বাংলাদেশ বিষয়াবলি
326. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. কামরুল হাসান
- খ. জয়নুল আবেদিন
- গ. হাশেম খান
- ঘ. হামিদুর রহমান
উত্তরঃ কামরুল হাসান
327. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
- ক. ২৬ মার্চ, ১৯৭১
- খ. ১০ এপ্রিল, ১৯৭১
- গ. ৬ সেপ্টেম্বর, ১৯৭১
- ঘ. ১০ নভেম্বর, ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
328. বাংলাদেশের সংবিধান সর্বপ্রখস কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
- ক. ১২ অক্টোবর, ১৯৭২
- খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
- গ. ২৬ মার্চ, ১৯৭৩
- ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩
উত্তরঃ ১২ অক্টোবর, ১৯৭২
329. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জম্ম দিয়েছিল?
- ক. এক রাজনৈতিক মতবাদের
- খ. এক সাংস্কৃতিক আন্দোলনের
- গ. এক নতুন জাতীয় চেতনার
- ঘ. এক নতুন সমাজব্যবস্থার
উত্তরঃ এক নতুন জাতীয় চেতনার
330. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
- ক. টিএসপি
- খ. ইউরিয়া
- গ. পটাশ
- ঘ. এমোনিয়া সালফেট
উত্তরঃ ইউরিয়া
331. বাংলাদেশে মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
- ক. ১৮
- খ. ২০
- গ. ২৩
- ঘ. ২৫
উত্তরঃ ২৩
332. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
- ক. নারায়ণগঞ্জ
- খ. কক্সবাজার
- গ. চট্রগ্রাম
- ঘ. খুলনা
উত্তরঃ খুলনা
333. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
- ক. মহানন্দা
- খ. ভৈরব
- গ. কুমার
- ঘ. বড়াল
উত্তরঃ মহানন্দা
334. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
- ক. বাংলা ১০৭৬ সনে
- খ. বাংলা ১১৭৬ সনে
- গ. বাংলা ১৩৭৬ সনে
- ঘ. বাংলা ১৮৭৬ সনে
উত্তরঃ বাংলা ১১৭৬ সনে
335. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
- ক. সিপাহি
- খ. ল্যান্স নায়েক
- গ. হাবিলদার
- ঘ. ক্যাপ্টেন
উত্তরঃ সিপাহি
337. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
- ক. পঞ্চগড়
- খ. ঠাকুরগাঁও
- গ. দিনাজপুর
- ঘ. লালমনিরহাট
উত্তরঃ পঞ্চগড়
338. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষণা?
- ক. তিতুমীর
- খ. ফকির মজনু শাহ
- গ. দুদু মিয়া
- ঘ. হাজী শরীয়তুল্লাহ
উত্তরঃ হাজী শরীয়তুল্লাহ
339. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- ক. কুড়িগ্রাম
- খ. নীলফামারী
- গ. পঞ্চগড়
- ঘ. লালমনিরহাট
উত্তরঃ লালমনিরহাট
340. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
- ক. বলেশ্বর
- খ. হাড়িয়াভাঙা
- গ. রূপসা
- ঘ. ভৈরব
উত্তরঃ হাড়িয়াভাঙা
341. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- ক. হামিদুর রহমান
- খ. তানভির কবির
- গ. মাইনুল হোসেন
- ঘ. মাযহারুল ইসলাম
উত্তরঃ মাইনুল হোসেন
342. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. ময়নামতি
- গ. রাজশাহী
- ঘ. সোনারগাঁ
উত্তরঃ সোনারগাঁ
343. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
- ক. অস্ট্রেলিয়া
- খ. কানাডা
- গ. সাইপ্রাস
- ঘ. মরিশাস
উত্তরঃ অস্ট্রেলিয়া
344. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
- ক. ময়নামতি
- খ. বিক্রমপুর
- গ. মহাস্থানগড়
- ঘ. পাহাড়পুর
উত্তরঃ মহাস্থানগড়
345. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. নুরুল আমীন
- খ. লিয়াকত আলী খান
- গ. মোহাম্মদ আলী
- ঘ. খাজা নাজিমুদ্দীন
উত্তরঃ খাজা নাজিমুদ্দীন
346. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
- ক. ১৯৫০ সালে
- খ. ১৯৪৮ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ১৯৫৪ সালে
উত্তরঃ ১৯৫০ সালে
347. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- ক. কুষ্টিয়া
- খ. বগুড়া
- গ. কুমিল্লা
- ঘ. চাঁপাইনবাবগঞ্জ
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
348. আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?
- ক. ১৯৬৫ সালে
- খ. ১৯৬৬ সালে
- গ. ১৯৬৭ সালে
- ঘ. ১৯৬৮ সালে
উত্তরঃ ১৯৬৬ সালে
349. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
- ক. ১৯৫২ সালে
- খ. ১৯৫৩ সালে
- গ. ১৯৫৪ সালে
- ঘ. ১৯৫৫ সালে
উত্তরঃ ১৯৫৩ সালে
350. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
- ক. আবদুল লতিফ
- খ. আবদুল আহাদ
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. মাহমুদুন্নবী
উত্তরঃ আলতাফ মাহমুদ
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..