বাংলাদেশ বিষয়াবলি

576. একাত্তরের চিঠি কী?

  • ক. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস
  • খ. মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যগ্রন্থ
  • গ. মুক্তিযোদ্ধাদের জীবনী গ্রন্থ
  • ঘ. মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

উত্তরঃ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

বিস্তারিত

577. বাংলাদেশে ডাক জাদুঘরটি অবস্থিত -

  • ক. ঢাকায়
  • খ. চট্রগামে
  • গ. খুলনায়
  • ঘ. রাজশাহীতে

উত্তরঃ ঢাকায়

বিস্তারিত

578. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?

  • ক. ইউনিসেফ
  • খ. ইউএনডিপি
  • গ. বিশ্বব্যাংক
  • ঘ. ইউনেস্কো

উত্তরঃ বিশ্বব্যাংক

বিস্তারিত

580. আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের?

  • ক. ব্র্যাক ব্যাংক
  • খ. এশিয়াটিক সোসাইটি
  • গ. বিশ্বসাহিত্য কেন্দ্র
  • ঘ. গ্রামীণ ব্যাংক

উত্তরঃ বিশ্বসাহিত্য কেন্দ্র

বিস্তারিত

581. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

  • ক. রাশিয়া
  • খ. ভারত
  • গ. ভুটান
  • ঘ. জাপান

উত্তরঃ ভুটান

বিস্তারিত

582. প্রাচীন গৌড় নড়রীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে?

  • ক. সিলেট
  • খ. খুলনা
  • গ. কুষ্টিয়া
  • ঘ. চাপাইনবাবগঞ্জ

উত্তরঃ চাপাইনবাবগঞ্জ

বিস্তারিত

583. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

  • ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল
  • খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
  • গ. ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
  • ঘ. বৃহত্তম সিলেট অঞ্চল

উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল

বিস্তারিত

584. বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

  • ক. সার্ভিস
  • খ. কৃষি
  • গ. শিল্প
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ সার্ভিস

বিস্তারিত

585. কোন বিদেশী সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করে?

  • ক. জ্যা পল সাত্রে
  • খ. ক্লডে সিমোন
  • গ. ডব্লিউ এ এস ওডারল্যান্ড
  • ঘ. কেউ নয়

উত্তরঃ ডব্লিউ এ এস ওডারল্যান্ড

বিস্তারিত

586. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট
  • গ. জাপান
  • ঘ. ব্রাজিল

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

589. শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?

  • ক. সোহরাওয়ার্দী উদ্যানে
  • খ. মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে
  • গ. ঢাকা সেনানিবাসে
  • ঘ. মুজিবনগরে

উত্তরঃ ঢাকা সেনানিবাসে

বিস্তারিত

590. বাংলাদেশের নদের সংখ্যা কয়টি?

  • ক. ১ টি
  • খ. ২ টি
  • গ. ৩ টি
  • ঘ. ৪ টি

উত্তরঃ ৪ টি

বিস্তারিত

591. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?

  • ক. ২৬ মার্চ ১৯৭২
  • খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
  • গ. ২৬ মার্চ ১৯৭১
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

বিস্তারিত

592. ২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশের প্রস্তাবিত বাজটের আকার হলো -

  • ক. ৩.৫০ ট্রিলিয়ন টাকা
  • খ. ৩.২৫ ট্রিলিয়ন টাকা
  • গ. ৩.৭৫ ট্রিলিয়ন টাকা
  • ঘ. ৩.৪১ ট্রিলিয়ন টাকা

উত্তরঃ ৩.৪১ ট্রিলিয়ন টাকা

বিস্তারিত

593. বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা (মে ২০১৬ পর্যন্ত হিসাব অনুযায়ী) -

  • ক. ৫০০টি
  • খ. ৩৯০টি
  • গ. ৪৯০টি
  • ঘ. ৩৭০টি

উত্তরঃ ৪৯০টি

বিস্তারিত

594. RAB এর পূর্ণরূপ হলো -

  • ক. Rapid Access Battalion
  • খ. Ready Access Battalion
  • গ. Rapid Action Battalion
  • ঘ. Rapid Advance Battalion

উত্তরঃ Rapid Action Battalion

বিস্তারিত

595. বাংলাদেশের সর্ববৃহৎ কয়লাখনি কোথায় অবস্থিত?

  • ক. দিঘীপাড়া (দিনাজপুর)
  • খ. জামালগঞ্জ (জয়পুরহাট)
  • গ. ফুলবাড়ী (দিনাজপুর)
  • ঘ. বড়পুকুুরিয়া (দিনাজপুর)

উত্তরঃ বড়পুকুুরিয়া (দিনাজপুর)

বিস্তারিত

597. ‘রায়বেঁশে নৃত্য’ শিল্পকর্মটি কার?

  • ক. রশিদ চৌধুরী
  • খ. রফিকুন আহমদ
  • গ. জয়নুল আবেদীন
  • ঘ. কামরুল হাসান

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

598. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. তাজউদ্দীন আহমেদ
  • গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

599. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল কত?

  • ক. ২ বছর
  • খ. ৩ বছর
  • গ. ৪ বছর
  • ঘ. ৫ বছর

উত্তরঃ ৪ বছর

বিস্তারিত

600. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা -

  • ক. সুবেদার ইসলাম খান
  • খ. মীর জুমলা
  • গ. মুর্শিদাকুলী খান
  • ঘ. শায়েস্তা খান

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects