বাংলাদেশ বিষয়াবলি
626. বাংলাদেশের কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
- ক. তিস্তা
- খ. সুরমা
- গ. যমুনা
- ঘ. কর্ণফুলী
উত্তরঃ কর্ণফুলী
627. পার্বত্য চট্রগ্রামে উপজাতীয় জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে কী বলা হয়?
- ক. কুর
- খ. জুম
- গ. ঝুম
- ঘ. কুম
উত্তরঃ জুম
628. DNA বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল?
- ক. ঢাকা
- খ. কুমিল্লা
- গ. বগুড়া
- ঘ. ফরিদপুর
উত্তরঃ ঢাকা
630. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি - গানের সুরকার কে?
- ক. আলতাফ মাহমুদ
- খ. জহির রায়হান
- গ. আপেল মাহমুদ
- ঘ. আলাউদ্দীন আলী
উত্তরঃ আলতাফ মাহমুদ
631. বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
- ক. সংসদ
- খ. সংবিধান
- গ. ফৌজদারি আইন
- ঘ. আইন-শৃঙ্খলা আইন
উত্তরঃ সংবিধান
632. ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক কে?
- ক. শেরশাহ
- খ. সম্রাট আকবর
- গ. লর্ড ক্লাইভ
- ঘ. সম্রাট বাবর
উত্তরঃ শেরশাহ
633. ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি?
- ক. পোস্ট মাস্টার জেনারেল
- খ. জেনারেল পোস্ট মাস্টার
- গ. ডাইরেক্টর জেনারেল অব বাংলাদেশ পোস্ট অফিস
- ঘ. ডাইরেক্টর অব পোস্ট মাস্টার
উত্তরঃ পোস্ট মাস্টার জেনারেল
634. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ছিলেন -
- ক. জিয়াউর রহমান
- খ. এ. কে. খন্দকার
- গ. আব্দুর রব
- ঘ. খালেদ মোশারফ
উত্তরঃ এ. কে. খন্দকার
635. কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে -
- ক. ২৫ পয়সায়
- খ. ৫০ পয়সায়
- গ. ২ টাকার মুদ্রায়
- ঘ. ৫ টাকার মুদ্রায়
উত্তরঃ ৫ টাকার মুদ্রায়
636. বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আইন হলো-
- ক. নাগরিক অধিকার আইন ১৯৭২
- খ. প্রজাস্বত্ব আইন ১৯৫৫
- গ. গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধান
- ঘ. বাংলাদেশ পেনাল কোড
উত্তরঃ গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধান
637. বাংলাদেশের সংবিধান এ যাবৎ কতবার সংশোধন করা হয়েছে?
- ক. ১৪
- খ. ১৫
- গ. ১৬
- ঘ. ১২
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
639. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে জাতিসংঘের কোন সংস্থা?
- ক. ইউএনডিপি
- খ. ইউনেস্কো
- গ. ইউনিসেফ
- ঘ. আইএলও
উত্তরঃ ইউনেস্কো
640. ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ কতটি আসন পেয়েছিল?
- ক. ১৭৭টি
- খ. ১৬৭টি
- গ. ১৫৪টি
- ঘ. ৩৩০টি
উত্তরঃ ১৬৭টি
641. বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি দেশের কততম রাষ্ট্রপতি?
- ক. ১৮তম
- খ. ১৯তম
- গ. ২০তম
- ঘ. ২১তম
উত্তরঃ ২০তম
643. তৎকালীন পাকিস্তানে কত সালে বাংলাভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয়?
- ক. ১৯৫২
- খ. ১৯৫৪
- গ. ১৯৫৬
- ঘ. ১৯৬৬
উত্তরঃ ১৯৫৬
644. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান?
- ক. ৯ জানুয়ারি ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭৩
- গ. ১০ জানুয়ারি ১৯৭২
- ঘ. ৮ জানুয়ারি ১৯৭২
উত্তরঃ ৮ জানুয়ারি ১৯৭২
646. কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৫২ সালে
- গ. ১৯৪৯ সালে
- ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ ১৯৪৮ সালে
647. আওয়ামী মুসলিমলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন?
- ক. শেখ মুজিবুর রহমান
- খ. মাওলানা ভাষানী
- গ. আবুল হাশিম
- ঘ. শামসুল হক
উত্তরঃ শামসুল হক
648. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে?
- ক. প্রধান বিচারপতি
- খ. স্পীকার
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি
উত্তরঃ স্পীকার
649. বাংলাদেশের জাতীয় সংসদ কত একর জমির উপর নির্মিত?
- ক. ৩২০ একর
- খ. ২১৫ একর
- গ. ১৮৫ একর
- ঘ. ১২২ একর
উত্তরঃ ২১৫ একর
650. মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভূক্ত ছিল?
- ক. ৮নং
- খ. ১০ নং
- গ. ১১ নং
- ঘ. কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল না
উত্তরঃ ১০ নং
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..