তরল ও বায়বীয় পদার্থ

বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে---

  • ক. উভয়টিই একসাথে পড়বে
  • খ. লোহার বলটি আগে পড়বে
  • গ. পালকটি আগে পড়বে
  • ঘ. আদৌ পড়বে না

উত্তরঃ উভয়টিই একসাথে পড়বে

বিস্তারিত

কুপি থেকে সলিতায় তেল আসে-

  • ক. তলীয় টানের জন্য
  • খ. বায়ু চাপের জন্য
  • গ. কৈশিক চাপের জন্য
  • ঘ. স্থিতিস্থাপকতার জন্য

উত্তরঃ কৈশিক চাপের জন্য

বিস্তারিত

নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন?

  • ক. পায়ের চিহ্ন শক্তভাবে পড়ে না বলে
  • খ. পাশের বালুকারাশি সাথে সাথে স্থান পূরণ করে
  • গ. সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে
  • ঘ. পানিতে পদচিহ্ন স্থায়ী হয় না

উত্তরঃ সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে

বিস্তারিত

তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান

  • ক. হ্রাস পায়
  • খ. বৃদ্ধি পায়
  • গ. অপরিবর্তিত থাকে
  • ঘ. হ্রাস পায় আবার বৃদ্ধি পায়

উত্তরঃ হ্রাস পায়

বিস্তারিত

বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ-

  • ক. ফোঁটার কৈশিক টান
  • খ. ফোঁটার তলীয় টান
  • গ. বৃষ্টির ফোঁটার গতিবেগ
  • ঘ. ফোঁটার চতুর্দিকের বাতাসের চাপ

উত্তরঃ ফোঁটার তলীয় টান

বিস্তারিত

পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়-

  • ক. সান্দ্রতা
  • খ. স্থিতিস্থাপকতা
  • গ. প্লবতা
  • ঘ. পৃষ্ঠটান

উত্তরঃ পৃষ্ঠটান

বিস্তারিত

সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ-

  • ক. পানির ঘনত্ব কম বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়
  • খ. পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
  • গ. পানির ঘনত্ব বেশি বলে নিম্নমুখী চাপ বেশি হয়
  • ঘ. পানির ঘনত্ব কম বলে নিম্নমুখী চাপ বেশি হয়

উত্তরঃ পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়

বিস্তারিত

নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?

  • ক. সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
  • খ. সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা কম
  • গ. সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি

বিস্তারিত

কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ-

  • ক. বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি
  • খ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
  • গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
  • ঘ. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

উত্তরঃ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

বিস্তারিত

লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা-

  • ক. হাল্কা
  • খ. ভারি
  • গ. সমান ওজনের
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ ভারি

বিস্তারিত

অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে-

  • ক. প্লিমসল লাইন
  • খ. রেড লাইন
  • গ. এলওসি
  • ঘ. হট লাইন

উত্তরঃ প্লিমসল লাইন

বিস্তারিত

একটি সুই পানিতে ডুবে যায় কিন্তু একটি জাহাজ পানিতে ভেসে থাকে কেন?

  • ক. Needle cap pierce through the surface of water
  • খ. Needle passes through the space among the molecules of water
  • গ. Ship displace water which weights more than its own weight
  • ঘ. Needle has less volume than ship

উত্তরঃ Ship displace water which weights more than its own weight

বিস্তারিত

জাহাজ পানিতে ভাসিবার কারন যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে তা হলো

  • ক. গ্যালিরওর সূত্র
  • খ. নিউটনের সূত্র
  • গ. আর্কিমিডিসের সূত্র
  • ঘ. মার্কিনির সূত্র

উত্তরঃ আর্কিমিডিসের সূত্র

বিস্তারিত

অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?

  • ক. বস্তু ভাসবে
  • খ. নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে
  • গ. বস্তু ডুবে যাবে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বস্তু ডুবে যাবে

বিস্তারিত

কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের চেয়ে

  • ক. বেশি
  • খ. সমান
  • গ. কম
  • ঘ. দ্বিগুণ

উত্তরঃ বেশি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects