বাংলাদেশ বিষয়াবলি
501. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
- ক. অর্থমন্ত্রী
- খ. প্রধানমন্ত্রী
- গ. পরিকল্পনা মন্ত্রী
- ঘ. স্পীকার
উত্তরঃ প্রধানমন্ত্রী
502. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
- ক. যুদ্ধপরাধীদের বিচার
- খ. সমুদ্রসীমা বিজয়
- গ. বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- ঘ. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
উত্তরঃ সমুদ্রসীমা বিজয়
503. নিম্নলিখিত কোনটি International Mother Earth Day?
- ক. ১৮ এপ্রিল
- খ. ২০ এপ্রিল
- গ. ২২ এপ্রিল
- ঘ. ২৪ এপ্রিল
উত্তরঃ ২২ এপ্রিল
504. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
- ক. ৫১৩৮ কি.মি
- খ. ৪৩৭১ কি.মি
- গ. ৪১৫৬ কি.মি
- ঘ. ৩৯৭৮ কি.মি
উত্তরঃ ৪১৫৬ কি.মি
505. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
- ক. ১১.২ কি.মি
- খ. ১২.২ কি.মি
- গ. ১১.৮ কি.মি
- ঘ. ১২.৮ কি.মি
উত্তরঃ ১১.৮ কি.মি
507. ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. ঢাকায়
- খ. খুলনায়
- গ. নারায়নগঞ্জ
- ঘ. চাঁদপুরে
উত্তরঃ চাঁদপুরে
508. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
- ক. যমুনা নদীতে
- খ. বঙ্গোপসাগরে
- গ. মেঘনার মোহনায়
- ঘ. সন্দ্বীপ চেনেল
উত্তরঃ বঙ্গোপসাগরে
509. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়?
- ক. পঞ্চশ দশক
- খ. সত্তর দশক
- গ. ষাট দশক
- ঘ. আশির দশক
উত্তরঃ আশির দশক
510. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
- ক. ১১০
- খ. ১১৭
- গ. ১১৫
- ঘ. ১২০
উত্তরঃ ১১৭
512. ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় -
- ক. সেন্টমার্টিন
- খ. চর আলেকজান্ডার
- গ. রাঙ্গাবালি
- ঘ. ছেড়দ্বীপ
উত্তরঃ সেন্টমার্টিন
514. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেষ্ট জয় করেন?‘
- ক. ওয়াসফিয়া নাজনীন
- খ. এম. এ.মুহিত
- গ. মুসা ইব্র্রাহিম
- ঘ. নিশাত মজুমদার
উত্তরঃ নিশাত মজুমদার
515. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?
- ক. আব্দুল মতিন
- খ. শেরে বাংলা এ.কে.ফজলুল হক
- গ. ধীরেন্দ্রনাথ দত্ত
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত
516. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকর কে?
- ক. জয়নুল আবেদীন
- খ. এস এম সুলতান
- গ. কামরুল হাসান
- ঘ. রফিকুন্নবী
উত্তরঃ কামরুল হাসান
517. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ৭ম
- খ. ৯ম
- গ. ৮ম
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৭ম
518. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার -
- ক. ৬১.১%
- খ. ৫৬.৮%
- গ. ৫৭.৯%
- ঘ. ৬৫.৫%
উত্তরঃ ৫৭.৯%
519. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. কর্নেল শফিউল্লাহ
- গ. জেনারেল এম.এ.জি ওসমানী
- ঘ. মেজর জিয়াউর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
520. ‘বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী?
- ক. উন্নত জাতের ভুট্টা
- খ. উন্নত জাতের গম
- গ. উন্নত জাতের আম
- ঘ. উন্নত জাতের চাল
উত্তরঃ উন্নত জাতের ভুট্টা
521. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
- ক. ৯১ বর্গ কিলোমিটার
- খ. ৭ বর্গ কিলোমিটার
- গ. ৯ বর্গ কিলোমিটার
- ঘ. ৮ বর্গ কিলোমিটার
উত্তরঃ ৯ বর্গ কিলোমিটার
522. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. কামাল হোসেন
- খ. নুরুল ইসলাম
- গ. এস. এ. করিম
- ঘ. আনিসুর রহমান
উত্তরঃ নুরুল ইসলাম
523. জীবনঢুলী কি?
- ক. একটি উপন্যাসের নাম
- খ. একটি আত্মজীবনীর নাম
- গ. একটি কাব্যগ্রন্থের নাম
- ঘ. একটি চলচ্চিত্রের নাম
উত্তরঃ একটি চলচ্চিত্রের নাম
524. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
- ক. সোহাগ গাজী
- খ. তাইজুল ইসলাম
- গ. রুবেল হোসেন
- ঘ. তাসকিন আহমেদ
উত্তরঃ তাসকিন আহমেদ
525. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
- ক. ২০১৫-২০১৯
- খ. ২০১৭-২০২১
- গ. ২০১৬-২০২০
- ঘ. ২০১৮-২০২২
উত্তরঃ ২০১৬-২০২০
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..