আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন
নিচের কোন দেশটি BIMSTEC -এর সদস্য নয়?
- ক. সিঙ্গাপুর
- খ. থাইল্যান্ড
- গ. মিয়ানমার
- ঘ. ভারত
উত্তরঃ সিঙ্গাপুর
ইউরোপীয় পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান বা CERN -এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
- ক. ২০ টি
- খ. ২৬ টি
- গ. ২২ টি
- ঘ. ২৮ টি
উত্তরঃ ২২ টি
২ আগস্ট ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) -এর ২০৬তম সদস্য পদ লাভ করে?
- ক. তাইওয়ান
- খ. কসোভো
- গ. ফিলিস্তিন
- ঘ. দক্ষিণ সুদান
উত্তরঃ দক্ষিণ সুদান
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) -এর বর্তমান (২০১৫) সদস্য কতটি?
- ক. ২০০ টি
- খ. ২০২ টি
- গ. ২০৬ টি
- ঘ. ২০৮ টি
উত্তরঃ ২০৬ টি
বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা (IAAF) -এর নতুন (২০১৫) সভাপতি কে?
- ক. হিউগেট লেবেল (কানাডা)
- খ. তাকিহিকো নাকাও (জাপান)
- গ. সেবাস্তিয়ান কো (যুক্তরাজ্য)
- ঘ. ইথিরিন কাজিন (যুক্তরাষ্ট্র)
উত্তরঃ সেবাস্তিয়ান কো (যুক্তরাজ্য)
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) -এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?
- ক. রাফায়েল কোরেয়া (ইকুয়েডর)
- খ. ইরথিন কাজিন (যুক্তরাষ্ট্র)
- গ. ড্যানিয়েল ওর্তেগা (নিকারাগুয়া)
- ঘ. লুইস লিওনার্দো আলমার্গো (উরুগুয়ে)
উত্তরঃ লুইস লিওনার্দো আলমার্গো (উরুগুয়ে)
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) -এর বর্তমান (২০১৫) ও প্রথম নারী মহাসচিব কে?
- ক. ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
- খ. ফাং লিউ (চীন)
- গ. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
- ঘ. আইরিন খান (বাংলাদেশ)
উত্তরঃ ফাং লিউ (চীন)
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?
- ক. মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)
- খ. নাবিল আর আরাবি (মিশর)
- গ. জেসন স্টলেনবার্গ (নরওয়ে)
- ঘ. হাওলিন ঝাও (চীন)
উত্তরঃ মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
- ক. ম্যানিলা
- খ. ঢাকা
- গ. দিল্লী
- ঘ. টোকিও
উত্তরঃ ম্যানিলা
বর্তমানে (২০১৫) OIC এর সভাপতি কোন দেশের---
- ক. তুরস্কের
- খ. বাংলাদেশের
- গ. মিসরের
- ঘ. পাকিস্তানের
উত্তরঃ মিসরের
লায়ন্স ক্লাব কে প্রতিষ্ঠা করেন?
- ক. মেলনি জোন্স
- খ. পিটার বেননসন
- গ. হেনরী ডুনেন্ট
- ঘ. পল হ্যারিস
উত্তরঃ মেলনি জোন্স
- ক. UNDP
- খ. DTCD
- গ. UNFPA
- ঘ. UNEF
উত্তরঃ UNDP
কোনটি জাতিসংঘের বহুমূখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
- ক. UNVA
- খ. DTCD
- গ. UNFPA
- ঘ. UNDP
উত্তরঃ UNDP
জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম?
- ক. ইউএন উইমেন
- খ. সমতা তহবিল
- গ. ইউনিফেম
- ঘ. জেন্ডার সমতা তহবিল
উত্তরঃ ইউনিফেম
- ক. জাতিসংঘের অর্থনৈতিক সংস্থা
- খ. জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা
- গ. সার্কের অর্থনৈতিক সংস্থা
- ঘ. সার্কের পরিবেশবাদী সংস্থা
উত্তরঃ জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
- ক. ১৯৭৮
- খ. ১৯৮০
- গ. ১৯৮৬
- ঘ. ১৯৮৮
উত্তরঃ ১৯৮৮
- ক. Telecommunication
- খ. Healt care
- গ. Business
- ঘ. Women Empowerment
উত্তরঃ Healt care
Which is not a UN Organization?/কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
- ক. ESCAP
- খ. UNDP
- গ. ILO
- ঘ. CIRDAP
উত্তরঃ CIRDAP
Which is not a UN Organization?/কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
- ক. CARE
- খ. UNDP
- গ. ILO
- ঘ. WFP
উত্তরঃ CARE
- ক. শান্তির প্রতীক
- খ. দুঃস্বপ্নের প্রতীক
- গ. আনন্দের
- ঘ. বেদনার
উত্তরঃ শান্তির প্রতীক
কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
- ক. রেডক্রস
- খ. জাতিসংঘ
- গ. বয়েজ স্কাউট
- ঘ. ন্যাটো
উত্তরঃ জাতিসংঘ
সার্ক- এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়--
- ক. ১৯৮৪ সালে
- খ. ১৯৮৭ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ ১৯৮৫ সালে
জাতিসংঘের কার্যকারী ভাষা কোন দুটি?
- ক. ইংরেজি ও গ্রিক
- খ. ইংরেজি ও জার্মান
- গ. ফরাসি ও জার্মান
- ঘ. ইংরেজি ও ফরাসি
উত্তরঃ ইংরেজি ও ফরাসি
জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারী কাজকর্ম চলে?
- ক. ৫ট যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, চীনা ও স্পান্যিশ
- খ. ৬ট যথ- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্পান্যিশ ও আরবি
- গ. ৩টি যথা- ইংরেজি, ফ্রেঞ্চ ও রুশ
- ঘ. ৪টি যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও রুশ
উত্তরঃ ৬ট যথ- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্পান্যিশ ও আরবি
ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল?
- ক. ১৯৪৭ সালে
- খ. ১৯৫২ সালে
- গ. ১৯৬৫ সালে
- ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ ১৯৬৫ সালে
কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?
- ক. সিঙ্গাপুর
- খ. মালয়েশিয়া
- গ. থাইল্যান্ড
- ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. জাপানের নাগাসাকিতে
- খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
- গ. রাশিয়ার আশখাবাদে
- ঘ. কানাডার ভেন্কুবার
উত্তরঃ রাশিয়ার আশখাবাদে
- ক. নিউইয়র্ক
- খ. প্যারিস
- গ. জেনেভা
- ঘ. ভিয়েনা
উত্তরঃ নিউইয়র্ক
কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই?
- ক. থাইল্যান্ড
- খ. তাইওয়ান
- গ. ইসরাইল
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ তাইওয়ান
What is the present member of UN members?/জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
- ক. 185
- খ. 191
- গ. 192
- ঘ. 193
উত্তরঃ 193
- ক. APEC
- খ. CREC
- গ. EAEG
- ঘ. ECO
উত্তরঃ APEC
জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে পরিগণিত হয়?
- ক. হাঙ্গেরি
- খ. জার্মানি
- গ. পোল্যান্ড
- ঘ. ব্রিটেন
উত্তরঃ পোল্যান্ড
- ক. ২৪ অক্টোবর
- খ. ২৪ আগস্ট
- গ. ২৪ ডিসেম্বর
- ঘ. ২৪ নভেম্বর
উত্তরঃ ২৪ অক্টোবর
জাতিসংঘ সনদ কোন সাল কার্যকরী হয়?
- ক. ১৯২০ সালে
- খ. ১৯৪০ সালে
- গ. ১৯৪৫ সালে
- ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ ১৯৪৫ সালে
১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
- ক. সানফ্রান্সিসকো
- খ. নিউইয়র্ক
- গ. প্যারিস
- ঘ. জেনেভা
উত্তরঃ সানফ্রান্সিসকো
In which year United Nations was founded?/জাতিসংঘের প্রতিষ্ঠার বছর--
- ক. 1942
- খ. 1943
- গ. 1944
- ঘ. 1945
উত্তরঃ 1945
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
- ক. রোনাল্ড রিগান ও মার্গারেট থ্যাচার
- খ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল
- গ. জিমি কার্টার ও রাণী দ্বিতীয় এলিজাবেথ
- ঘ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
উত্তরঃ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল
- ক. চার্চিল
- খ. উ থান্ট
- গ. রুজভেল্ট
- ঘ. স্ট্যালিন
উত্তরঃ রুজভেল্ট
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর সপ্তর বাংলাদেশে অবস্থিত?
- ক. IJ O
- খ. APEC
- গ. SAARC
- ঘ. ADB
উত্তরঃ IJ O
- ক. যুদ্ধ বন্ধ করা
- খ. সদস্য দেশসমুহের সমস্যার সমাধান করা
- গ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
- ঘ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
উত্তরঃ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
- ক. যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
- খ. আন্তর্জাতিক ব্যবসা বানিজ্য করার জন্য
- গ. বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
- ঘ. বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
উত্তরঃ যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত-১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান--
- ক. সপ্তম
- খ. অষ্টম
- গ. নবম
- ঘ. দশম
উত্তরঃ নবম
- ক. ১৯৯৭ সালে
- খ. ১৯১৮ সালে
- গ. ১৯১৯ সালে
- ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ১৯২০ সালে
'লীগ অব নেশনস' স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
- ক. প্রেসিডেন্ট ঊইলসন
- খ. প্রেসিডেন্ট রুজভেল্ট
- গ. জেনারেল স্মাটস
- ঘ. উইনস্টন চার্চিল
উত্তরঃ প্রেসিডেন্ট ঊইলসন
জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
- ক. ইউনাইটেড নেশনস
- খ. লীগ অব নেশনস
- গ. কম্যুনিটি অব নেশনস
- ঘ. এসোসিয়েশনস অব নেশনস
উত্তরঃ লীগ অব নেশনস
- ক. মালয়েশিয়া
- খ. ফিলিপাইন
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. জাপান
উত্তরঃ জাপান
সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল--
- ক. মালেতে
- খ. কলম্বোতে
- গ. বাঙ্গালোরে
- ঘ. কাঠমান্ডুতে
উত্তরঃ কলম্বোতে
১৯৯৫ সালে বেইজিং- এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?
- ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
- খ. বিশ্বের নারীরা এক হও
- গ. নারীর অধিকার মানবাধিকার
- ঘ. নারী নির্যাতন বন্ধ কর
উত্তরঃ নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতন এর ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ?
- ক. পাকিস্তান
- খ. কেনিয়া
- গ. পাপুয়া নিউগিনি
- ঘ. বাংলাদেশ
উত্তরঃ পাপুয়া নিউগিনি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
- ক. সুইডেন
- খ. নাইজেরিয়া
- গ. বাংলাদেশ
- ঘ. ভারত
উত্তরঃ নাইজেরিয়া
সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
- ক. ৩০ আগস্ট, ২০০২
- খ. ১২ অক্টোবর, ২০০২
- গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
- ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২
উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০০২
নিকারাগুয়ার 'কন্ট্রা' বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. কোরিয়া
- ঘ. কিউবা
উত্তরঃ যুক্তরাষ্ট্র
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় কখন অনুষ্ঠিত হয়?
- ক. নভেম্বর ২০০৩ ভারতের বেঙ্গালোরে
- খ. ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
- গ. জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদে
- ঘ. সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
উত্তরঃ সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
বর্তমনে জাতিসংঘের মাহসচিব কোন দেশের নাগরিক?
- ক. দক্ষিণ কোরিয়া
- খ. ঘানা
- গ. সেনেগাল
- ঘ. মরক্কো
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
- ক. মোহাম্মদ আল বারাদি
- খ. ইউকিয়া আমানো
- গ. আয়াদ আলওয়ি
- ঘ. হামিদ কারজাই
উত্তরঃ ইউকিয়া আমানো
বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ১৯৭৪ সালে
খাদ্য ও কৃষি সংস্থার প্রধনা কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. নিউইয়ার্কে
- খ. রোমে
- গ. জেনেভায়
- ঘ. অটোয়ায়
উত্তরঃ রোমে
সার্ক (SAARC) দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-
- ক. নেপাল
- খ. ভুটান
- গ. শ্রীলংকা
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ
আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectency) সবচেয়ে বেশি---
- ক. ইউরোপে
- খ. উত্তর আমেরিকায়
- গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
- ঘ. মধ্য এশিয়ায়
উত্তরঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
মানব সম্পদ বলতে সাধারণত কি বুঝায়?
- ক. কর্মক্ষম মানুষ
- খ. প্রতিভার মানুষ
- গ. শক্তিশালী মানুষ
- ঘ. দক্ষতাসম্পন্ন মানুষ
উত্তরঃ দক্ষতাসম্পন্ন মানুষ
- ক. Taking income, education and Health under consideration
- খ. Taking income, environment and corruption under consideration
- গ. Taking income, growth and Inflation under consideration
- ঘ. Taking income,education and child mortality under consideration
উত্তরঃ Taking income, education and Health under consideration
- ক. High Development Index
- খ. Human Development Index
- গ. High density Industrialization
- ঘ. High Developed Industries
উত্তরঃ Human Development Index
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. জেনেভা
- গ. জুরিখ
- ঘ. অ্যামস্টারডেম
উত্তরঃ জেনেভা
ILO head office is situated in:/আন্তর্জাতিক শ্রম অফিস (ILO) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
- ক. Paris
- খ. Geneva
- গ. Chicago
- ঘ. Bangkok
উত্তরঃ Geneva
উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) কত সালে স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৯০
- খ. ১৯৯২
- গ. ১৯৯৪
- ঘ. ১৯৯৭
উত্তরঃ ১৯৯২
- ক. Saudi Arabia(সৌদি আরবে)
- খ. Pkistan(পাকিস্তানে)
- গ. Philippines(ফিলিপাইন)
- ঘ. Thailand(থাইল্যান্ডে)
উত্তরঃ Philippines(ফিলিপাইন)
- ক. Hong Kong(হংকং)
- খ. Singapore(সিঙ্গাপুর)
- গ. Manila(ম্যানিলা)
- ঘ. Bangkok(ব্যাংকক)
উত্তরঃ Manila(ম্যানিলা)
কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
- ক. নভেম্বর ১৯৬৬
- খ. ডিসেম্ব ১৯৬৬
- গ. ডিসেম্বর ১৯৬৭
- ঘ. জানুয়ারি ১৯৮৮
উত্তরঃ ডিসেম্ব ১৯৬৬
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে--
- ক. স্বাভাবিক সুদে
- খ. বিনা সুদে
- গ. অল্প সুদে
- ঘ. অতি সামান্য সুদে
উত্তরঃ বিনা সুদে
ইসলামি উন্নয়ন ব্যাংক কে (IDB) দেয়া বাংলাদেশর চাঁদার হার কত?
- ক. ২৫.০ মিলিয়ন ইসলামিক দিনার
- খ. ১৫.৫ মিলিয়ন ইসলামিক দিনার
- গ. ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
- ঘ. কোন চাঁদা দিতে হয় না
উত্তরঃ ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
- ক. Riyadh(রিয়াদ)
- খ. Jeddah(জেদ্দা)
- গ. Dubai(দুবাই)
- ঘ. Bahrain(বাহরাইন)
উত্তরঃ Jeddah(জেদ্দা)
ইসলামী উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কোন সালে?
- ক. ১৯৭০
- খ. ১৯৭২
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৮০
উত্তরঃ ১৯৭৫
Islamic Development Bank কত সালে স্থাপিত হয়?
- ক. ১৯৭০ সনে
- খ. ১৯৫৪ সনে
- গ. ১৯৭৫ সনে
- ঘ. ১৯৭৮ সনে
উত্তরঃ ১৯৭৫ সনে
ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত কত সালে গৃহীত হয়?
- ক. ১৯৭৭
- খ. ১৯৭৮
- গ. ১৯৭৩
- ঘ. ১৯৮৩
উত্তরঃ ১৯৭৩
ন্যাটোর একটি বাহিনী বর্তমানে ইউরোপের বাইরে কোথায় অবস্থান করছে?
- ক. ইরাকে
- খ. আফগানিস্তানে
- গ. লেবাননে
- ঘ. সিয়েরালিওনে
উত্তরঃ আফগানিস্তানে
Of the following countries, Which is a member of NATO?/ ন্যাটোর সদস্য--
- ক. Pakistan(পাকিস্তান)
- খ. Japan(জাপান)
- গ. Turkey(তুরস্ক)
- ঘ. Saudi Arabia(সৌদি আরব)
উত্তরঃ Turkey(তুরস্ক)
কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যটোর সদস্য?
- ক. তুরস্ক
- খ. পাকিস্তান
- গ. সৌদি আরব
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ তুরস্ক
Which is not an economic pact?/নিচের কোনটি অর্থনৈতিক চুক্তি নয়?
- ক. NAFTA
- খ. OPEC
- গ. SAFTA
- ঘ. NATO
উত্তরঃ NATO
- ক. ৪ এপ্রিল, ১৯৪৯
- খ. ৩ জানুয়ারি, ১৯৫৪
- গ. ২৬ মে, ১৯৫৫
- ঘ. ১ ফেব্রুয়ারী, ১৯৫৬
উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৪৯
Which country is not a member of the BIMSTEC?
- ক. Bangladesh
- খ. India
- গ. China
- ঘ. Sri Lanka
উত্তরঃ China
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. লন্ডন
- গ. বার্লিন
- ঘ. জেদ্দা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
HZ (এইচ জেড) কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক?
- ক. হাঙ্গেরি
- খ. জাপান
- গ. সৌদি আরব
- ঘ. ব্রাজিল
উত্তরঃ সৌদি আরব
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায়-
- ক. সুইডেন, নরওযে, ফিনল্যান্ড
- খ. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
- গ. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
- ঘ. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
উত্তরঃ বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
UNDP-র সর্বশেষ মানব উন্নয়ন সূচকে দেশগুরোর মধ্যে বাংলাদেশের অবস্থান-
- ক. তৃতীয়
- খ. চতুর্থ
- গ. পঞ্চম
- ঘ. ষষ্ঠ
উত্তরঃ ষষ্ঠ
জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটি সবচেয়ে অগ্রগামী?
- ক. ভারত
- খ. পাকিস্তান
- গ. বাংলাদেশ
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ শ্রীলংকা
- ক. ইউএসএ
- খ. জাপান
- গ. নিউজিল্যান্ড
- ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ জাপান
- ক. অস্ট্রেলিয়া
- খ. অস্ট্রিয়া
- গ. তাজাকিস্তান
- ঘ. তাইওয়ান
উত্তরঃ অস্ট্রেলিয়া
সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম?
- ক. মালদ্বীপ
- খ. নেপাল
- গ. ভুটান
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ ভুটান
জনসংখ্যা ক্রমানুসারে সাজানো কোন বিন্যাসটি সঠিক-
- ক. ভারত, বাংলাদেশ পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা
- খ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ
- গ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ
- ঘ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা
উত্তরঃ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ
‘ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস’ (Trans World Airlines) কোন দেশের বিমান সংস্থা?
- ক. বেলজিয়াম
- খ. ডেনমার্ক
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ যুক্তরাষ্ট্র
- ক. ইতালি
- খ. নেদারল্যান্ড
- গ. জার্মানি
- ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ নেদারল্যান্ড
সার্কভূক্ত দেশসমূহের লোকসংখ্যা সবচেয়ে কম কোন দেশে?
- ক. নেপাল
- খ. ভুটান
- গ. শ্রীলঙ্কা
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ
জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটির সবচেয়ে ছোট?
- ক. শ্রীলংকা
- খ. ভুটান
- গ. মালদ্বীপ
- ঘ. নেপাল
উত্তরঃ মালদ্বীপ
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
- ক. ভারত
- খ. বাংলাদেশ
- গ. শ্রীলঙ্কা
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ
গারুদা কোন্ দেশের বিমান সংস্থা
- ক. গ্রিস
- খ. জার্মানি
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ ইন্দোনেশিয়া
- ক. Sri Lanka
- খ. Maldives
- গ. Brunei
- ঘ. Sumtra
উত্তরঃ Maldives
ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরটি কোন দেশে অবস্থিত?
- ক. রাশিয়া
- খ. ইতালি
- গ. জার্মানি
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ জার্মানি
- ক. ভারত
- খ. পাকিস্তান
- গ. শ্রীলঙ্কা
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ
কত সালে দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য দূরীকরণের জন্য একটি সার্ক কমিশন গঠন করা হয়েছিল?
- ক. ১৯৯০
- খ. ১৯৯১
- গ. ১৯৯৩
- ঘ. ১৯৯৪
উত্তরঃ ১৯৯১
কত সাল থেকে সাফটা চুক্তি কার্যকর হয়?/ SAFTA comes into effect in the year--
- ক. ২০০৬
- খ. ২০০৭
- গ. ২০০৮
- ঘ. ২০০৯
উত্তরঃ ২০০৬
সাফটা (SAFTA) চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
- ক. ২১ মে, ১৯৯৩
- খ. ৬ জানুয়ারি, ২০০৪
- গ. ২ জানুয়ারি, ২০০৪
- ঘ. ৮ সেস্পেম্বর, ২০০৩
উত্তরঃ ৬ জানুয়ারি, ২০০৪
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলি কবে সাপটা (SAPTA) চুক্তি সই করেছে?
- ক. ১৯৭৬
- খ. ১৯৮৫
- গ. ১৯৯৩
- ঘ. ১৯৯৪
উত্তরঃ ১৯৯৩
The preferential trading arrangements among the SARRC countries are known as-
- ক. SAFTA
- খ. SAPTA
- গ. SARTA
- ঘ. SFTA
উত্তরঃ SAPTA
- ক. South Asian Products Trading Agreement(SAPTA)
- খ. South Asian Producer Traffic Agreement(SAPTA)
- গ. South Asian Preferential Trade Agreement(SAPTA)
- ঘ. South Asian Priority Trade Agreement(SAPTA)
উত্তরঃ South Asian Preferential Trade Agreement(SAPTA)
সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে-
- ক. নয়াদিল্লি
- খ. কাঠমান্ডু
- গ. ঢাকা
- ঘ. ইসলামাবাদ
উত্তরঃ নয়াদিল্লি
SARRC energy center will be stablished in---
- ক. Bangladesh
- খ. India
- গ. Pakistan
- ঘ. Nepal
উত্তরঃ Pakistan
নিম্নের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয়?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. যুক্তরাজ্য
- ঘ. চীন
উত্তরঃ যুক্তরাজ্য
The newest member of SARRC is-/ সার্কের নতুন সদস্য দেশ কোনটি?
- ক. Myanmar(মায়ানমার)
- খ. Bhutan(ভুটান)
- গ. Afghanistan(আফগানিস্তান)
- ঘ. China(চীন)
উত্তরঃ Afghanistan(আফগানিস্তান)
সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?
- ক. কৃষি উন্নয়ন
- খ. দ্বিপাক্ষিক সমস্যা
- গ. অবাধ বাণিজ্য
- ঘ. সাংস্কৃতিক বিনিময়
উত্তরঃ দ্বিপাক্ষিক সমস্যা
- ক. জনাব আবুল আহসান
- খ. জনাব কিউ.এ.এম. রমি
- গ. জনাব ইব্রাহিম হোসেন জাকি
- ঘ. জনাব সৈয়দ নাঈম-উল-হাসান
উত্তরঃ জনাব আবুল আহসান
সার্কের (SARRC) জন্ম কোন তারিখে?
- ক. ১৯৭৫ সালের ১৫ আগস্ট
- খ. ১৯৮২ সালের ১২ নভেম্বর
- গ. ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর
- ঘ. ১৯৮৯ সালের ৬ জানুয়ারী
উত্তরঃ ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর
সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত?
- ক. ১৯৮৫ সালে ঢাকায়
- খ. ১৯৮৩ সালে দিল্লিতে
- গ. ১৯৮৪ সালে কলম্বোতে
- ঘ. ১৯৮৬ সালে মালেতে
উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SARRC) গটিত হয় কোন সালে?
- ক. ১৯৮১
- খ. ১৯৮৩
- গ. ১৯৮৫
- ঘ. ১৯৮৭
উত্তরঃ ১৯৮৫
The first SARRC summit was held in-/ প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. Dhaka
- খ. Islamabad
- গ. New Delhi
- ঘ. Mali
উত্তরঃ Dhaka
SARRC Secretariate is situated in-/ সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
- ক. Dhaka(ঢাকা)
- খ. Islamabad(ইসলামাবাদ)
- গ. Kathmandu(কাঠমান্ডু)
- ঘ. New Delhi(নয়াদিল্লী)
উত্তরঃ Kathmandu(কাঠমান্ডু)
Which country introduced the concept of SAARC?/ সার্ক (SAARC) এর প্রস্তাবক কোন দেশ?
- ক. India(ভারত)
- খ. Nepal(নেপাল)
- গ. Sri Lanka(শ্রীলঙ্কা)
- ঘ. Bangladesh(বাংলাদেশ)
উত্তরঃ Bangladesh(বাংলাদেশ)
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি?
- ক. জাপানকে সাহায্য করা
- খ. ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
- গ. ভিয়েতনামকে দমন করা
- ঘ. দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
উত্তরঃ ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
‘আসিয়ান’ (ASEAN) এর সদর দপ্তর-
- ক. ম্যানিলায়
- খ. সিঙ্গাপুরে
- গ. জাকার্তায়
- ঘ. কুয়ালালামপুরে
উত্তরঃ জাকার্তায়
নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য নয়?
- ক. Thailand
- খ. Indonesia
- গ. Malaysia
- ঘ. Bangladesh
উত্তরঃ Bangladesh
Which country is not a member of ASEAN?/নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য নয়?
- ক. Thailand
- খ. Malaysia
- গ. Indonesia
- ঘ. Philipines
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
Which of the following is a member of ASEAN/নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য?
- ক. Bhutan
- খ. Nepal
- গ. Thailand
- ঘ. Maldives
উত্তরঃ Thailand
- ক. ১৯৬৩ সালে
- খ. ১৯৬৫ সালে
- গ. ১৯৬৭ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬৭ সালে
দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থাটির নাম কি?
- ক. ASEAN
- খ. OIC
- গ. SARRC
- ঘ. EU
উত্তরঃ ASEAN
- ক. SARRC
- খ. CIRDAP
- গ. ADB
- ঘ. APEC
উত্তরঃ CIRDAP
- ক. Dhaka
- খ. Tehran
- গ. Delhi
- ঘ. Islamabad
উত্তরঃ Tehran
Which is the biggest oil consuming country in the world?/বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ কোনটি?
- ক. USA
- খ. China
- গ. India
- ঘ. Japan
উত্তরঃ USA
মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে-
- ক. ইরাক
- খ. সৌদি আরব
- গ. কুয়েত
- ঘ. ইরান
উত্তরঃ সৌদি আরব
বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে?
- ক. সৌদি আরব
- খ. ইরাক
- গ. সংযুক্ত আরব আমিরাত
- ঘ. কুয়েত
উত্তরঃ সৌদি আরব
তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক হতে কোন দেশটি নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেয়?
- ক. নাইজেরিয়া
- খ. লিবিয়া
- গ. ভেনিজুয়েলা
- ঘ. ইকুয়েডর
উত্তরঃ ইকুয়েডর
Who is the Youngest member states of OPEC?/ওপেকের নবীনতম সদস্য দেশ কোনটি?
- ক. Rwanda
- খ. Angola
- গ. Bolivia
- ঘ. Zambia
উত্তরঃ Angola
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
- ক. কুয়েত
- খ. নাইজেরিয়া
- গ. সৌদি আরব
- ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ভেনিজুয়েলা
- ক. ৭৭
- খ. ৭৭-এর বেশি
- গ. ৭৭-এর কম
- ঘ. ৭৭-এর অর্ধেক
উত্তরঃ ৭৭-এর বেশি
গ্রুপ ৭৭ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত?
- ক. উন্নত
- খ. উন্নয়নশীল
- গ. ঔপনিবেশিক
- ঘ. অনুন্নত
উত্তরঃ উন্নয়নশীল
কোন দেশগুলো ডি-৮ দেশসমূহের অন্তর্ভূক্ত নয়?
- ক. ভারত, নেপাল, শ্রীলঙ্কা
- খ. মিশর, ইন্দোনেশিয়া, ইরান
- গ. ইরান, মালয়েশিয়া, পাকিস্তান
- ঘ. বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক
উত্তরঃ ভারত, নেপাল, শ্রীলঙ্কা
নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?
- ক. ফ্রান্স
- খ. যুক্তরাজ্য
- গ. রাশিয়া
- ঘ. দি নেদারল্যান্ডস
উত্তরঃ দি নেদারল্যান্ডস
Which one is not included G-8কোন দেশটি জি-৮ এর সদস্য নয়?
- ক. Germany(জার্মানি)
- খ. Australia(অস্ট্রেলিয়া)
- গ. Russia(রাশিয়া)
- ঘ. France(ফ্রান্স)
উত্তরঃ Australia(অস্ট্রেলিয়া)
Which country does belongs to the group of G-8 countries?/ নিচের কোন দেশ গ্র“প-৮ এর সদস্য?
- ক. Switzerland
- খ. China
- গ. Brazil
- ঘ. Canada
উত্তরঃ Canada
Which Asian country belongs to the group of G-8 countries?/ জি-৮ এর একমাত্র এশিয়ার দেশ--
- ক. Japan(জাপান)
- খ. Thailand(থাইল্যান্ড)
- গ. India(ভারত)
- ঘ. China(চীন)
উত্তরঃ Japan(জাপান)
কোন ধরনের আটটি দেশকে ‘জ-৮’ বলা হয়?
- ক. শিল্পোন্নত
- খ. পরিবেশ দুষণকারী
- গ. ঋণ গ্রহণকারি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শিল্পোন্নত
‘সাংহাই ফাইভ’ এর প্রধান উদ্দেশ্য কি?
- ক. অস্ত্র নিয়ন্ত্রণ
- খ. সড়ক নির্মাণ
- গ. প্রযুক্তি হস্তান্তর
- ঘ. সীমান্ত বিরোধ নিরসন
উত্তরঃ সীমান্ত বিরোধ নিরসন
সাংহাই কো-অপরেশন অর্গানাইজেশনের সদস্য নয় নিচের কোন দেশ?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. কাজাকিস্তান
- ঘ. আফগানিস্তান
উত্তরঃ আফগানিস্তান
আমেরিকায় রাষ্ট্রসমূহের সংগঠন Organization of American States(OAS) গঠিত হয় কত সালে?
- ক. ১৯৩৭
- খ. ১৯৪২
- গ. ১৯৫৩
- ঘ. ১৯৪৮
উত্তরঃ ১৯৪৮
মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?
- ক. ১৯৪৭
- খ. ১৯৫২
- গ. ১৯৫৩
- ঘ. ১৯৫৮
উত্তরঃ ১৯৫৮
League of Arab States-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. তিউনিস
- খ. কায়রো
- গ. রাবাত
- ঘ. জেদ্দা
উত্তরঃ কায়রো
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
- ক. সংযুক্ত আরব আমিরাত
- খ. মিশর
- গ. লেবানন
- ঘ. ইয়েমেন
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত
Organization of African Unity(OAU)-কত সালে প্রতিষ্টিত হয়?
- ক. ১৯৬০ সালে
- খ. ১৯৬২ সালে
- গ. ১৯৬৩ সালে
- ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ ১৯৬৩ সালে
African Union এর সদর দপ্তর কোথায়?
- ক. মোগাদিসু
- খ. আদ্দিস আবাবা
- গ. কায়রো
- ঘ. ত্রিপোলি
উত্তরঃ আদ্দিস আবাবা
ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
- ক. ফ্রান্স
- খ. ব্রিটেন
- গ. জার্মানি
- ঘ. ইতালি
উত্তরঃ জার্মানি
- ক. France(ফ্রান্স)
- খ. Germany(জার্মানি)
- গ. Austria(অস্ট্রিয়া)
- ঘ. England(ইংল্যান্ড)
উত্তরঃ England(ইংল্যান্ড)
- ক. ১০
- খ. ১১
- গ. ১৬
- ঘ. ১৭
উত্তরঃ ১৭
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর একক মুদ্রা চালু হয়েছে-
- ক. ১ জানুয়ারি, ১৯৯৯
- খ. ১ জুলাই, ১৯৯৯
- গ. ১ জানুয়ারী, ২০০২
- ঘ. ১ জানুয়ারি, ২০০২
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৯
- ক. ১ জানুয়ারি, ১৯৯৯
- খ. ১ জুলাই, ১৯৯৯
- গ. ১ মার্চ, ২০০০
- ঘ. ১ জুলাই, ২০০০
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৯
- ক. রবার্ট আলবার্ট
- খ. রবার্ট মুন্ডেল
- গ. রবার্ট লুকাস
- ঘ. কেউই নয়
উত্তরঃ রবার্ট মুন্ডেল
- ক. ইউরোপীয় টিভি কার্যক্রম
- খ. ইউসির অপর নাম
- গ. ইউরোপীয় মুদ্রার নাম
- ঘ. ইউরোপীয় বেতার
উত্তরঃ ইউরোপীয় মুদ্রার নাম
ইউরোপীয় ইউনিয়ন (European Union) এর সাধারণ মুদ্রার নাম কি?
- ক. ডলার
- খ. ইউরো
- গ. ইউরো ডলার
- ঘ. পাউন্ড
উত্তরঃ ইউরো
Which one of the following is the currency of European Union?/ উইরোপীয় সাধারণ মুদ্রার নাম কি?
- ক. Pound
- খ. Euro
- গ. Dollar
- ঘ. Mark
উত্তরঃ Euro
Which one is not a national currency?/ কোনটি জাতীয় মুদ্রা নয়?
- ক. Pound
- খ. Euro
- গ. Dollar
- ঘ. Guilder
উত্তরঃ Euro
- ক. 735
- খ. 736
- গ. 835
- ঘ. 836
উত্তরঃ 736
কোন রাষ্ট্র ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিযনের সদস্য নয়?
- ক. জার্মানি
- খ. ইতালি
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ যুক্তরাষ্ট্র
Which country is not a member of European Union?/কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
- ক. Italy
- খ. Germany
- গ. Switzerland
- ঘ. France
উত্তরঃ Switzerland
Where is the headquarter of the European Union(EU)?/ ইউরোপীয় উনিয়নের সদর দপ্তর কোথায়?
- ক. London(লন্ডন)
- খ. The Hague(দি হেগ)
- গ. Brussels(ব্রাসেলস)
- ঘ. Rome(রোম)
উত্তরঃ Brussels(ব্রাসেলস)
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
- ক. European Union
- খ. WTO
- গ. NATO
- ঘ. FIFA
উত্তরঃ European Union
Which is the largest trading block of the world?/পৃথিবীর বৃহত্তম বাণিজ্যিক ব্লক কোনটি?
- ক. NAFTA
- খ. ASEAN
- গ. EU
- ঘ. MERCOSUR
উত্তরঃ EU
যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়-
- ক. প্যারিস
- খ. ব্রাসেলস
- গ. বন
- ঘ. মাসট্রিচট
উত্তরঃ মাসট্রিচট
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
- ক. রোম চুক্তি
- খ. ম্যাসট্রিক্ট চুক্তি
- গ. ভিয়েনা কনভেনশন
- ঘ. ব্রাসেলস কনবেনশন
উত্তরঃ রোম চুক্তি
ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় কত তারিখে?
- ক. ১৯৪৭ সালের ১৫ মার্চ
- খ. ১৯৫৭ সালের ২৫ মার্চ
- গ. ১৯৫৯ সালের ২৫ জুলাই
- ঘ. ১৯৫০ সালে ২০ আগস্ট
উত্তরঃ ১৯৫৭ সালের ২৫ মার্চ
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতম শীর্ষ সম্মেলন কোথায়, কবে অনুষ্ঠিত হয়?
- ক. হারারে, ১৯৮৯
- খ. বেলগ্রেড, ১৯৬১
- গ. হাভানা, ১৯৭৩
- ঘ. কায়রো, ১৯৭০
উত্তরঃ বেলগ্রেড, ১৯৬১
The first NAM summit was held in-/ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়?
- ক. Belgrade(বেলগ্রেড)
- খ. Havana(হাভানা)
- গ. New Delhi(নয়াদিল্লী)
- ঘ. Jakarta(জাকার্তা)
উত্তরঃ Belgrade(বেলগ্রেড)
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৫০ সালে
- গ. ১৯৫৫ সালে
- ঘ. ১৯৬১ সালে
উত্তরঃ ১৯৬১ সালে
‘বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
- ক. চীন
- খ. ইন্দোনেশিয়া
- গ. যুগোস্লাভিয়া
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ইন্দোনেশিয়া
বান্দুং (Bandung) সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?
- ক. এপ্রিল, ১৯৫৫
- খ. ৫ফেব্রুয়ারী, ১৯৫৬
- গ. জুন, ১৯৪৫
- ঘ. ডিসেম্বর, ১৯৫৫
উত্তরঃ ডিসেম্বর, ১৯৫৫
- ক. কোন সদর দপ্তর নেই
- খ. বান্দুং
- গ. জাকার্তা
- ঘ. ঢাকা
উত্তরঃ কোন সদর দপ্তর নেই
‘নন-এলাইনমেন্ট মোভমেন্ট’ এর সচিবালয়---তে অবস্থিত?
- ক. ঢাকা
- খ. নয়াদিল্লি
- গ. জাকার্তা
- ঘ. কোনটা সত্য নয়
উত্তরঃ কোনটা সত্য নয়
মার্শাল টিটো কোন দেশের নাগরিক?
- ক. বুলগেরিয়া
- খ. তুরস্ক
- গ. আলজেরিয়া
- ঘ. যুগোস্লাভিয়া
উত্তরঃ যুগোস্লাভিয়া
জোট নিরপেক্ষ আন্দোলন কি অর্থে সংজ্ঞায়িত হয়েছিল?
- ক. স্নায়ুযুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের সাথে মিত্রতা পরিহার
- খ. নিরপেক্ষ নীতি বাস্তবায়ন
- গ. স্নায়ুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভূক্তি পরিহার
- ঘ. নিরপেক্ষায়িত অবস্থান বজায় রাখা
উত্তরঃ স্নায়ুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভূক্তি পরিহার
কোন দেশটির Organization of Islamic Conference(OIC)-এ পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে?
- ক. চীনের
- খ. বাংলাদেশের
- গ. থাইল্যান্ডের
- ঘ. আলজেরিয়ার
উত্তরঃ থাইল্যান্ডের
মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
- ক. নাইজেরিয়া
- খ. লেবানন
- গ. নাইজার
- ঘ. উগান্ডা
উত্তরঃ উগান্ডা
কোনটি ‘ও আই সি’ এর অঙ্গ সংস্থা নয়?
- ক. সাধারণ সচিবালয়
- খ. আন্তর্জাতিক ইসলামি আদালত
- গ. ইসলামি উন্নয়ন ব্যাংক
- ঘ. ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
উত্তরঃ ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
OIC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?
- ক. মরক্কো
- খ. পাকিস্তান
- গ. সৌদি আরব
- ঘ. ইরান
উত্তরঃ মরক্কো
কোথায় এবং কোন সালে OIC এর সূচনা হয়?
- ক. জেদ্দা ১৯৫৯
- খ. রিয়াদ ১৯৬০
- গ. রাবাত ১৯৬৯
- ঘ. দুবাই ১৯৬১
উত্তরঃ রাবাত ১৯৬৯
- ক. ১৯৬৭ সালে
- খ. ১৯৬৯ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ ১৯৬৯ সালে
- ক. 60
- খ. 55
- গ. 56
- ঘ. 57
উত্তরঃ 57
ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় (Head quarter) বা সচিবালয় কোথায়?
- ক. তেহরান
- খ. জেদ্দা
- গ. কায়রো
- ঘ. রিয়াদ
উত্তরঃ জেদ্দা
- ক. আমেরিকার প্রেসিডেন্ট
- খ. জাতিসংঘের মহাসচিব
- গ. ইংল্যান্ডের রানী
- ঘ. ভারতের প্রধানমন্ত্রী
উত্তরঃ ইংল্যান্ডের রানী
ব্রিটিশ সাম্রাজ্যভূক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ-
- ক. মোজাম্বিক
- খ. পাকিস্তান
- গ. নাইজেরিয়া
- ঘ. কানাডা
উত্তরঃ মোজাম্বিক
কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়-
- ক. সংবিধানের মাধ্যমে
- খ. সনদের মাধ্যমে
- গ. সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে
- ঘ. সর্বসম্মতিক্রমে
উত্তরঃ সর্বসম্মতিক্রমে
সর্বশেষ কোন দেশটি কমনওয়েলথ ত্যাগ করে?
- ক. মায়ানমার
- খ. আয়ারল্যান্ড
- গ. পাকিস্তান
- ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ জিম্বাবুয়ে
- ক. Pakistan
- খ. Nigeria
- গ. South Africa
- ঘ. Zimbabwe
উত্তরঃ Zimbabwe
কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
- ক. মার্লবোরো হাউজ
- খ. হোয়াইট হাউজ
- গ. বাকিংহাম প্রাসাদ
- ঘ. দি চেকার্স
উত্তরঃ মার্লবোরো হাউজ
কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
- ক. স্বল্ব উন্নত দেশসমূহ
- খ. ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
- গ. তেল উৎপাদনকারী দেশসমূহ
- ঘ. এশিয়া ও ইউরোপের দেশসমূহ
উত্তরঃ ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
প্রথম তথ্য সমাজ শীর্ষ সম্মেলন (World Summit on the information Society) কোন শহরে অনুষ্ঠিত হযেছিল?
- ক. নিউইয়র্ক
- খ. ডারবান
- গ. লন্ডন
- ঘ. জেনেভা
উত্তরঃ জেনেভা
'Earth Summit' held at Rio De Janeiro is concerned with:
- ক. Population explosion
- খ. World food problem
- গ. Enviornment
- ঘ. World trade
উত্তরঃ Enviornment
২০০২ সালে দ্বিতীয় ধরিত্র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
- ক. চীনের বেইজিংয়ে
- খ. ভারতের নয়াদিল্লিতে
- গ. দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে
- ঘ. জাপানের হিরোশিমায়
উত্তরঃ দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে
ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
- ক. জেনেভা
- খ. মেক্সিকো সিটি
- গ. নিউইয়র্ক
- ঘ. রিও ডি জেনিরিও
উত্তরঃ রিও ডি জেনিরিও
কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পায়?
- ক. মাতৃমৃত্যুর হার হ্রাস
- খ. শিশুমৃত্যুর হার হ্রাস
- গ. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস
- ঘ. দারিদ্র বিমোচন
উত্তরঃ শিশুমৃত্যুর হার হ্রাস
- ক. মিনিমাম ডেভেলপমেন্ট গোরস
- খ. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস
- গ. মিলিটারি ডিফেন্স গ্রাউন্ড
- ঘ. মিলিটারি ডিলিমিটেশন গ্রুপ
উত্তরঃ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস
জাতিসংঘের ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ অনুযায়ী কত সালের মধ্যে বিশ্বের দারিদ্র অর্ধেক কমিয়ে আনতে হবে?
- ক. ২০১০ সালের মধ্যে
- খ. ২০১৫ সালের মধ্যে
- গ. ২০২০ সালের মধ্যে
- ঘ. ২০৩০ সালের মধ্যে
উত্তরঃ ২০১৫ সালের মধ্যে
জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়?
- ক. ৪টি
- খ. ৬টি
- গ. ৮টি
- ঘ. ১০টি
উত্তরঃ ৮টি
- ক. 2010
- খ. 2015
- গ. 2020
- ঘ. 2025
উত্তরঃ 2015
জাতিসংঘের মিলিনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- ক. ওয়াশিংটন ডিসি
- খ. মেক্সিকো সিটি
- গ. জেনেভা
- ঘ. নিউইয়র্ক
উত্তরঃ নিউইয়র্ক
কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষনাপত্র প্রকাশ করা হয়েছিল?
- ক. ২০০০
- খ. ২০০১
- গ. ২০০২
- ঘ. ২০০৩
উত্তরঃ ২০০০
ইরাক-ইরান যুদ্ধ বিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?
- ক. UNIMOG
- খ. UNGOMAP
- গ. UNFPA
- ঘ. UNIIMOG
উত্তরঃ UNIIMOG
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়-
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৪৯ সালে
- গ. ১৯৫৩ সালে
- ঘ. ১৯৫৬ সালে
উত্তরঃ ১৯৪৮ সালে
জাতিসংঘ সমুদ্র আইন (UN convention on the Law of the sea) কত সালে স্বাক্ষরিত হয়েছিল-
- ক. ১৯৭৯ সালে
- খ. ১৯৮২ সালে
- গ. ১৯৮৩ সালে
- ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ ১৯৮২ সালে
শিশু অধিকার বিষয়ক কনভেনশন (UN convention on the rights of the child) কার্যকরী হয়েছে-
- ক. ১৯৮৯ সাল থেকে
- খ. ১৯৯০ সাল থেকে
- গ. ২০০০ সাল থেকে
- ঘ. ২০০২ সাল থেকে
উত্তরঃ ১৯৯০ সাল থেকে
জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ কোন তারিখে অনুমোদিত হয়েছিল?
- ক. ১৯৭০ সালের ৬ ডিসেম্বর
- খ. ১৯৭৪ সালের ৬ নভেম্বর
- গ. ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর
- ঘ. ১৯৮৪ সালের ৬ নভেম্বর
উত্তরঃ ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর
- ক. ১৯৭৫ সালে
- খ. ১৯৭৬ সালে
- গ. ১৯৭৯ সালে
- ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ ১৯৭৯ সালে
World Development Report প্রস্তুতকারী সংস্থা কোনটি?
- ক. জাতিসংঘ
- খ. বিশ্বব্যাংক
- গ. আইএমএফ
- ঘ. ইউএনডিপি
উত্তরঃ বিশ্বব্যাংক
- ক. Commmercial Bank
- খ. International Association for Finance Company
- গ. Bilateral Trade Organization
- ঘ. Investment Bank for Asia & Pacific
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. Indian film corporation
- খ. International Finance Corporation
- গ. Indian Forest corporation
- ঘ. International Food Company
উত্তরঃ International Finance Corporation
IDA স্বল্পোন্নত দেশগুলিকে কোন জাতীয় ঋণ প্রদান করে থাকে?
- ক. মাইক্রোক্রেডিট
- খ. সফট লোন
- গ. বাণিজ্যিক ঋণ
- ঘ. পণ্য সাহায্য
উত্তরঃ সফট লোন
বিশ্ব ব্যাংক এর কোন অঙ্গ সংগঠনটি 'Soft-loan-window' নামে পরিচিত?
- ক. IRBD
- খ. IDA
- গ. IFC
- ঘ. FDI
উত্তরঃ IDA
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দরিদ্র দেশসমূহকে যা দেয়-
- ক. বাণিজ্যিক ঋণ
- খ. সহজ শর্তে ঋণ
- গ. ক্ষুদ্র ঋণ
- ঘ. শিল্প ঋণ
উত্তরঃ সহজ শর্তে ঋণ
বিশ্ব ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৪৯ সালে
- খ. ১৯৪৬ সালে
- গ. ১৯৮৬ সালে
- ঘ. ১৯৪৪ সালে
উত্তরঃ ১৯৪৪ সালে
- ক. Washington D.C
- খ. New York
- গ. Chicago
- ঘ. Geneva
উত্তরঃ Washington D.C
কোনটি বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভূক্ত নয়?
- ক. International Bank for Reconstruction and Development
- খ. International Finance Corporation
- গ. International Monytary Fund
- ঘ. Multinatilateral Investment Gurantee Agency
উত্তরঃ International Monytary Fund
- ক. European Union
- খ. NAFTA
- গ. ITO
- ঘ. World Bank
উত্তরঃ World Bank
ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম কি?
