বাংলাদেশ বিষয়াবলি
276. বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী বহ্মপুত্র - যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
- ক. গোয়ালন্দ
- খ. বাহাদুরাবাদ
- গ. ভৈরববাজার
- ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ গোয়ালন্দ
277. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় -
- ক. সদরঘাটে
- খ. চাঁদনীঘাটে
- গ. পোস্তগোলায়
- ঘ. শ্যামবাজারে
উত্তরঃ চাঁদনীঘাটে
278. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত -
- ক. চকবাজার
- খ. সদরঘাট
- গ. লালবাগ
- ঘ. ইসলামপুর
উত্তরঃ চকবাজার
279. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -
- ক. রাজ কাঁকড়া
- খ. গণ্ডার
- গ. পিপীলিকাভুক্ত ম্যানিস
- ঘ. স্লো লোরিস
উত্তরঃ রাজ কাঁকড়া
280. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম -
- ক. তেঁতুলিয়া
- খ. পঞ্চগড়
- গ. বাংলাবান্ধা
- ঘ. নকশালবাড়ী
উত্তরঃ বাংলাবান্ধা
281. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম -
- ক. রাজা ত্রিদিব রায়
- খ. রাজা ত্রিভুবন চাকমা
- গ. জুম্মা খান
- ঘ. জান বকস খাঁ
উত্তরঃ জান বকস খাঁ
282. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতদানকারী দ্বিতীয় দেশের নাম -
- ক. ভারত
- খ. রাশিয়া
- গ. ভুটান
- ঘ. নেপাল
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
283. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্রসৈকত -
- ক. নোয়াখালীর ছাগলানাইয়া
- খ. চট্রগ্রামের বাঁশখালী
- গ. খুলনার মংলা
- ঘ. পটুয়াখালীর কুয়াকাটা
উত্তরঃ পটুয়াখালীর কুয়াকাটা
285. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -
- ক. পরীবিবি
- খ. ইরান দুখত
- গ. জাহানারা
- ঘ. মরিয়ম
উত্তরঃ ইরান দুখত
286. ১৯৯৪ সালের ১লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে -
- ক. বৃহস্পতিবার
- খ. শুক্রবার
- গ. রবিবার
- ঘ. শনিবার
উত্তরঃ শুক্রবার
287. ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের -
- ক. ৩১ জানুয়ারি
- খ. ৩০ মার্চ
- গ. ৩০ এপ্রিল
- ঘ. ৩১ মে
উত্তরঃ ৩১ মে
288. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
- ক. সিলেটেনর মালনীছড়ায়
- খ. সিলেটের তামাবিলে
- গ. পার্বত্য চট্রগামের খাগড়াছড়িতে
- ঘ. সিলেটের জাফনায়
উত্তরঃ সিলেটেনর মালনীছড়ায়
289. ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্কর এর নাম -
- ক. নভেরা আহমেদ
- খ. হামিদুজ্জামান খান
- গ. আব্দুল্লাহ খালেদ
- ঘ. সুলতানুল ইসলাম
উত্তরঃ হামিদুজ্জামান খান
- ক. ১০
- খ. ১১
- গ. ১২
- ঘ. ১৩
উত্তরঃ ১২
291. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. কামরুল হাসান
- গ. হাশেম খান‘
- ঘ. হামিদুর রহমান
উত্তরঃ কামরুল হাসান
292. “সব কটি জানালা খুলে দাও না” - এর গীতিকার কে?
- ক. মরহুম আলতাফ মাহমুদ
- খ. মরহুম নজরুল ইসলাম বাবু
- গ. ড. মনিরুজ্জামান
- ঘ. মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু
293. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
- ক. অ্যামোনিয়া
- খ. সুপার ফসফেট
- গ. টিএসপি
- ঘ. ইউরিয়া
উত্তরঃ ইউরিয়া
294. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
- ক. ইংরেজরা
- খ. ফরাসিরা
- গ. ওলন্দাজরা
- ঘ. পর্তুগিজরা
উত্তরঃ পর্তুগিজরা
295. জাতিসংঘের জনসংখ্যাসংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান?
- ক. সপ্তম
- খ. অষ্টম
- গ. নবম
- ঘ. দশম
উত্তরঃ নবম
297. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত -
- ক. নেপাল ও ভুটান
- খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
- গ. পশ্চিমবঙ্গ ও কোচবিহার
- ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম
উত্তরঃ পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
- ক. ৩৮৭ জন
- খ. ৩৭৫ জন
- গ. ৩৫৭ জন
- ঘ. ৩৭৮ জন
উত্তরঃ ৩৭৫ জন
299. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু -
- ক. ভৈরব সেতু
- খ. হাডিঞ্জ সেতু
- গ. ব্রহ্মপুত্র সেতু
- ঘ. তিস্তা
উত্তরঃ হাডিঞ্জ সেতু
300. বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত?
- ক. ১,৮২৪ কোটি টাকা
- খ. ১,৮৪২ কোটি টাকা
- গ. ১,৮৭৬ কোটি টাকা
- ঘ. ১,৮৬৭ কোটি টাকাকোটি টাকা
উত্তরঃ ১,৮৭৬ কোটি টাকা
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..