আন্তর্জাতিক বিষয়াবলি
- ক. জেলখানা
- খ. জিদান
- গ. বেকেনবাওয়ার
- ঘ. একজন বৈজ্ঞানিক
উত্তরঃ জেলখানা
128. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. প্যারিস
- গ. রোম
- ঘ. জেনেভা
উত্তরঃ প্যারিস
129. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন?
- ক. ইয়াসির আরাফাত
- খ. কফি আনান
- গ. ওসামা বিন লাদেন
- ঘ. অ্যারিয়েল শ্যারন
উত্তরঃ ইয়াসির আরাফাত
130. ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. সালমান রুশদী
- খ. কুলদীপ নায়ার
- গ. হ্যান্স ব্লিক্স
- ঘ. হিলারি ক্লিনটন
উত্তরঃ হ্যান্স ব্লিক্স
131. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
- ক. চারজন
- খ. পাঁচজন
- গ. ছয়জন
- ঘ. সাতজন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
132. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
- ক. মিঃ কইরালা
- খ. মিঃ থাপা
- গ. মিঃ রানা
- ঘ. মিঃ দেউবা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
133. ইরাকে কখন মার্কিন বৃটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
- ক. ২০০৩ সালের ১৮ মার্চ
- খ. ২০০৩ সালের ২০ মার্চ
- গ. ২০০৩ সালের ২২ মার্চ
- ঘ. ২০০৩ সালের ২৪ মার্চ
উত্তরঃ ২০০৩ সালের ২০ মার্চ
134. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
- ক. গিনি
- খ. ঘানা
- গ. সেনেগাল
- ঘ. মরক্কো
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
135. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
- ক. লাইবেরিয়া
- খ. হংকং
- গ. পূর্ব তিমুর
- ঘ. তাইওয়ান
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
136. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
- ক. সংযুক্ত আরব আমিরাত
- খ. মিসর
- গ. লেবানন
- ঘ. ইয়েমেন
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত
137. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
- ক. ব্রাজিল
- খ. আর্জেন্টিনা
- গ. পেরু
- ঘ. পানামা
উত্তরঃ পানামা
139. মধ্যপ্রাচ্যে কখন তেল-অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
- ক. ১৯৭৩ সালে
- খ. ১৯৮১ সালে
- গ. ১৯৯১ সালে
- ঘ. ২০০৩ সালে
উত্তরঃ ১৯৭৩ সালে
140. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
- ক. চীন
- খ. ইন্দোনেশিয়া
- গ. যুগোস্লাভিয়া
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ইন্দোনেশিয়া
141. ‘কার্টাগোনা’ প্রটোকল হচ্ছে-
- ক. জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি
- খ. ইরাক পুনর্গঠন
- গ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈব চুক্তি
- ঘ. শিশু অধিকার চুক্তি
উত্তরঃ জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি
142. এ বছরে তামাক নিষিদ্ধ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ বাংলাদেশ
143. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয়-
- ক. ১৯২৭ সালের ১২ আগস্ট
- খ. ১৯২৮ সালের ২৭ আগস্ট
- গ. ১৯২৮ লের ৩ নভেম্বর
- ঘ. ১৯২৯ সালের ৫ জানুয়ারি
উত্তরঃ ১৯২৮ সালের ২৭ আগস্ট
144. যুদ্ধ ও সশস্ত্রসংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-
- ক. দুটি রেডক্রস কনভেনশন নামে
- খ. তিনটি রেডক্রস কনভেনশন নামে
- গ. চারটি রেডক্রস কনভেনশন নামে
- ঘ. পাঁচটি রেডক্রস কনভেনশন নামে
উত্তরঃ চারটি রেডক্রস কনভেনশন নামে
146. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৫০ সালে
- খ. ১৯৫৫ সালে
- গ. ১৯৬৫ সালে
- ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ ১৯৬৬ সালে
147. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
- ক. আদ্দিস আবাবা
- খ. নাইরোবি
- গ. ডাকার
- ঘ. কায়রো
উত্তরঃ আদ্দিস আবাবা
148. ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় -
- ক. ১৯৯০ সালে
- খ. ১৯৯১ সালে
- গ. ১৯৯২ সালে
- ঘ. ১৯৯৩ সালে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
149. কোন চুক্তির মাধ্যমে ইইসি(EEC) প্রতিষ্ঠা লাভ করে?
- ক. রোম চুক্তি
- খ. ম্যাসট্রিচ চুক্তি
- গ. ভিয়েনা কনভেনশন
- ঘ. ব্রাসেলস কনভেনশন
উত্তরঃ রোম চুক্তি