- ক. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
- খ. ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক
- গ. ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন
- ঘ. ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট
উত্তরঃ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট
- ক. Multinational Bank
- খ. International Financial Institution
- গ. UN Body
- ঘ. National Bank
উত্তরঃ International Financial Institution
IMF(International Monitory Fund) is the result of--
- ক. Hawana Conference
- খ. Genava Conference
- গ. Rome Conference
- ঘ. Brettonwood Conference
উত্তরঃ Brettonwood Conference
SDR যে প্রতিষ্টানে ব্যবহৃত একটি হিসাবের একক-
- ক. এডিবি
- খ. ইউএন
- গ. আইএমএফ
- ঘ. বিশ্বব্যাংক
উত্তরঃ আইএমএফ
Special Drawing Rights (SDR)--
- ক. is an international resource asset which constitute the unit of account of IMF
- খ. Speacial Developement resource with the world bank used to help economic growth of LDC's
- গ. Special Dispensation Rights prescribed by UN to protect the rights of minorities
- ঘ. Special Discount Rates given by a company to major Shareholders
উত্তরঃ is an international resource asset which constitute the unit of account of IMF
যে প্রতিষ্ঠান ঋণ দেয় বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে-
- ক. বিশ্বব্যাংক
- খ. এশিয় উন্নয়ন ব্যাংক
- গ. আই. এফ. সি
- ঘ. আই.এম.এফ
উত্তরঃ আই.এম.এফ
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. কানাডা
উত্তরঃ যুক্তরাজ্য
- ক. Starting factory
- খ. Constructing airport
- গ. Establishing hospitals
- ঘ. Correecting unfavourable Balance of Payment
উত্তরঃ Correecting unfavourable Balance of Payment
Which of the following is the main objective of IMF?
- ক. to lend developing countries
- খ. to promote private sector in underdeveloped countries
- গ. to promote international trade among countries
- ঘ. to assist countries stablize currency values
উত্তরঃ to assist countries stablize currency values
‘ডেইলি ডন’ পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হয়?
- ক. ভারত
- খ. লন্ডন
- গ. পাকিস্তান
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ পাকিস্তান
বিখ্যাত ‘হেরাল্ড ট্রিবিউন’ পত্রিকাটি প্রকাশিত হয়-
- ক. লন্ডন থেকে
- খ. ক্যানবেরা থেকে
- গ. নিউইয়র্ক থেকে
- ঘ. টরেন্টো থেকে
উত্তরঃ নিউইয়র্ক থেকে
- ক. বাণিজ্য সম্প্রসারণ
- খ. অর্থনৈতিক উন্নয়ন
- গ. ঋণ প্রদান
- ঘ. আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা
উত্তরঃ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা
Where is the IMF headquarter located?/আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদর দপ্তর কোথায়?
- ক. London(লন্ডন)
- খ. Geneva(জেনেভা)
- গ. New York (নিউইয়র্ক)
- ঘ. Washington D.C(ওয়াশিংটন ডিসি)
উত্তরঃ Washington D.C(ওয়াশিংটন ডিসি)
- ক. রাস্তা সংক্রান্ত খবর ছাপে এমন জার্নাল
- খ. নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক দৈনিক
- গ. লন্ডনভিত্তিক অর্থনৈতিক গবেষণা পত্রিকা
- ঘ. একটি বিখ্যাত দেয়াল পত্রিকা
উত্তরঃ নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক দৈনিক
বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কোনটি?
- ক. নিউইয়র্ক টাইমস
- খ. টাইমস অব ইন্ডিয়া
- গ. আসাহি শিম্বুন
- ঘ. হেরাল্ড ট্রিবিউন
উত্তরঃ আসাহি শিম্বুন
- ক. Multinational Bank
- খ. International Financial Institution
- গ. National Bank
- ঘ. UN Body
উত্তরঃ International Financial Institution
- ক. ওয়েবসাইট
- খ. ই-মেইল অ্যান্ডেস
- গ. স্যাটেলাইট ক্রীড়া নেটওয়ার্ক
- ঘ. ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন
উত্তরঃ স্যাটেলাইট ক্রীড়া নেটওয়ার্ক
বেট্রন উডস ইনস্টিটিউশন বলা হয়-
- ক. বিশ্বব্যাংক ও আইএমএফ
- খ. ডব্লিউ টি ও
- গ. জাতিসংঘ
- ঘ. এডিবিকে
উত্তরঃ বিশ্বব্যাংক ও আইএমএফ
- ক. AFP-France
- খ. Al-Zazira-Dubai
- গ. RM-Moscow
- ঘ. VOA-America
উত্তরঃ Al-Zazira-Dubai
‘ব্রেটন উড্স ইনস্টিটিউট’ নিম্নের কোন সংস্থাকে বুঝায়?
- ক. আইএমএফ
- খ. বিশ্বব্যাংক
- গ. এডিবি
- ঘ. আইডিবি
উত্তরঃ আইএমএফ
‘আর-হুররা’ নামের আরবি টিভি চ্যানেলের মূল কেন্দ্র কোথায়?
- ক. যুক্তরাষ্ট্রের
- খ. ইসরাইলের
- গ. ফিলিস্তিনের
- ঘ. ইরাকের
উত্তরঃ যুক্তরাষ্ট্রের
আল-জাজিরা স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত?
- ক. কুয়েতে
- খ. ওমানে
- গ. কাতারে
- ঘ. বাহরাইনে
উত্তরঃ কাতারে
Uruguay round is related to:/উরুগুয়ে রাউন্ড কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
- ক. European Union
- খ. World Bank-IMF
- গ. NAFTA
- ঘ. WTO
উত্তরঃ WTO
- ক. সন্ত্রাসী সংগঠন
- খ. জীবাণু অস্ত্র
- গ. টিভি নেটওয়ার্ক
- ঘ. বিরোধপুর্ন ভূখন্ড
উত্তরঃ টিভি নেটওয়ার্ক
When was the World Trade Organization (WTO) established?/বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন সনে গঠিত হয়?
- ক. 1st January, 1992
- খ. 1st January, 1993
- গ. 1st January, 1994
- ঘ. 1st January, 1995
উত্তরঃ 1st January, 1995
- ক. Cable News Network
- খ. Central News Network
- গ. Commercial News Network
- ঘ. Cable Network News
উত্তরঃ Cable News Network
- ক. জার্মানি
- খ. জাপান
- গ. যুক্তরাজ্য
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
The headquarter of WTO is in-/বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সদর দপ্তর কোন শহরে?
- ক. New Work (নিউইয়র্ক)
- খ. Geneva (জেনেভা)
- গ. Vienna (ভিয়েনা)
- ঘ. Washington D.C (ওয়াশিংটন ডি.সি.)
উত্তরঃ Geneva (জেনেভা)
Which organization is replaced by WTOকোন সংস্থার পরিবর্তে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) গঠিত হয়েছে?
- ক. ESCAP
- খ. ADB
- গ. GATT
- ঘ. UNIDO
উত্তরঃ GATT
- ক. রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
- খ. ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স
- গ. ইন্টারনেট
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
- ক. সংবাদ সংস্থা
- খ. পরিবেশ সংস্থা
- গ. গোযেন্দা সংস্থা
- ঘ. মানবাধিকার সংস্থা
উত্তরঃ সংবাদ সংস্থা
ANTARA' is the name of the news agency of-/ ‘আনতারা’ কোন দেশের সংবাদ সংস্থা?
- ক. Iran
- খ. Iraq
- গ. Indonesia
- ঘ. Itali
উত্তরঃ Indonesia
বিশ্ববাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়-
- ক. ১ জানুয়ারি, ১৯৯৩
- খ. ১ জানুয়ারি, ১৯৯৪
- গ. ১ জানুয়ারি, ১৯৯৫
- ঘ. ১ জানুয়ারি, ১৯৯৬
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৫
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর কোথায় অবস্থিত? 'স্থায়ী সালিসি আদালত' কোথায় অবস্থিত?
- ক. দি হেগ
- খ. জেনেভা
- গ. ন্যুরেমবার্গ
- ঘ. টোকিও
উত্তরঃ দি হেগ
Rome Statute ১৯৯৮ দ্বারা কোন আদালতের সৃষ্টি?
- ক. The International Court of Justice
- খ. The International Criminal Court
- গ. The Permanent Court of International Justice
- ঘ. The Permanent Court of Arbitation
উত্তরঃ The International Criminal Court
- ক. ১৯৯৭
- খ. ১৯৯৮
- গ. ১৯৯৯
- ঘ. ২০০১
উত্তরঃ ১৯৯৮
- ক. দক্ষিণ আফ্রিকা
- খ. সৌদি আরব
- গ. স্পেন
- ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ সৌদি আরব
এপি (Associated Press) কোন দেশের সংবাদ সংস্থা?
- ক. ভারত
- খ. রাশিয়া
- গ. যুক্তরাজ্য
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
- ক. ফ্রান্স
- খ. জার্মানি
- গ. ইংল্যান্ড
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ফ্রান্স
বিখ্যাত ‘বুশ হাউজ’ কোন শহরে অবস্থিত?
- ক. লন্ডন
- খ. ওয়াশিংটন ডিসি
- গ. টেক্সাস
- ঘ. এর কোনটিতে নয়
উত্তরঃ লন্ডন
BBC বলতে কোন সংস্থাটিকে বুঝায়?
- ক. ব্রিটিশ ব্রডকাস্টিং কনগ্লোমারেট
- খ. ব্রডকাস্টিং ব্রিটিশ করপোরেশন
- গ. ব্রিটিশ বাংলাদেশ কোম্পানি
- ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ এর কোনোটিই নয়
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা কে?
