বাংলাদেশ বিষয়াবলি

701. পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায়?

  • ক. চাঁদপুর
  • খ. গোয়ালন্দ
  • গ. ভৈরব
  • ঘ. বগুড়া

উত্তরঃ গোয়ালন্দ

বিস্তারিত

702. বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি?

  • ক. হাকালুকি
  • খ. শনির হাওড়
  • গ. তলার হাওড়
  • ঘ. টাঙ্গুয়ার

উত্তরঃ হাকালুকি

বিস্তারিত

703. জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?

  • ক. ১০ টি
  • খ. ৭ টি
  • গ. ৪ টি
  • ঘ. ৬ টি

উত্তরঃ ৭ টি

বিস্তারিত

704. মূল্য সংযোজন কর - কর।

  • ক. পরোক্ষ
  • খ. প্রত্যক্ষ
  • গ. পরিপূরক
  • ঘ. সম্পূরক

উত্তরঃ পরোক্ষ

বিস্তারিত

705. মাথাপিছু আয়ের দিক হতে বাংলাদেশ কী ধরনের দেশ?

  • ক. উন্নত আয়ের
  • খ. উচ্চমধ্যম আয়ের
  • গ. নিম্নমধ্যম আয়ের
  • ঘ. নিম্ন আয়ের

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

706. বাংলাদশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. হামিদুর রহমান
  • গ. কামরুল হাসান
  • ঘ. হাশেম খান

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

707. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব দেশ কোনটি?

  • ক. ইন্দোনেশিয়া
  • খ. মালয়েশিয়া
  • গ. মালদ্বীপ
  • ঘ. পাকিস্তান

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

708. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

  • ক. পরিবিবি
  • খ. ইসলাম খান
  • গ. শায়েস্তা খান
  • ঘ. ঈশা খান

উত্তরঃ ইসলাম খান

বিস্তারিত

709. দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে?

  • ক. গজারিয়া
  • খ. গাজীপুর
  • গ. সাভার
  • ঘ. ভালুকা

উত্তরঃ গজারিয়া

বিস্তারিত

710. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

  • ক. ৫১৩৮ কিমি
  • খ. ৫১২০ কিমি
  • গ. ৪৫০০ কিমি
  • ঘ. ৪৩০০ কিমি

উত্তরঃ ৫১৩৮ কিমি

বিস্তারিত

711. বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

  • ক. সিলেটের লালখানে
  • খ. নাটোরের লালপুরে
  • গ. মৌলভীবাজারের মাধবকুণ্ডে
  • ঘ. রাজশাহীর তানোরে

উত্তরঃ সিলেটের লালখানে

বিস্তারিত

712. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কার রচনা?

  • ক. তাজউদ্দীন আহমেদ
  • খ. শেরেবাংলা এ.কে. ফজলুল হক
  • গ. ক্যাপ্টেন মনসুর আলী
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

713. বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৫টি
  • গ. ৬টি
  • ঘ. ৭টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

715. জাতীয় শিক্ষক দিবস হলো -

  • ক. ১৯ জানুয়ারি
  • খ. ২০ জানুয়ারি
  • গ. ২১ জানুয়ারি
  • ঘ. ২২ জানুয়ারি

উত্তরঃ ১৯ জানুয়ারি

বিস্তারিত

716. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়?

  • ক. মাগুরা
  • খ. মেহেরপুর
  • গ. যশোর
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ যশোর

বিস্তারিত

717. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?

  • ক. সাঁওতাল
  • খ. চাকমা
  • গ. মারমা
  • ঘ. রাখাইন

উত্তরঃ সাঁওতাল

বিস্তারিত

718. যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফাটি ছিল -

  • ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা
  • খ. পাটকল জাতীয়করণ করা
  • গ. চাকরিতে সকলের সমান অধিকার নিশ্চিত করা
  • ঘ. পূর্ব পাকিস্তানের সুষম উন্নয়ন নিশ্চিত করা

উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা

বিস্তারিত

719. বরেন্দ্র বলতে বোঝায় কোনটি?

  • ক. পূর্ববঙ্গ
  • খ. পশ্চিমবঙ্গ
  • গ. উত্তরবঙ্গ
  • ঘ. দক্ষিণবঙ্গ

উত্তরঃ উত্তরবঙ্গ

বিস্তারিত

720. বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. মধুমতি
  • খ. বাইগার
  • গ. কুমার
  • ঘ. ভৈরব

উত্তরঃ বাইগার

বিস্তারিত

722. বাংলাদেশে সাহিত্যে সবোচ্র্চ পুরস্কার কোনটি?

  • ক. একুশে পদক
  • খ. স্বাধীনতা দিবস পুরস্কার
  • গ. বাংলা একাডেমি পুরস্কার
  • ঘ. শিশু একাডেমি পুরস্কার

উত্তরঃ বাংলা একাডেমি পুরস্কার

বিস্তারিত

723. দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অন্তর্গত?

  • ক. পঞ্চগড়
  • খ. কুড়িগ্রাম
  • গ. লালমনিরহাট
  • ঘ. নীলফামারী

উত্তরঃ লালমনিরহাট

বিস্তারিত

724. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন -

  • ক. লক্ষ্মণ সেন
  • খ. ইলিয়াস শাহ
  • গ. আকবর
  • ঘ. বিজয় সেন

উত্তরঃ আকবর

বিস্তারিত

725. কার সময়ে বঙ্গভঙ্গ হয়?

  • ক. লর্ড কার্জন
  • খ. লর্ড হার্ডিঞ্জ
  • গ. লর্ড ক্যানিং
  • ঘ. লর্ড ওয়েলেসলী

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects