বাংলাদেশ বিষয়াবলি
676. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?
- ক. লুই কান
- খ. মাজহারুল ইসলাম
- গ. এফ আর খান
- ঘ. কার্দুশিয়ার
উত্তরঃ লুই কান
677. সম্প্রতি ভারতের কোন মন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন?
- ক. অর্থমন্ত্রী
- খ. বাণিজ্যমন্ত্রী
- গ. বিদেশ (পররাষ্ট্র) মন্ত্রী
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ বিদেশ (পররাষ্ট্র) মন্ত্রী
678. বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
- ক. সাদেকা হালিম
- খ. বেগম কবিতা খানম
- গ. রোকেয়া হায়দার
- ঘ. নাজমুন মালা
উত্তরঃ বেগম কবিতা খানম
679. সম্প্রতি কোন স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে?
- ক. তামাবিল স্থরবন্দর
- খ. আখাউড়া
- গ. হালুয়াঘাট
- ঘ. ভোমরা
উত্তরঃ তামাবিল স্থরবন্দর
680. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- ক. সোনারগাঁ
- খ. মগবাজার
- গ. গুলিস্তান
- ঘ. আগারগাঁও
উত্তরঃ আগারগাঁও
683. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
- ক. বাংলা
- খ. হিন্দি
- গ. অস্ট্রিক
- ঘ. সংস্কৃত
উত্তরঃ অস্ট্রিক
684. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে ও কোথায় ছয় দফা ঘোষণা করেন?
- ক. ১৩ ফেব্রূয়ারি ১৯৬৬ সালে লাহোরে
- খ. ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরে
- গ. ৭ জুন ১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে
- ঘ. ১৪ আগষ্ট ১৯৬৬ সালে করাচীতে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
685. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে?
- ক. ইলতুৎমিশ
- খ. শেরশাহ
- গ. লর্ড কর্নওয়ালিশ
- ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
686. বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু?
- ক. দক্ষিণ অঞ্চল
- খ. উত্তর অঞ্চল
- গ. পূর্ব অঞ্চল
- ঘ. পশ্চিম অঞ্চল
উত্তরঃ উত্তর অঞ্চল
687. বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে?
- ক. চাকমা
- খ. রাখাইন
- গ. মণিপুরী
- ঘ. সাঁওতাল
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
688. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
- ক. বুড়িগঙ্গা
- খ. হোয়াংহো
- গ. শীতলক্ষ্যা
- ঘ. সিন্ধু
উত্তরঃ বুড়িগঙ্গা
690. ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন -
- ক. এ. কে. ফজলুল হক
- খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গ. মাওলানা ভাসানী
- ঘ. শেখ মুজিবুর রহমান
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
691. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক -
- ক. সেনাবাহিনী প্রধান
- খ. প্রতিরক্ষামন্ত্রী
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
693. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন -
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. মাওলানা ভাষানী
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. তাজউদ্দীন আহমদ
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
695. মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার -
- ক. মিরপুর
- খ. শাহবাগ
- গ. সেগুনবাগিচা
- ঘ. ক্যান্টনমেন্ট
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. সাকিব আল হাসান
- খ. তামিম
- গ. মুশফিকুর রহিম
- ঘ. মুস্তাফিজুর রহমান
উত্তরঃ মুস্তাফিজুর রহমান
698. বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকিলোমিটার পেয়েছে?
- ক. ৬১৩৫ বর্গকিলোমিটার
- খ. ১৩১৩৫ বর্গকিলোমিটার
- গ. ১৯৪৬৭ বর্গকিলোমিটার
- ঘ. ২৫৬০২ বর্গকিলোমিটার
উত্তরঃ ১৯৪৬৭ বর্গকিলোমিটার
699. ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে?
- ক. ২৮ জুলাই ২০১৫
- খ. ২৯ জুলাই ২০১৫
- গ. ৩০ জুলাই ২০১৫
- ঘ. ৩১ জুলাই ২০১৫
উত্তরঃ ৩১ জুলাই ২০১৫
700. পঞ্চম আদমশুমারীর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
- ক. ১৫,৪০,৩৬.১০০ জন
- খ. ১৪,৯৭,৭২,৩৬৪ জন
- গ. ১৬,০১,০২,১০০ জন
- ঘ. ১৫,৯০,১২,৩৬৪ জন
উত্তরঃ ১৪,৯৭,৭২,৩৬৪ জন
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..