -এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
- ক. ১৫০
- খ. ১৫৬
- গ. ১৭৮
- ঘ. ১৭৯
উত্তরঃ ১৭৯
328. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
- ক. ১৯৯১ সাল
- খ. ১৯৯৯২ সাল
- গ. ১৯৯৩ সাল
- ঘ. ১৯৯৪ সাল
উত্তরঃ ১৯৯৩ সাল
329. ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?
- ক. ফুনসিনপেক
- খ. সি.পি.পি
- গ. খেমাররুজ
- ঘ. কে.পি.এল.এন.এফ
উত্তরঃ ফুনসিনপেক
330. The United Nations University কোন শহরে অবস্থিত?
- ক. লন্ডন
- খ. ব্রাসেলস
- গ. নিউইয়র্ক
- ঘ. টোকিও
উত্তরঃ টোকিও
331. 'League of Arab States'-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. তিউনিস
- খ. কায়রো
- গ. রাবাত
- ঘ. জেদ্দা
উত্তরঃ কায়রো
332. নিচের কোন দেশটি Group of Eight (G-8) এর সদস্য নয়?
- ক. কানাডা
- খ. ইতালি
- গ. সুইডেন
- ঘ. জাপান
উত্তরঃ সুইডেন
333. ১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles -এ কে চ্যাম্পিয়ন হন?
- ক. Boris Becker
- খ. Mechael Stich
- গ. Andre Agassi
- ঘ. Stefan Edberg
উত্তরঃ Andre Agassi
334. ১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. লস এঞ্জেলস
- খ. আটলান্টা
- গ. টোকিও
- ঘ. নয়াদিল্লি
উত্তরঃ আটলান্টা
335. আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horn of Africa -তে কোন দেশটি অবস্থিত?
- ক. ইথিওপিয়া
- খ. নাইজেরিয়া
- গ. কেনিয়া
- ঘ. সুদান
উত্তরঃ ইথিওপিয়া
336. বিশ্বব্যাংক-এর কোন অংগ সংগঠনটি 'Soft-loan-Window' নামে পরিচিত?
- ক. IBRD
- খ. IDA
- গ. IFC
- ঘ. EDI
উত্তরঃ IDA
337. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDA) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
- ক. ২৫.০ মিলিয়ন ইসলামিক দিনার
- খ. ১৫.৫ মিলিয়ন ইসলামিক দিনার
- গ. ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
- ঘ. কোন চাঁদা নিতে হয় না
উত্তরঃ ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
- ক. যু্ক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. জার্মানি
- ঘ. ইসরাইল
উত্তরঃ ইসরাইল
340. ‘ক্রজিরো’ কোন দেশের মুদ্রার নাম?
- ক. লুক্সেমবার্গ
- খ. ব্রাজিল
- গ. কম্বোডিয়া
- ঘ. মঙ্গোলিয়া
উত্তরঃ ব্রাজিল
342. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘একদেশ, দুই পদ্ধতি’ নীতি চালু হবে?
- ক. লাওস
- খ. ভিয়েতনাম
- গ. মঙ্গোলিয়া
- ঘ. গণচীন
উত্তরঃ গণচীন
344. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্বঘাতী মহিলার নাম কী?
- ক. নলিনী
- খ. নাথু
- গ. থাসু
- ঘ. আনু
উত্তরঃ নলিনী
345. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কী?
- ক. জাপানকে সাহায্য করা
- খ. ভিয়েতনামকে দমন করা
- গ. ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
- ঘ. দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
উত্তরঃ ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
346. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
- ক. UNMOG
- খ. UNGOMAP
- গ. UNFICP
- ঘ. UNIIMOG
উত্তরঃ UNIIMOG
348. প্রতি বছর অক্টোবর মাসের কোন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habital Day) পালিত হয়ে থাকে?
- ক. প্রথম সোমবার
- খ. দ্বিতীয় সোমবার
- গ. তৃতীয় সোমবার
- ঘ. চতুর্থ সোমবার
উত্তরঃ প্রথম সোমবার
349. কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
- ক. UNV
- খ. DTCD
- গ. UNFPA
- ঘ. UNDP
উত্তরঃ UNDP
- ক. সমাজতন্ত্রের সংগঠন
- খ. সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সমাঞ্জস্য বিধান
- গ. খোলামেলা আলোচনা
- ঘ. সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা
উত্তরঃ খোলামেলা আলোচনা