- ক. পল জুলিয়াস রয়টার
- খ. স্ট্যলোন রয়টার
- গ. আলবার্তো রয়টার
- ঘ. এম রয়টার
উত্তরঃ পল জুলিয়াস রয়টার
The international court of Justics is located in-
- ক. New Work
- খ. London
- গ. Geneva
- ঘ. Hague
উত্তরঃ Hague
আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন-
- ক. ২ বছরের জন্য
- খ. ৫ বছরের জন্য
- গ. ৬ বছরের জন্য
- ঘ. ৩ বছরের জন্য
উত্তরঃ ৩ বছরের জন্য
‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ফ্রান্স
- ঘ. ইতালি
উত্তরঃ যুক্তরাজ্য
- ক. A club একটি ক্লাব
- খ. A TV station একটি টিভি কেন্দ্র
- গ. A news agency সংবাদ সংস্থা
- ঘ. A magazineএকটি পত্রিকা
উত্তরঃ A news agency সংবাদ সংস্থা
আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. জেনেভা
- খ. হেগ
- গ. শিকাগো
- ঘ. ব্রাসেলস
উত্তরঃ ব্রাসেলস
- ক. গোপন সংস্থা
- খ. রাজনৈতিক দল
- গ. খবরের কাগজ
- ঘ. সংবাদ সংস্থা
উত্তরঃ সংবাদ সংস্থা
আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোন দেশে অবস্থিত?
- ক. সুইজারল্যান্ড
- খ. নেদারল্যান্ড
- গ. ইটালিতে
- ঘ. অস্ট্রিয়াতে
উত্তরঃ নেদারল্যান্ড
মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ?
- ক. চীন
- খ. ইন্দোনেশিয়া
- গ. ফিলিপাইন
- ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ফিলিপাইন
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
- ক. কফি আনান
- খ. বুট্রোস ঘালি
- গ. পেরেজ দ্য কুয়েলার
- ঘ. বান কি মুন
উত্তরঃ বান কি মুন
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- ক. উত্তর কোরিয়া
- খ. দক্ষিণ কোরিয়া
- গ. মালয়েশিয়া
- ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ উত্তর কোরিয়া
FARC গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে?
- ক. পেরু
- খ. কলম্বিয়া
- গ. চিলি
- ঘ. কোস্টারিকা
উত্তরঃ কলম্বিয়া
জাতিসংঘের মহাসচিব কুট ওয়াল্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
- ক. নরওয়ে
- খ. সুইডেন
- গ. পেরু
- ঘ. অস্ট্রিয়া
উত্তরঃ অস্ট্রিয়া
১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
- ক. কুর্ট ওয়াল্ডহেইম
- খ. দ্যাগ হ্যামারশোল্ড
- গ. উ থান্ট
- ঘ. বুট্রোস ঘালি
উত্তরঃ উ থান্ট
নিচে উল্লেখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোন জন এশিয়া মহাদেশের অধিবাসী?
- ক. দ্যাগ হ্যামারশোল্ড
- খ. পেরেজ দ্য কুয়েলার
- গ. বুট্রোস ঘালী
- ঘ. উ থান্ট
উত্তরঃ উ থান্ট
লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা-
- ক. শেখ ইয়াসিন
- খ. মুকতাদা আল সদর
- গ. শেখ হাসান নাসরুল্লাহ
- ঘ. মাহমুদ আহমাদিনেজাদ
উত্তরঃ শেখ হাসান নাসরুল্লাহ
- ক. প্যালেস্টাইনের
- খ. ইসরাইলের
- গ. ফিলিপাইনের
- ঘ. হাইতির
উত্তরঃ প্যালেস্টাইনের
জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?
- ক. ভারত
- খ. মায়ানমার
- গ. শ্রীলংকা
- ঘ. ইরান
উত্তরঃ মায়ানমার
- ক. একটি ফলের নাম
- খ. পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
- গ. একজন বিখ্যাত পন্ডিত
- ঘ. একটি দর্শনীয় স্থান
উত্তরঃ পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
- ক. ট্রিগেভেলী
- খ. কুটওয়াল্ডহেইম
- গ. দ্যাগ হ্যামারশোল্ড
- ঘ. উ থান্ট
উত্তরঃ দ্যাগ হ্যামারশোল্ড
দ্যাগ হ্যামারশোল্ড জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি তার নাম কিভাবে লিখতেন?
- ক. Dag Hammarsold
- খ. Dag Hammarjold
- গ. Dag Hammarssold
- ঘ. Dag Hammarskjold
উত্তরঃ Dag Hammarskjold
- ক. পেরুর গেরিরা সংগঠন
- খ. নেপলের গেরিয়া সংগঠন
- গ. নিকারগুয়ার রাজনৈতিক দল
- ঘ. হন্ডুরাসের রাজনৈতিক দল
উত্তরঃ পেরুর গেরিরা সংগঠন
জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভেলি কোন দেশের অধিবাসী?
- ক. সুইডেন
- খ. নরওয়ে
- গ. বেলজিয়াম
- ঘ. অস্ট্রিয়া
উত্তরঃ নরওয়ে
আবু সায়েফ গেরিলা গেষ্ঠী কোন দেশে তৎপর?
- ক. ইরাক
- খ. ফিলিপাইন
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ফিলিপাইন
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
- ক. কুর্ট ওয়াল্ডহেইম
- খ. পেরেজ দ্য কুয়েলার
- গ. ট্রাইগভেলাই
- ঘ. উ থান্ট
উত্তরঃ ট্রাইগভেলাই
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
- ক. সাধারণ পরিষদের
- খ. নিরাপত্তা পরিষদের
- গ. স্থায়ী সদস্যদের
- ঘ. আমেরিকার প্রেসিডেন্টের
উত্তরঃ নিরাপত্তা পরিষদের
- ক. ইরাক
- খ. সিরিয়া
- গ. আফগানিস্তান
- ঘ. সৌদি আরব
উত্তরঃ সৌদি আরব
ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা?
- ক. পিএলও
- খ. আল-জাজিরা
- গ. আল কায়েদা
- ঘ. আল ফাতাহ গ্রুপ
উত্তরঃ আল কায়েদা
- ক. বাংলাদেশের একটা সন্ত্রাসী দল
- খ. ভারতের দস্যুদল
- গ. কানাডার রাজনৈতিক দল
- ঘ. শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল
উত্তরঃ শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল
- ক. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তামিলস
- খ. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা
- গ. ন্যশনাল লিবারেশন ফ্রন্ট অব তেলেগুজ
- ঘ. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব টাইগারস
উত্তরঃ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা
‘ফোর্স সেভেনটিন’ কোন দেশের গেরিলা সংগঠন?
- ক. লেবানন
- খ. সিয়েরালিওন
- গ. ফিলিপাইন
- ঘ. প্যালেস্টাইন
উত্তরঃ প্যালেস্টাইন
‘মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট’ কোন দেশের সাহয্য সংস্থা?
- ক. যুক্তরাজ্য
- খ. মার্কিন যুক্তরাষ্ট্র
- গ. জাপান
- ঘ. কানাডা
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
- ক. অ্যাঞ্জেলা গোমেজ
- খ. হারম্যান মেইনার
- গ. ভেলরি এ টেইলর
- ঘ. ব্যাডেন পাওয়েল
উত্তরঃ হারম্যান মেইনার
- ক. জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
- খ. বন সম্পর্কিত প্রতিষ্ঠান
- গ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
- ঘ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচী
উত্তরঃ বন সম্পর্কিত প্রতিষ্ঠান
- ক. ১৯৭৯ সালে
- খ. ১৯৮৪ সালে
- গ. ১৯৯১ সালে
- ঘ. ২০০১ সালে
উত্তরঃ ১৯৮৪ সালে
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে "Uniting for peace resolution" গৃহীত হয়েছিল--
- ক. সুয়েজ যুদ্ধ
- খ. কোরীয় যুদ্ধ
- গ. পাক ভারত যুদ্ধ- ১৯৬৫
- ঘ. ফকল্যান্ড যুদ্ধ
উত্তরঃ কোরীয় যুদ্ধ
- ক. Washington
- খ. Paris
- গ. New York
- ঘ. Tokyo
উত্তরঃ New York
ইন্টারন্যাশনাল টেলিকমিউইনকেশনস ইউনিয়নের সদর দপক্ষত কোথায়?
- ক. জেনেভা
- খ. রোম
- গ. বার্লিন
- ঘ. ব্যাংকক
উত্তরঃ জেনেভা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ-
- ক. ভারত
- খ. কোরিয়া
- গ. জাপান
- ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ ইন্দোনেশিয়া
World Fish Center এর সদর দপ্তর কোন দেশে?
- ক. জাপান
- খ. মালয়েশিয়া
- গ. আমেরিকা
- ঘ. কেনিয়া
উত্তরঃ মালয়েশিয়া
International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
- ক. জেনেভা
- খ. রোম
- গ. প্যারিস
- ঘ. ভ্যালেটা
উত্তরঃ ভ্যালেটা
Head office of the bank of the south is in-/ব্যাংক অব সাউথ এর প্রধান কার্যালয় কোথায়?
- ক. South Africa
- খ. India
- গ. USA
- ঘ. Venezuela
উত্তরঃ Venezuela
- ক. UNESCO প্যারিস
- খ. WHO জেনেভা
- গ. UNICEF প্যারিস
- ঘ. WTO জেনেভা
উত্তরঃ UNICEF প্যারিস
নিম্নের কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
- ক. জার্মানি
- খ. রাশিয়া
- গ. চীন
- ঘ. ফ্রান্স
উত্তরঃ জার্মানি
- ক. England
- খ. France
- গ. USA
- ঘ. Russia
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. আমি এটা জানি না
- খ. আমি এটা মানি না
- গ. আমি কোনো মতামত দিব না
- ঘ. আমি সমর্থন করি
উত্তরঃ আমি এটা মানি না
- ক. ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না
- খ. ভেটো প্রয়োগকারী সমর্থন করলে সংখ্যাগরিষ্ঠ ভোট বিপক্ষে গেলেও প্রস্তাব পাস হবে
- গ. ভোট প্রয়োগ না করার প্রথা
- ঘ. প্রস্তাব উত্থাপন করার ক্ষমতা
উত্তরঃ ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না
The five permanent members of the security councils of the UNO are:/জাতিসংঘের পাঁচজন স্থায়ী সদস্য-
- ক. USA-UK-Russia-Japan-China
- খ. USA-Russia-China-France-Germany
- গ. USA-UK-Russia-France-India
- ঘ. USA-UK-Russia-France-China
উত্তরঃ USA-UK-Russia-France-China
How many members are there in the UN security council? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা-
- ক. ১০
- খ. ১১
- গ. ১২
- ঘ. ১৫
উত্তরঃ ১৫
কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
- ক. অছি পরিষদ
- খ. সাধারণ পরিষদ
- গ. নিরাপত্তা পরিষদ
- ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তরঃ নিরাপত্তা পরিষদ
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথাম অধিবেশন অনুষ্ঠিত হয়-
- ক. ১৯৪৫ সালে
- খ. ১৯৪৬ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ২০০৪ সালে
উত্তরঃ ১৯৪৬ সালে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
- ক. তিনজন
- খ. চারজন
- গ. পাঁচজন
- ঘ. ছয়জন
উত্তরঃ পাঁচজন
সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়--
- ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
- খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
- গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
- ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবর
উত্তরঃ সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?
- ক. ইউনোস্কো
- খ. অছি পরিষদ
- গ. ইউএনডিপি
- ঘ. নিরাপত্তা পরিষদ
উত্তরঃ ইউএনডিপি
The United Nations University কোন শহরে অবস্থিত?
- ক. লন্ডন
- খ. ব্রাসেলস
- গ. নিউইয়র্ক
- ঘ. টোকিও
উত্তরঃ টোকিও
বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ওয়শিংটন
- খ. নিউইয়র্ক
- গ. জেনেভা
- ঘ. রোম
উত্তরঃ জেনেভা
- ক. রোম
- খ. জেনেভা
- গ. ব্যাংকক
- ঘ. প্যারিস
উত্তরঃ রোম
HEad office of WHO is located in-/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায়--
- ক. Paris(প্যারিস)
- খ. New York (নিউইয়র্ক)
- গ. Geneva (জেনেভা)
- ঘ. None of these
উত্তরঃ Geneva (জেনেভা)
World Intellectual Property Organization(WIPO)-এর সদর দপ্তর কোথায়?
- ক. রোম
- খ. ওয়াশিংটন
- গ. জেনেভা
- ঘ. আসলো
উত্তরঃ জেনেভা
United Nation Conference on Trade and Development(UNCTD)-এর সদর দপ্তর কোথায়?
- ক. হেগে
- খ. জেনেভায়
- গ. নিউইয়র্কে
- ঘ. ক্যানবেরায়
উত্তরঃ জেনেভায়
UNESCO এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?/ Head office of UNESCO is at---
- ক. ক্যানবেরা
- খ. প্যারিস
- গ. মস্কো
- ঘ. জেনেভা
উত্তরঃ প্যারিস
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. জেনেভায়
- খ. ওয়াশিংটনে
- গ. নিউইয়র্কে
- ঘ. প্যারিসে
উত্তরঃ নিউইয়র্কে
‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথয় অবস্থিত?
- ক. টোকিও
- খ. প্যারিস
- গ. নিউইয়র্ক
- ঘ. ভিয়েনা
উত্তরঃ ভিয়েনা
ইন্টার পোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. অস্ট্রিয়া
- খ. ফ্রান্স
- গ. কানাডা
- ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ ফ্রান্স
ইন্টার পোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?/ Where is the head quarter of Interpol?
- ক. লন্ডন
- খ. লিও
- গ. রোম
- ঘ. প্যারিস
উত্তরঃ লিও
- ক. International Police
- খ. International Police Organization
- গ. International Criminal Police
- ঘ. International Police Agency
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. উত্তর গোলার্ধের পরিবেশ সংরক্ষণ
- খ. পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা
- গ. আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণ
- ঘ. আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
উত্তরঃ পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসসি উইং (RAW) যে দেশের গোয়েন্দা সংস্থা-
- ক. ভারত
- খ. কঙ্গো
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. কেনিয়া
উত্তরঃ ভারত
- ক. সিআইএ
- খ. এফবিআই
- গ. স্কটল্যান্ড ইয়ার্ড
- ঘ. কেজিবি
উত্তরঃ স্কটল্যান্ড ইয়ার্ড
- ক. বিষাক্ত দ্রবণ
- খ. চুক্তি
- গ. নিরাপত্তা সংস্থার নাম
- ঘ. গোয়েন্দা সংস্থার নাম
উত্তরঃ গোয়েন্দা সংস্থার নাম
CIA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ওয়শিংটন ডিসি
- খ. নিউইয়র্ক
- গ. ডালাস
- ঘ. ভার্জিনিয়িা
উত্তরঃ ভার্জিনিয়িা
- ক. ১৯৫২ সনে
- খ. ১৯৫৪ সনে
- গ. ১৯৫৬ সনে
- ঘ. ১৯৫৮ সনে
উত্তরঃ ১৯৫৮ সনে
নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
- ক. জার্মানি
- খ. রাশিয়া
- গ. ফ্রান্স
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
- ক. বিশ্বের বিভিন্ন দেশের সময় পর্যবেক্ষণকারী সংস্থা
- খ. পৃথিবীর প্রাচীনতম গাড়ি
- গ. ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
- ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
- খ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
- গ. পানি সম্পদ সংরক্ষণ করা
- ঘ. মানবাধিকার সঙরক্ষণ করা
উত্তরঃ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
গ্রিণপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
- ক. নেদারল্যান্ড
- খ. পোল্যান্ড
- গ. ফিনল্যান্ড
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ নেদারল্যান্ড
- ক. যুদ্ধ জাহাজ
- খ. পরিবেশ আন্দোলন গ্রুপ
- গ. সবুজ বিপ্লবের নাম
- ঘ. বন সৃষ্টিতে নিয়োজিত প্রতিষ্ঠান
উত্তরঃ পরিবেশ আন্দোলন গ্রুপ
- ক. Green Peace(গ্রীন পিস)
- খ. Transparency International (ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল)
- গ. Amnesty International( অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
- ঘ. Interpole(ইন্টারপোল)
উত্তরঃ Transparency International (ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো-
- ক. বার্লিন ভিত্তিক সংস্থা
- খ. প্যারিস ভিত্তিক সংস্থা
- গ. জাতিসংঘ ভিত্তিক সংস্থা
- ঘ. ঢাকা ভিত্তিক সংস্থা
উত্তরঃ বার্লিন ভিত্তিক সংস্থা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. জার্মানি
- ঘ. ইতালি
উত্তরঃ জার্মানি
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
- ক. ১৯৭৭ সালে
- খ. ১৯৭৮ সালে
- গ. ১৯৭৯ সালে
- ঘ. ১৯৮১ সালে
উত্তরঃ ১৯৭৭ সালে
অ্যামনেস্টি ইন্টরন্যাশনালের লক্ষ্য-
- ক. শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া
- খ. দুর্গতদের সহায়তা প্রদান
- গ. শিশুদের সাহায্য দেয়া
- ঘ. মানবাধিকার সংরক্ষণ করা
উত্তরঃ মানবাধিকার সংরক্ষণ করা
What kind of organization is Amnesty International?/ Amnesty International কি ধরনের সংস্থা?
- ক. Economic
- খ. Literature related
- গ. Human Rights
- ঘ. Law related
উত্তরঃ Human Rights
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্টিত হয়?
- ক. ১৯৬১ সালে
- খ. ১৯৫০ সালে
- গ. ১৯৭১ সালে
- ঘ. ১৯১৯ সালে
উত্তরঃ ১৯৬১ সালে
Head office of Amnesty International Situated in-/ অ্যামনেস্টি ইন্টরন্যাশনাল- এর সদর দপ্তর কোথায়?
- ক. Viena
- খ. Luexmberg
- গ. New York
- ঘ. London
উত্তরঃ London
- ক. উড়ন্ত চক্ষু হাসপাতাল
- খ. উড়ন্ত কিডনি হাসপাতাল
- গ. উড়ন্ত হৃদরোগ হাসপাতাল
- ঘ. বোমারু বিমান
উত্তরঃ উড়ন্ত চক্ষু হাসপাতাল
বয়েজ স্কাউটদের সর্ববৃহৎ সম্মেলনকে বলা হয়-
- ক. সিম্পোজিয়াম
- খ. অ্যাসেম্বেলি
- গ. কনভেনশন
- ঘ. জাম্বুরি
উত্তরঃ জাম্বুরি
Rotary International' কবে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯০৩ সালে
- খ. ১৯০৫ সালে
- গ. ১৯০৯ সালে
- ঘ. ১৯১২ সালে
উত্তরঃ ১৯০৫ সালে
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতার নাম কি?
- ক. W. Wilson
- খ. Paul Haris
- গ. Baden Powel
- ঘ. H. Wilson
উত্তরঃ Paul Haris
- ক. ১৮৬৪ সালে
- খ. ১৮৬৮ সালে
- গ. ১৮৬৬ সালে
- ঘ. ১৮৬১ সালে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘আন্তর্জাতিক রেডক্রস’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. প্যারিস
- খ. লন্ডন
- গ. জেনেভা
- ঘ. দি হেগ
উত্তরঃ জেনেভা
- ক. ব্যাডেন পাওয়েল
- খ. পল পি হ্যারিস
- গ. হেনরি ডুরান্ট
- ঘ. আলফ্রেড নোবেল
উত্তরঃ হেনরি ডুরান্ট