আন্তর্জাতিক বিষয়াবলি

276. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?

  • ক. ইরাক
  • খ. ইরান
  • গ. তুরস্ক
  • ঘ. সিরিয়া

উত্তরঃ ইরাক

বিস্তারিত

277. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-

  • ক. চার্চিল
  • খ. কিসিঞ্জার
  • গ. দ্য গল
  • ঘ. রুজভেল্ট

উত্তরঃ চার্চিল

বিস্তারিত

278. ২০০০ সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়?

  • ক. বেইজিং
  • খ. সিডনি
  • গ. টোকিও
  • ঘ. মেলবোর্ন

উত্তরঃ সিডনি

বিস্তারিত

280. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?

  • ক. ‘ট্রিগভে লাই
  • খ. কুর্ট ওয়ার্ন্ডহেইম
  • গ. দ্যাগ হ্যামারাশোল্ড
  • ঘ. উথান্ট

উত্তরঃ দ্যাগ হ্যামারাশোল্ড

বিস্তারিত

281. ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?

  • ক. মাইকেল এঞ্জেলো
  • খ. লিওনার্দো দ্য ভিঞ্চি
  • গ. ভ্যানগঘ
  • ঘ. পাবলো পিকাসো

উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি

বিস্তারিত

282. কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত?

  • ক. সুদান
  • খ. তিউনিসিয়া
  • গ. ইয়েমেন
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ আফগানিস্তান

বিস্তারিত

283. আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর প্রথম তেল অবরোধ করে -

  • ক. ১৯৭০ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৮ সালে

উত্তরঃ ১৯৭৩ সালে

বিস্তারিত

285. বেনেলাক্স (Benelux) বলতে দেশগুলোকে বোঝায় -

  • ক. সুইডেন, নরওয়ে
  • খ. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
  • গ. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
  • ঘ. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স

উত্তরঃ বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ

বিস্তারিত

286. ‘কর্নার স্টোন অব পিস’- এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে -

  • ক. ম্যাকাও
  • খ. হাইতি
  • গ. ওকিনাওয়া
  • ঘ. ভিয়েতনাম

উত্তরঃ ওকিনাওয়া

বিস্তারিত

288. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম -

  • ক. তাজিকিস্তান
  • খ. কাজাখস্তান
  • গ. উজবেকিস্তান
  • ঘ. কিরগিজস্তান

উত্তরঃ কাজাখস্তান

বিস্তারিত

289. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. হারারে, ‍১৯৮৯ সালে
  • খ. বেলগ্রেড, ‍১৯৬১ সালে
  • গ. হাভানা, ‍১৯৭৩ সালে
  • ঘ. কায়রো, ‍১৯৭০ সালে

উত্তরঃ বেলগ্রেড, ‍১৯৬১ সালে

বিস্তারিত

290. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম -

  • ক. ইতালি মিলান শহর, মালদিনীয়ানি
  • খ. জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
  • গ. স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোডিল
  • ঘ. ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে

উত্তরঃ স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোডিল

বিস্তারিত

291. দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা ( SAARC) -এ ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -

  • ক. মালেতে
  • খ. দিল্লিতে
  • গ. কলম্বো
  • ঘ. কাঠমান্ডুতে

উত্তরঃ কলম্বো

বিস্তারিত

293. মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র -

  • ক. যুক্তরাজ্য
  • খ. ফ্রান্স
  • গ. জাপান
  • ঘ. জার্মান

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

294. নিচের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় -

  • ক. নামিবিয়া
  • খ. সুইজারল্যান্ড
  • গ. কিউবা
  • ঘ. পানামা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

295. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -

  • ক. বেডেন পাওয়েল
  • খ. ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
  • গ. প্যারেজ দ্য কুয়েলার
  • ঘ. জুয়ান এন্টনিও সামারাঞ্চ

উত্তরঃ ব্যরন পিয়ারে দ্য কুবার্তা

বিস্তারিত

296. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?

  • ক. ব্রিটেন
  • খ. ফ্রান্স
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. নিউজিল্যান্ড

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

297. বাংলাদেশের অতি পরিচিতি খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -

  • ক. ইউরোপের হল্যান্ড থেকে
  • খ. দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে
  • গ. আফ্রিকার মিসর থেকে
  • ঘ. এশিয়ার থাইল্যান্ড থেকে

উত্তরঃ ইউরোপের হল্যান্ড থেকে

বিস্তারিত

298. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -

  • ক. ৪ এপ্রিল, ১৯৪৯
  • খ. ৩ জানুয়ারি, ১৯৫৪
  • গ. ২৬ মে, ১৯৫৫
  • ঘ. ১ ফেব্রুয়ারি, ১৯৫৬

উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৪৯

বিস্তারিত

299. ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -

  • ক. ইন্দোনেশিয়া
  • খ. মালয়েশিয়া
  • গ. থাইল্যান্ড
  • ঘ. ফিলিপাইন

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

300. Persona - non - grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য -

  • ক. রাজনীতিবিদ
  • খ. ক্রীড়াবিদ
  • গ. ব্যবসায়ী
  • ঘ. কূটনীতিবিদ

উত্তরঃ কূটনীতিবিদ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects