বাংলাদেশ বিষয়াবলি

526. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

  • ক. কুষ্টিয়া গ্রেড
  • খ. ঝিনাইদহ গ্রেড
  • গ. চুয়াডাঙ্গা গ্রেড
  • ঘ. মেহেরপুর গ্রেড

উত্তরঃ কুষ্টিয়া গ্রেড

বিস্তারিত

527. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) অ্যাখ্যা দিয়েছিল?

  • ক. টাইম
  • খ. নিউজ উইকস
  • গ. ইকোনোমিষ্ট
  • ঘ. ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইকলি

উত্তরঃ নিউজ উইকস

বিস্তারিত

528. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?

  • ক. রাজশাহী
  • খ. চট্রগ্রাম
  • গ. ঢাকা
  • ঘ. সিলেট

উত্তরঃ সিলেট

বিস্তারিত

529. ম্যানগ্রোভ কি?

  • ক. কেওডা বন
  • খ. উপকূলীয় বন
  • গ. শালবন
  • ঘ. চিরহরিৎ বন

উত্তরঃ উপকূলীয় বন

বিস্তারিত

530. মংডু কোন দু’টি দেশের সীমান্ত এলাকা?

  • ক. বাংলাদেশ-মায়ানমার
  • খ. বাংলাদেশ-ভারত
  • গ. মায়ানমার-চীন
  • ঘ. ভারত-মায়ানমার

উত্তরঃ বাংলাদেশ-মায়ানমার

বিস্তারিত

531. ‘জুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

  • ক. সাতক্ষীরা, যশোহর, কুষ্টিয়া
  • খ. নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
  • গ. বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
  • ঘ. চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাসমূহ

উত্তরঃ চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাসমূহ

বিস্তারিত

532. বাংলাদেশের কৃষি কোন প্রকার?

  • ক. ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
  • খ. স্বয়ংভোগী মিশ্র
  • গ. ধান-প্রধান বাণিজ্যিক
  • ঘ. স্বয়ংভোগী শষ্য ও পশুপালন

উত্তরঃ ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী

বিস্তারিত

534. ১৯৭১ সানের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

  • ক. ৭ মার্চ ১৯৭১ খৃঃ
  • খ. ২৬ মার্চ ১৯৭১ খৃঃ
  • গ. ১০ মার্চ ১৯৭১ খৃঃ
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ

উত্তরঃ ১০ মার্চ ১৯৭১ খৃঃ

বিস্তারিত

535. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জম্ম গ্রহণ করেন?

  • ক. ১ মার্চ ১৯১৯খৃঃ
  • খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ
  • গ. ১৪ আগষ্ট ১৯৪৭ খৃঃ
  • ঘ. ২১ জুন ১৯৪১ খৃঃ

উত্তরঃ ১৭ মার্চ ১৯২০ খৃঃ

বিস্তারিত

536. জামাল নজরুল ইসলাম কে?

  • ক. ফুটবল খেলোয়াড়
  • খ. অর্থনীতিবিদ
  • গ. কবি
  • ঘ. বৈজ্ঞানিক

উত্তরঃ বৈজ্ঞানিক

বিস্তারিত

538. বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?

  • ক. ১৭
  • খ. ১৫
  • গ. ২০
  • ঘ. ১৯

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

539. পূর্বাশা দ্বীপের অপর নাম কী?

  • ক. নিঝুম দ্বীপ
  • খ. সন্দ্বীপ
  • গ. দক্ষিণ তালপট্টি
  • ঘ. কুতুবদিয়া

উত্তরঃ দক্ষিণ তালপট্টি

বিস্তারিত

540. বাংলাদেশর সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় ?

  • ক. ভোলা
  • খ. নোয়াখালী
  • গ. চট্রগ্রাম
  • ঘ. কক্সবাজার

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

541. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি?

  • ক. প্রবাসী শ্রমিক
  • খ. পাট
  • গ. রেডিমেট গার্মেন্টস
  • ঘ. চামড়া

উত্তরঃ প্রবাসী শ্রমিক

বিস্তারিত

542. ‘সাবাস বাংলাদেশ ‘ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

  • ক. টিএসসি মোড়ে
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • গ. রেসকোর্স ময়দানে
  • ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

543. এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?

  • ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
  • খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
  • গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
  • ঘ. রাজশাহী স্টেডিয়াম

উত্তরঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম

বিস্তারিত

544. বাংলাদেশের জাতীয় দিবস কবে?

  • ক. ১৬ই ডিসেম্বর
  • খ. ৭ই মার্চ
  • গ. ২৬শে মার্চ
  • ঘ. ১৭ই এপ্রিল

উত্তরঃ ২৬শে মার্চ

বিস্তারিত

545. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?

  • ক. মেঃ জেঃ জিয়াউর রহমান
  • খ. মেঃ জেঃ সফিউল্লা
  • গ. মেঃ জেঃ এইচ. এম. এরশাদ
  • ঘ. জেঃ আতাউল গনি ওসমানি

উত্তরঃ জেঃ আতাউল গনি ওসমানি

বিস্তারিত

546. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?

  • ক. ঢাকায়
  • খ. ময়মনসিংহ
  • গ. চট্রগ্রামে
  • ঘ. নড়াইলে

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

547. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ -

  • ক. জাতীয় পাখির নাম
  • খ. কৃষি সংস্থার নাম
  • গ. উন্নত জাতের গমের নাম
  • ঘ. কৃষি যন্ত্রের নাম

উত্তরঃ উন্নত জাতের গমের নাম

বিস্তারিত

549. তামাবিল সীমন্তের সাখে ভারতের কোন শহরটি অবস্থিত?

  • ক. করিমগঞ্জ
  • খ. খোয়াই
  • গ. পেট্রাপল
  • ঘ. ডাউকি

উত্তরঃ ডাউকি

বিস্তারিত

550. ‘সোনাদিয়া’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?

  • ক. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
  • খ. উন্নত জাতের ধানের নাম
  • গ. দু’টি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
  • ঘ. উন্নত জাতের গমের নাম

উত্তরঃ উন্নত জাতের গমের নাম

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects