বাংলাদেশ বিষয়াবলি
751. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয় -
- ক. ১০ এপ্রিল ১৯৭১
- খ. ১৭ এপ্রিল ১৯৭১
- গ. ১৭ মে ১৯৭১
- ঘ. ২৭ মে ১৯৭১
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
752. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম -
- ক. বিজয় কেতন
- খ. রক্তসোপান
- গ. স্বাধীনতা সোপান
- ঘ. বিজয় স্তম্ভ
উত্তরঃ বিজয় কেতন
754. বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি?
- ক. এয়ার বাংলা
- খ. জিএমজি
- গ. অ্যারোবেঙ্গল এয়ারলাইন্স
- ঘ. বাংলাদেশ বিমান
উত্তরঃ অ্যারোবেঙ্গল এয়ারলাইন্স
755. খাসিয়া উপজাতিরা কোন জেলায় অধিক সংখ্যায় বাস করে?
- ক. ময়মনসিংহ
- খ. রাঙ্গামাটি
- গ. পটুয়াখালী
- ঘ. সিলেট
উত্তরঃ সিলেট
757. সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম ওয়াল্র্ড হেরিটেজ?
- ক. ৫২২তম
- খ. ৬২০তম
- গ. ৭৯৮তম
- ঘ. ৮৯৮তম
উত্তরঃ ৭৯৮তম
758. জাতীয় শিশু দিবস পালিত হয় কোন তারিখে?
- ক. ১৭ মার্চ
- খ. ১৭ এপ্রিল
- গ. ১৭ জুন
- ঘ. ১০ এপ্রিল
উত্তরঃ ১৭ মার্চ
759. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
- ক. ৭ মার্চ ১৯৭১
- খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
- গ. ২৬ মার্চ ১৯৭১
- ঘ. ১০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
761. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত?
- ক. ভোলা
- খ. নোয়াখালী
- গ. চট্রগ্রাম
- ঘ. কক্সবাজার
উত্তরঃ কক্সবাজার
762. মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি?
- ক. বীর উত্তম
- খ. বীর বিক্রম
- গ. বীরশ্রেষ্ঠ
- ঘ. বীর প্রতীক
উত্তরঃ বীরশ্রেষ্ঠ
763. বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত?
- ক. বঙ্গবাসী
- খ. বাঙ্গালী
- গ. বাঙ্গাল
- ঘ. বাংলাদেশী
উত্তরঃ বাঙ্গালী
766. ওয়ারী বটেশ্বর কিসের জন্য প্রসিদ্ধ?
- ক. মন্দির
- খ. প্রত্নস্থান
- গ. প্রাচীর বিহার
- ঘ. মসজিদ
উত্তরঃ প্রত্নস্থান
767. অপরাজয়ের বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
- খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
- গ. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
- ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
769. কোন তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয়?
- ক. ১৬ ডিসেম্বর
- খ. ২৬ মার্চ
- গ. ৭ মার্চ
- ঘ. ১৭ এপ্রিল
উত্তরঃ ২৬ মার্চ
770. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শাহ আব্দুল করিম
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
772. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
- ক. রাজশাহী
- খ. কুষ্টিয়া
- গ. ঢাকা
- ঘ. কুমিল্লা
উত্তরঃ কুষ্টিয়া
773. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. একটিও না
উত্তরঃ ২টি
775. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. চট্রগ্রাম
- গ. ফরিদপুর
- ঘ. বরিশাল
উত্তরঃ ফরিদপুর
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..