বাংলাদেশ বিষয়াবলি
776. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
- ক. নাটোর
- খ. নওগাঁ
- গ. দিনাজপুর
- ঘ. ঠাকুরগাঁও
উত্তরঃ নাটোর
777. বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র?
- ক. ৩৬ তম
- খ. ৪০ তম
- গ. ৩৮ তম
- ঘ. ৪২ তম
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
778. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে?
- ক. কুসুম্বা মসজিদ
- খ. ষাট গম্বুজ মসজিদ
- গ. আতিয়া জামে মসজিদ
- ঘ. ছোট সোনা মসজিদ
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
779. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
- ক. সম্রাট আকবর
- খ. আবুল ফজল
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ সম্রাট আকবর
780. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক. মইনুল হোসেন
- খ. হামিদুর রহমান
- গ. শামীম শিকদার
- ঘ. হামিদুজ্জামান খান
উত্তরঃ হামিদুর রহমান
781. মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপংকর তালুকদারের নিজ জেলা কোনটি?
- ক. বরিশাল
- খ. বরগুনা
- গ. ঝালকাঠি
- ঘ. পটুয়াখালী
উত্তরঃ বরগুনা
782. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম?
- ক. ৪র্থ
- খ. ৫ম
- গ. ৬ষ্ঠ
- ঘ. ৭ম
উত্তরঃ ৬ষ্ঠ
784. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
- ক. ১৭ নভেম্বর ১৯৯৯
- খ. ১৮ নভেম্বর ১৯৯৯
- গ. ১৯ নভেম্বর ১৯৯৯
- ঘ. ২০ নভেম্বর ১৯৯৯
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯
785. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
- ক. ভারত
- খ. ভুটান
- গ. মালয়েশিয়া
- ঘ. সেনেগাল
উত্তরঃ ভারত
786. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
- ক. ভোলা
- খ. হাতিয়া
- গ. কুতুবদিয়া
- ঘ. সেন্টমার্টিন
উত্তরঃ সেন্টমার্টিন
787. প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
- ক. ধর্মপাল
- খ. লক্ষ্মণ সেন
- গ. শশাঙ্ক
- ঘ. ইলিয়াস শাহ
উত্তরঃ শশাঙ্ক
788. বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে?
- ক. সেলিনা রহমান
- খ. খন্দকার নুরুল আলম
- গ. হেলাল হাফিজ
- ঘ. রফিক আজাদ
উত্তরঃ সেলিনা রহমান
789. প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?
- ক. হরিকেল
- খ. সমতট
- গ. বরেন্দ্র
- ঘ. রাঢ়
উত্তরঃ হরিকেল
790. দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
- ক. কানাডা
- খ. ইতালি
- গ. জাপান
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ জাপান
- ক. নাসিরাবাদ
- খ. ত্রিপুর
- গ. সুধারাম
- ঘ. সুবর্ণগ্রাম
উত্তরঃ ত্রিপুর
794. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোথায়?
- ক. নেপাল
- খ. মিয়ানমার
- গ. ব্রাজিল
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ মিয়ানমার
795. এগার দফা আন্দোলন কখন হয়েছিল?
- ক. ১৯৫৪ সালে
- খ. ১৯৬৬ সালে
- গ. ১৯৬৮ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬৯ সালে
796. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল -
- ক. রাজ কাঁকড়া
- খ. পিপীলিকা
- গ. কেঁচো
- ঘ. সাপ
উত্তরঃ রাজ কাঁকড়া
797. বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
- ক. হাতিবান্ধা
- খ. পাটগ্রাম
- গ. চিলমারী
- ঘ. ভূরুঙ্গামারী
উত্তরঃ পাটগ্রাম
798. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?
- ক. ইউএনডিপি
- খ. ইউনেস্কো
- গ. ইউএনএফপিএ
- ঘ. আইএলও
উত্তরঃ ইউনেস্কো
799. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?
- ক. ময়মনসিংহ
- খ. রংপুর
- গ. চাঁপাইনবাবগঞ্জ
- ঘ. দিনাজপুর
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
800. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন -
- ক. ৯ জানুয়ারি ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭২
- গ. ১১ জানুয়ারি ১৯৭২
- ঘ. ১২ জানুয়ারি ১৯৭২
উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..