আন্তর্জাতিক বিষয়াবলি

101. ভারতের কোন রাজ্যের রাজধানী ইস্ফল?

  • ক. মিজোরাম
  • খ. অরুণাচল
  • গ. মণিপুর
  • ঘ. মেঘালয়

উত্তরঃ মণিপুর

বিস্তারিত

102. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?

  • ক. বৃটেন
  • খ. ফ্রান্স
  • গ. তুরস্ক
  • ঘ. স্পেন

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

103. কোন তারিকে ‘আন্তর্জাতিক পরিবেশ দিবস’ পালিত হয়?

  • ক. ৫ জুলাই
  • খ. ২১ মার্চ
  • গ. ৫ জুন
  • ঘ. ২১ জুন

উত্তরঃ ৫ জুন

বিস্তারিত

104. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?

  • ক. ৫৪৫
  • খ. ৫৪৩
  • গ. ৬১০
  • ঘ. ৪১৫

উত্তরঃ ৫৪৩

বিস্তারিত

105. ২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?

  • ক. ব্রাজিল
  • খ. ইরাক
  • গ. সুইডেন
  • ঘ. কেনিয়া

উত্তরঃ কেনিয়া

বিস্তারিত

106. TI এর সদর দপ্তর কোথায়?

  • ক. ম্যানিলা
  • খ. বার্লিন
  • গ. ব্যাংকক
  • ঘ. সিঙ্গাপুর

উত্তরঃ বার্লিন

বিস্তারিত

107. কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?

  • ক. প্রথম
  • খ. তৃতীয়
  • গ. দ্বিতীয়
  • ঘ. চতুর্থ

উত্তরঃ দ্বিতীয়

বিস্তারিত

108. পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কী ?

  • ক. ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
  • খ. একটি স্বাধীন দেশ
  • গ. অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
  • ঘ. কোনটিই ঠিক নয়

উত্তরঃ ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য

বিস্তারিত

110. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. লন্ডন
  • খ. লিঁও
  • গ. রোম
  • ঘ. প্যারিস

উত্তরঃ লিঁও

বিস্তারিত

112. United Nations Conference on Trade and Development (UNCTAD) -এর সদর দপ্তর কোথায়?

  • ক. হেগে
  • খ. জেনেভায়
  • গ. নিউইয়র্কে
  • ঘ. ক্যানবেরায়

উত্তরঃ জেনেভায়

বিস্তারিত

114. কোনটি ভারতের সেভেন সিস্টারস্ রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?

  • ক. কেরালা
  • খ. ত্রিপুরা
  • গ. মণিপুর
  • ঘ. মিজোরাম

উত্তরঃ কেরালা

বিস্তারিত

115. গারুদা কোন দেশের বিমান সংস্থা?

  • ক. গ্রিস
  • খ. জার্মানি
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. নেদারল্যান্ড

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

116. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?

  • ক. ওয়াটার লু নামক স্থানে
  • খ. দ্বীপ এনাবার্তে
  • গ. ভার্সাই নগরীতে
  • ঘ. সেন্ট হেলেনা দ্বীপে

উত্তরঃ সেন্ট হেলেনা দ্বীপে

বিস্তারিত

117. বৃটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন?

  • ক. ফিজি
  • খ. কানাডা
  • গ. অস্ট্রিয়া
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ অস্ট্রিয়া

বিস্তারিত

118. গ্রিন পিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?

  • ক. হল্যান্ড
  • খ. পোল্যান্ড
  • গ. ফিনল্যান্ড
  • ঘ. নিউজিল্যান্ড

উত্তরঃ হল্যান্ড

বিস্তারিত

119. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে ক?

  • ক. রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার
  • খ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
  • গ. জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ
  • ঘ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টক চার্চিল

উত্তরঃ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টক চার্চিল

বিস্তারিত

120. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?

  • ক. আলভা মায়ার ডাল
  • খ. অং সান সুচী
  • গ. শিরিন এবাদী
  • ঘ. মাদার তেরেসা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

121. জাপানের পার্লামেন্টের নাম কী?

  • ক. রাইখ স্ট্যাগ
  • খ. রিকস ড্যাগ
  • গ. ফোকেটিং
  • ঘ. ডায়েট

উত্তরঃ ডায়েট

বিস্তারিত

122. নাসাউ কোন দেশের রাজধানী?

  • ক. নিকোবর দ্বীপপুঞ্জ
  • খ. মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
  • গ. বাহামা দ্বীপপুঞ্জ
  • ঘ. ফিজি দ্বীপপুঞ্জ

উত্তরঃ বাহামা দ্বীপপুঞ্জ

বিস্তারিত

123. জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. দিল্লি
  • খ. কায়রো
  • গ. বেলগ্রেড
  • ঘ. জাকার্তা

উত্তরঃ বেলগ্রেড

বিস্তারিত

124. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?

  • ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  • খ. আটলান্টিক ও ভূমধ্যসাগর
  • গ. ভারত ও প্রশান্ত মহাসাগর
  • ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগর

উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

বিস্তারিত

125. কে লৌহমানবী বলে পরিচিত?

  • ক. ইন্দিরা গান্ধী
  • খ. বেগম খালেদা জিয়া
  • গ. আং সান সুচী
  • ঘ. মার্গারেট থ্যাচার

উত্তরঃ মার্গারেট থ্যাচার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects