বাংলাদেশ বিষয়াবলি
376. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?
- ক. ২ কোটি একর
- খ. ২ কোটি ৫০ লক্ষ একর
- গ. ২ কোটি ৪০ লক্ষ একর
- ঘ. ২ কোটি ২৫ লক্ষ একর
উত্তরঃ ২ কোটি ৪০ লক্ষ একর
378. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
- ক. রংপুর
- খ. ফরিদপুর
- গ. রাজশাহী
- ঘ. যশোর
উত্তরঃ যশোর
379. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য -
- ক. ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
- খ. বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
- গ. ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
- ঘ. দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা
উত্তরঃ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা
380. বাসস একটি -
- ক. খবরের কাগজের নাম
- খ. একটি প্রেসক্লাবের নাম
- গ. একটি সংবাদ সংস্থার নাম
- ঘ. একটি বিদেশি কোম্পানির নাম
উত্তরঃ একটি সংবাদ সংস্থার নাম
381. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -
- ক. ২৬শে মার্চ
- খ. ২১শে ফেব্রুয়ারি
- গ. ১৬ই ডিসেম্বর
- ঘ. ১৪ই ডিসেম্বর
উত্তরঃ ১৪ই ডিসেম্বর
382. সর্বপ্রথম যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো -
- ক. ইরি-৮
- খ. ইরি-১
- গ. ইরি-২০
- ঘ. ইরি-৩
উত্তরঃ ইরি-৮
383. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
- ক. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
- খ. পার্বত্য চট্রগ্রামের বনভূমি
- গ. সিলেটের বনভূমি
- ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বনভূমি
385. মিশুকের স্থপতি কে?
- ক. মুস্তফা মনোয়ার
- খ. শামীম সিকদার
- গ. হামিদুজ্জামান খান
- ঘ. মইনুল হোসেন
উত্তরঃ হামিদুজ্জামান খান
387. বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়?
- ক. রংপুর
- খ. ময়মনসিংহ
- গ. ফরিদপুর
- ঘ. টাঙ্গাইল
উত্তরঃ রংপুর
388. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
- ক. ২২৫ নটিক্যাল মাইল
- খ. ২০০ নটিক্যাল মাইল
- গ. ২৫০ নটিক্যাল মাইল
- ঘ. ১০ নটিক্যাল মাইল
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
390. বিকেএসপি হলো -
- ক. একটি কিশোর ফুটবল টিমের নাম
- খ. একটি সংবাদ সংস্থার নাম
- গ. একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
- ঘ. একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
উত্তরঃ একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
391. মা ও মণি হলো -
- ক. একটি উপন্যাসের নাম
- খ. একটি গরিব মা ও মেয়ের গল্পকাহিনী
- গ. একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
- ঘ. একটি প্রসাধন শিল্পের নাম
উত্তরঃ একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
392. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম -
- ক. মালদ্বীপ
- খ. হাতিয়া
- গ. বরিশাল
- ঘ. সন্দ্বীপ
উত্তরঃ বরিশাল
393. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
- ক. ১৭ই এপ্রিল ১৯৭১
- খ. ২৬শে মার্চ ১৯৭১
- গ. ১১ এপ্রিল ১৯৭১
- ঘ. ১০ই জানুয়ারি ১৯৭১
উত্তরঃ ১৭ই এপ্রিল ১৯৭১
394. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়?
- ক. মহাস্থানগড়ে
- খ. শাহজাদপুরে
- গ. নেত্রকোনায়
- ঘ. রামপালে
উত্তরঃ মহাস্থানগড়ে
395. পাখি ছাড়া ‘বলাকা’ ও দোয়েল’ নামে পরিচিত হচ্ছে -
- ক. দুইটি উন্নত জাতের গমশস্য
- খ. দুইটি উন্নত জাতের ধানশস্য
- গ. দুইটি উন্নত জাতের ভুট্টাশস্য
- ঘ. দুইটি উন্নত জাতের ইক্ষু
উত্তরঃ দুইটি উন্নত জাতের গমশস্য
396. পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল?
- ক. সোমপুর বিহার
- খ. ধর্মপাল বিহার
- গ. জগদ্দল বিহার
- ঘ. শ্রী বিহার
উত্তরঃ সোমপুর বিহার
397. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল -
- ক. লক্ষ্মণ সেন
- খ. ইলিয়াস শাহ
- গ. আকবর
- ঘ. বিজয় সেন
উত্তরঃ আকবর
398. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে -
- ক. বিজয়পুরে
- খ. রাণীগঞ্জে
- গ. টেকেরহাটে
- ঘ. বিয়ানীবাজারে
উত্তরঃ বিজয়পুরে
399. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -
- ক. শায়েস্তা খান
- খ. নওয়াব সলিমুল্লাহ
- গ. মির্জা আহমেদ খান
- ঘ. মির্জা গোলাম পীর
উত্তরঃ মির্জা আহমেদ খান
400. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
- ক. ১৮৮৭ সালে
- খ. ১৯০২ সালে
- গ. ১৯২১ সালে
- ঘ. ১৯০৫ সালে
উত্তরঃ ১৯২১ সালে
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..