বাংলাদেশ বিষয়াবলি
551. ‘আলোকিত মানুষ চাই’ - এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
- ক. জাতীয় গ্রন্থ কেন্দ্র
- খ. বিশ্ব সাহিত্য কেন্দ্র
- গ. সুশাসনের জন্য নাগরিক
- ঘ. পাবলিক লাইব্রেরি
উত্তরঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
552. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?
- ক. ৮ঃ৫
- খ. ১০ঃ৬
- গ. ১১ঃ৮
- ঘ. ১১ঃ৭
উত্তরঃ ১০ঃ৬
- ক. সিলেট
- খ. হবিগঞ্জ
- গ. মৌলভীবাজার
- ঘ. বান্দরবান
উত্তরঃ মৌলভীবাজার
555. ৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষনের মূল বক্তব্য কি ছিল?
- ক. স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
- খ. পুনরায় নির্বাচন দাবি
- গ. সামরিক আইন জারি করা
- ঘ. অনশন ধর্মঘট আহ্বান
উত্তরঃ স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
556. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
- ক. এ এইচ এম কামারুজ্জামান
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
557. মহাস্থানগড়ের পুরাতন নাম কি?
- ক. সুবর্ণগ্রাম
- খ. পুন্ড্রবর্ধন
- গ. চন্দ্রদ্বীপ
- ঘ. সিংহজানী
উত্তরঃ পুন্ড্রবর্ধন
558. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
- ক. সোহরাওয়ার্দী উদ্যান
- খ. শিশুপার্ক
- গ. লালদিঘী ময়দান
- ঘ. রমনা পার্ক
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান
559. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
- ক. কফি আনান
- খ. উ থান্ট
- গ. দ্যাগ হ্যামারশোল্ড
- ঘ. বুট্রোস ঘালি
উত্তরঃ উ থান্ট
560. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
- ক. কাজী খসরু
- খ. কামরুল হাসান
- গ. স্বপন কুমার
- ঘ. এএনএ সাহা
উত্তরঃ এএনএ সাহা
561. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
- ক. একুশ ই বুক
- খ. স্বাধীনতা ই বুক
- গ. বাংলাদেশ ই বুক
- ঘ. ডিজিটাল ই বুক
উত্তরঃ বাংলাদেশ ই বুক
562. ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
- ক. বাংলাদেশ-মিয়ানমার
- খ. বাংলাদেশ-ভারত
- গ. মিয়ানমার-চীন
- ঘ. ভারত-মিয়ানমার
উত্তরঃ বাংলাদেশ-মিয়ানমার
563. বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময়কাল :
- ক. ১৭৭০ খ্রিস্টাব্দ
- খ. ১৭৬০ খ্রিস্টাব্দ
- গ. ১৭৬৫ খ্রিস্টাব্দ
- ঘ. ১৭৫৬ খ্রিস্টাব্দ
উত্তরঃ ১৭৭০ খ্রিস্টাব্দ
- ক. রাজশাহী অঞ্চল
- খ. কুমিল্লা অঞ্চল
- গ. ঢাকা অঞ্চল
- ঘ. সিলেট অঞ্চল
উত্তরঃ কুমিল্লা অঞ্চল
566. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’-এর চিত্রকর কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. এসএম সুলতান
- গ. কামরুল হাসান
- ঘ. রফিকুন্নবী
উত্তরঃ কামরুল হাসান
569. সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
- ক. স্পীকার
- খ. প্রধানমন্ত্রী
- গ. রাষ্ট্রপতি
- ঘ. বিরোধী দলীয় নেত্রী
উত্তরঃ রাষ্ট্রপতি
570. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য -
- ক. ৫.৫ কি.মি.
- খ. ৬.১৫ কি.মি.
- গ. ৬.৭৫ কি.মি.
- ঘ. ৭ কি.মি.
উত্তরঃ ৬.১৫ কি.মি.
572. বাংলাদেশের কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়?
- ক. কক্সবাজার
- খ. বান্দরবান
- গ. লালাখান
- ঘ. বিছানাকান্দি
উত্তরঃ লালাখান
573. ‘চরমপত্র’ খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন -
- ক. মাওলানা ভাসানী
- খ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
- গ. এম.আর.আখতার মুকুল
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ এম.আর.আখতার মুকুল
574. বাংলাদেশে বর্তমান তফসিলভুক্ত ব্যাংক কয়টি?
- ক. ৪৮টি
- খ. ৪৬টি
- গ. ৫৬টি
- ঘ. ৬৬টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..