বাংলাদেশ বিষয়াবলি
352. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
- ক. সিপাহি
- খ. ল্যান্স নায়েক
- গ. লেফটেন্যান্ট
- ঘ. ক্যাপ্টেন
উত্তরঃ সিপাহি
353. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
- ক. ১৪ই ডিসেম্বর
- খ. ১২ই ডিসেম্বর
- গ. ১৩ই ডিসেম্বর
- ঘ. ১৫ই ডিসেম্বর
উত্তরঃ ১৪ই ডিসেম্বর
354. ব্রহ্মপ্রত্র নদ হিমালয়ের কোন শৃ্ঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
- ক. বরাইল
- খ. কৈলাশ
- গ. কাঞ্চনজঙ্ঘা
- ঘ. কোনটি নয়
উত্তরঃ কৈলাশ
355. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
- ক. ১৬ই ফেব্রুয়ারি
- খ. ২৭শে ফেব্রুয়ারি
- গ. ২রা মার্চ
- ঘ. ৪ঠা মার্চ
উত্তরঃ ২৭শে ফেব্রুয়ারি
356. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
- ক. লুসাই
- খ. গারো
- গ. কিওক্রাডং
- ঘ. জয়ন্তিয়া
উত্তরঃ কিওক্রাডং
357. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
- ক. শীতলক্ষ্যা
- খ. বুড়িগঙ্গা
- গ. মেঘনা
- ঘ. তুরাগ
উত্তরঃ বুড়িগঙ্গা
358. বাংলাদেশে চিকিৎসক (ডিগ্রীপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?
- ক. প্রায় ৪৭৯৭
- খ. প্রায় ৪৫৭২
- গ. প্রায় ৯৭৯১
- ঘ. প্রায় ৮২১২
উত্তরঃ প্রায় ৪৫৭২
- ক. রাজশাহী জেলায়
- খ. রাজশাহী ও নওগাঁ জেলায়
- গ. পাবনা ও নাটোর জেলায়
- ঘ. নাটোর ও নওগাঁ জেলায়
উত্তরঃ পাবনা ও নাটোর জেলায়
360. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত>
- ক. ২৪.৭ কিলোমিটার
- খ. ২১.০ কিলোমিটার
- গ. ১৯.৩ কিলোমিটার
- ঘ. ১৬.৫ কিলোমিটার
উত্তরঃ ১৬.৫ কিলোমিটার
361. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- ক. কুড়িগ্রাম
- খ. নীলফামারী
- গ. ঠাকুরগাঁ
- ঘ. লালমনিরহাট
উত্তরঃ লালমনিরহাট
362. ১৯৯১ সালের Business International -এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (living cost) সবচেয়ে বেশি -
- ক. টোকিওতে
- খ. নিউইয়র্ক
- গ. তেহরানে
- ঘ. আবিতজানে
উত্তরঃ টোকিওতে
363. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় -
- ক. ১৪ কোটি পাউন্ড
- খ. ১৩ কোটি পাউন্ড
- গ. ১০ ১/২ কোটি পাউন্ড
- ঘ. ৯ ১/২ কোটি পাউন্ড
উত্তরঃ ৯ ১/২ কোটি পাউন্ড
364. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগর ট্রেনটির নাম -
- ক. এগার সিন্দু এক্সপ্রেস
- খ. পারাবত এক্সপ্রেস
- গ. উপকূল এক্সপ্রেস
- ঘ. সৈকত এক্সপ্রেস
উত্তরঃ উপকূল এক্সপ্রেস
365. বিখ্যাত সাধখ শাহ্ সুলতান বলখির মাজার অবস্থিত -
- ক. মহাস্থানে
- খ. শাহ্জাদপুরে
- গ. নেত্রকোনায়
- ঘ. রামপালে
উত্তরঃ মহাস্থানে
367. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব -
- ক. নেপালে জলাধার নির্মাণ
- খ. গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
- গ. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
- ঘ. গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি
উত্তরঃ নেপালে জলাধার নির্মাণ
368. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -
- ক. দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
- খ. দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
- গ. বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা
- ঘ. দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
উত্তরঃ দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
369. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
- ক. ২রা মার্চ
- খ. ২৩ শে মার্চ
- গ. ১০ই মার্চ
- ঘ. ২৫শে মার্চ
উত্তরঃ ২রা মার্চ
370. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
- ক. পার্বত্য চট্রগ্রাম
- খ. সিলেট
- গ. রাজশাহী
- ঘ. রংপুর
উত্তরঃ রাজশাহী
371. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
- ক. ফখরুদ্দিন মোবারক শাহ্
- খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
- গ. আকবর
- ঘ. ঈসা খান
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ্
372. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে -
- ক. জামলগঞ্জে
- খ. জকিগঞ্জে
- গ. বিজয়পুরে
- ঘ. রানীগঞ্জে
উত্তরঃ জামলগঞ্জে
373. মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল -
- ক. মহাস্থানগড়ে
- খ. কর্ণসুবর্ণ
- গ. পুণ্ড্রনগর
- ঘ. রামাবতী
উত্তরঃ পুণ্ড্রনগর
374. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -
- ক. শায়েস্তা খান
- খ. নবাব সলিমুল্লাহ
- গ. মির্জা আহমেদ খান
- ঘ. নওয়াব আবদুল গণি
উত্তরঃ মির্জা আহমেদ খান
375. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে -
- ক. রাণীগঞ্জে
- খ. বিজয়পুরে
- গ. টেকেরহাটে
- ঘ. বাগালীবাজারে
উত্তরঃ বিজয়পুরে
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..