বাংলাদেশ বিষয়াবলি
401. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. চট্রগ্রামে
- খ. বগুড়ায়
- গ. সোনারগাঁয়ে
- ঘ. রাঙ্গামাটিতে
উত্তরঃ সোনারগাঁয়ে
402. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
- ক. ১৭০০ সালে
- খ. ১৭৬২ সালে
- গ. ১৭৬৫ সালে
- ঘ. ১৭৯৩ সালে
উত্তরঃ ১৭৯৩ সালে
403. কোন মোগল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নতাবাদ’?
- ক. বাবর
- খ. হুমায়ন
- গ. আকবর
- ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ হুমায়ন
404. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর -
- ক. ড. রমেশচন্দ্র মজুমদার
- খ. ড. মাহমুদ হাসান
- গ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
- ঘ. স্যার এ এফ রহমান
উত্তরঃ স্যার এ এফ রহমান
405. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
- ক. শামীম শিকদার
- খ. সৈয়দ আব্দুল্লাহ খালেদ
- গ. হামিদুজ্জামান খান
- ঘ. আব্দুস সুলতান
উত্তরঃ হামিদুজ্জামান খান
406. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
- ক. ১২০৬ খৃঃ
- খ. ১৩১০ খৃঃ
- গ. ১৫২৬ খৃঃ
- ঘ. ১৬১০ খৃঃ
উত্তরঃ ১৬১০ খৃঃ
407. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম -
- ক. নিঝুম দ্বীপ
- খ. সেন্টমার্টিন দ্বীপ
- গ. দক্ষিণ তালপট্টি
- ঘ. কুতুবদিয়া দ্বীপ
উত্তরঃ দক্ষিণ তালপট্টি
408. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা -
- ক. রাজশাহী
- খ. দিনাজপুর
- গ. খুলনা
- ঘ. চট্রগ্রাম
উত্তরঃ চট্রগ্রাম
409. নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
- ক. আকবর
- খ. বাবর
- গ. শাহজাহান
- ঘ. হুমায়ন
উত্তরঃ বাবর
410. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালে -
- ক. ফেব্রুয়ারিতে
- খ. মে মাসে
- গ. জুলাই মাসে
- ঘ. আগষ্টে
উত্তরঃ ফেব্রুয়ারিতে
411. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
- ক. ক্যাপ্টেন এম মনসুর আলী
- খ. তাজউদ্দিন আহমেদ
- গ. এ.এইচ. এম কামরুজ্জামান
- ঘ. খন্দকার মোস্তাক আহমেদ
উত্তরঃ এ.এইচ. এম কামরুজ্জামান
412. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
- ক. দ্বি-জাতি তত্ত্ব
- খ. সামাজিক চেতনা
- গ. অসাম্প্রদায়িকতা
- ঘ. বাঙ্গালী জাতীয়তাবাদ
উত্তরঃ বাঙ্গালী জাতীয়তাবাদ
413. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না -
- ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
- খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানি
- ঘ. নবাব স্যার সলিমুল্লাহ
উত্তরঃ নবাব স্যার সলিমুল্লাহ
415. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক -
- ক. রাঙ্গামাটি জেলায়
- খ. খাগড়াছড়ি জেলায়
- গ. বান্দরবান জেলায়
- ঘ. সিলেট জেলায়
উত্তরঃ রাঙ্গামাটি জেলায়
416. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় -
- ক. ১৯৭৯ সালে
- খ. ১৯৭২ সালে
- গ. ১৯৭৩ সালে
- ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ১৯৭৪ সালে
417. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান -
- ক. নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
- খ. অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
- গ. ক্রমহ্রাসমান
- ঘ. অপরিবর্তিত থাকছে
উত্তরঃ ক্রমহ্রাসমান
418. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক
- ক. বাংলাদেশ কৃষি ব্যাংক
- খ. সোনালী ব্যাংক
- গ. অগ্রণী ব্যাংক
- ঘ. রূপালী ব্যাংক
উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক
419. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
- ক. ধারা ২৬
- খ. ধারা ২৭
- গ. ধারা ২৮
- ঘ. ধারা২৯
উত্তরঃ ধারা ২৭
420. বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জম্মে)
- ক. ২৫
- খ. ২৭
- গ. ২৯
- ঘ. ৩১
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ৭.০০%
- খ. ৭.১২%
- গ. ৭.৩০%
- ঘ. ৭.৪০%
উত্তরঃ ৭.৪০%
422. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল -
- ক. ৫.৯২%
- খ. ৬.০%
- গ. ৬.৪১%
- ঘ. ৬.৪৩%
উত্তরঃ ৫.৯২%
423. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় -
- ক. ফার্নেস অয়েল
- খ. কয়লা
- গ. প্রাকৃতিক গ্যাস
- ঘ. ডিজেল
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
424. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল -
- ক. ৩বছর
- খ. ৪ বছর
- গ. ৫ বছর
- ঘ. ৬ বছর
উত্তরঃ ৫ বছর
425. দেশের কোন এলাকাতেই ভোটার হয়নি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে -
- ক. নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- খ. আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- গ. সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- ঘ. কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না
উত্তরঃ কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..