বাংলাদেশ বিষয়াবলি

426. কোনটি স্থানীয় সরকার নয়?

  • ক. পৌরসভা
  • খ. পল্লী বিদ্যুৎ
  • গ. সিটি কর্পোরেশন
  • ঘ. উপজেলা পরিষদ

উত্তরঃ পল্লী বিদ্যুৎ

বিস্তারিত

427. আইন প্রণয়নের ক্ষমতা --

  • ক. আইন মন্ত্রণালেয়ের
  • খ. রাষ্ট্রপতির
  • গ. স্পীকারের
  • ঘ. জাতীয় সংসদের

উত্তরঃ জাতীয় সংসদের

বিস্তারিত

430. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন?

  • ক. মুশফিক
  • খ. তামিম
  • গ. সাব্বির
  • ঘ. লিটন দাস

উত্তরঃ মুশফিক

বিস্তারিত

431. নীচের কোনটি নাগরিকের দায়িত্ব?

  • ক. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
  • খ. শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
  • গ. দক্ষ জনশক্তি তৈরি করা
  • ঘ. রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া

উত্তরঃ রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা

বিস্তারিত

434. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

  • ক. বিকন অন্বেষা
  • খ. ব্র্যাক অন্বেষা
  • গ. নোয়া ১৮
  • ঘ. নোয়া ১৯

উত্তরঃ ব্র্যাক অন্বেষা

বিস্তারিত

435. বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?

  • ক. Permanent Court of Justice
  • খ. International Tribunal for the Law of the Sea
  • গ. International Court of Justice
  • ঘ. Permanent Court of Arbitration

উত্তরঃ International Tribunal for the Law of the Sea

বিস্তারিত

436. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে -

  • ক. ভারত থেকে
  • খ. চীন থেকে
  • গ. জাপান থেকে
  • ঘ. সিঙ্গাপুর থেকে

উত্তরঃ চীন থেকে

বিস্তারিত

437. বাংলাদেশের এফ.সি. ডি আই প্রকল্পের উদ্দেশ্যঃ

  • ক. বন্যা নিয়ন্ত্রণ
  • খ. পানি নিষ্কাশন
  • গ. পানি সেচ
  • ঘ. উপরের তিনটি (ক, খ, গ)

উত্তরঃ উপরের তিনটি (ক, খ, গ)

বিস্তারিত

438. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

  • ক. ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
  • খ. ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
  • গ. উপক্রান্তীয় জলবায়ু
  • ঘ. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু

উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

বিস্তারিত

439. নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে -

  • ক. চাঁদপুর
  • খ. ফিরোজপুর
  • গ. মাদারীপুর
  • ঘ. গাজীপুর

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

440. নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?

  • ক. রামসাগর
  • খ. বগা লেইক (Lake)
  • গ. টাঙ্গুয়ার হাওড়
  • ঘ. কাপ্তাই হ্রদ

উত্তরঃ টাঙ্গুয়ার হাওড়

বিস্তারিত

441. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন -

  • ক. লর্ড রিপন
  • খ. লর্ড কার্জন
  • গ. লর্ডমিন্টো
  • ঘ. লর্ড হার্ডিঞ্জ

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

443. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?

  • ক. বিল অব রাইটস
  • খ. ম্যাগনাকার্টা
  • গ. পিটিশন অব রাইটস
  • ঘ. মুখ্য আইন

উত্তরঃ ম্যাগনাকার্টা

বিস্তারিত

444. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

  • ক. নবাব সিরাজদ্দৌলা
  • খ. মুর্শিদকুলী খান
  • গ. ইলিয়াস শাহ
  • ঘ. আলাউদ্দিন হুসেন শাহ

উত্তরঃ মুর্শিদকুলী খান

বিস্তারিত

445. আলুর একটি জাত -

  • ক. ডায়মন্ড
  • খ. রূপালী
  • গ. ড্রামহেড
  • ঘ. ব্রিশাইল

উত্তরঃ ডায়মন্ড

বিস্তারিত

446. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় -

  • ক. আউশ ধান
  • খ. আমর ধান
  • গ. বোরো ধান
  • ঘ. ইরি ধান

উত্তরঃ বোরো ধান

বিস্তারিত

448. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী-পুরুষের অনুপাত -

  • ক. ১০০:১০৬
  • খ. ১০০:১০০.৬
  • গ. ১০০:১০০.৩
  • ঘ. ১০০:১০০

উত্তরঃ ১০০:১০০.৩

বিস্তারিত

449. সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু -

  • ক. ৬৫.৪ বছর
  • খ. ৬৭.৫ বছর
  • গ. ৭০.৮ বছর
  • ঘ. ৭৩.৭ বছর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

450. যে জেলায় হাজংদের বসবাস নেই -

  • ক. শেরপুর
  • খ. ময়মনসিংহ
  • গ. সিলেট
  • ঘ. নেত্রকোনা

উত্তরঃ সিলেট

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects