বাংলাদেশ বিষয়াবলি
727. মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন?
- ক. ১৯৭০
- খ. ১৯৬৯
- গ. ১৯৬৮
- ঘ. ১৯৬৬
উত্তরঃ ১৯৬৯
728. বাংলাদেশে মণিপুরি নাচ কোন অঞ্চলের ঐতিহ্য
- ক. সিলেট
- খ. ময়মনসিংহ
- গ. রাজশাহী
- ঘ. কুষ্টিয়া
উত্তরঃ সিলেট
730. বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি?
- ক. পাট
- খ. তৈরি পোশাক
- গ. হিমায়িত মৎস্য
- ঘ. চা
উত্তরঃ তৈরি পোশাক
- ক. জনাব আব্দুল্লাহ হামিদ খান
- খ. অধ্যক্ষ আখতার হামিদ খান
- গ. জনাব আলতাফ হামিদ খান
- ঘ. অধ্যক্ষ আব্দুল লতিফ খান
উত্তরঃ অধ্যক্ষ আখতার হামিদ খান
732. “সকল নাগরিক সমান” - বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
- ক. ২৭ অনুচ্ছেদ
- খ. ২৮ অনুচ্ছেদ
- গ. ২৯ অনুচ্ছেদ
- ঘ. ৪৭ অনুচ্ছেদ
উত্তরঃ ২৭ অনুচ্ছেদ
733. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম -
- ক. শাহপরীর দ্বীপ
- খ. জালিয়ার দ্বীপ
- গ. পূর্বাশা দ্বীপ
- ঘ. সন্দ্বীপ
উত্তরঃ পূর্বাশা দ্বীপ
737. যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইবুন্যাল গঠন করা হয় -
- ক. ৫ মার্চ, ২০১০
- খ. ১০ জুন, ২০১০
- গ. ১৫ জুলাই, ২০১০
- ঘ. ১ জানুয়ারি, ২০১১
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
738. বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ -
- ক. যুক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. চীন
- ঘ. কানাডা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
739. জাতীয় সংসদ ভবন কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত?
- ক. ১৮০ একর
- খ. ২১৫ একর
- গ. ২০১ একর
- ঘ. ২১৯ একর
উত্তরঃ ২১৫ একর
740. ওয়ারী-বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন?
- ক. ২৫০০ বছর
- খ. ১০০০ বছর
- গ. ৩০০০ বছর
- ঘ. ১৫০০ বছর
উত্তরঃ ২৫০০ বছর
741. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সাল পর্যন্ত?
- ক. ১৯৫৫ সাল
- খ. ১৯৫২ সাল
- গ. ১৯৬৬ সাল
- ঘ. ১৯৬৯ সাল
উত্তরঃ ১৯৫৫ সাল
742. ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
- ক. বিকেএসপি
- খ. বিশ্বসাহিত্য কেন্দ্র
- গ. জাতীয় গ্রন্থ কেন্দ্র
- ঘ. জাতীয় পাবলিক লাইব্রেরি
উত্তরঃ বিশ্বসাহিত্য কেন্দ্র
743. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন -
- ক. পুলিশ
- খ. ইস্টবেঙ্গল রেজিমেন্ট
- গ. ই. পি. আর
- ঘ. আনসার ভিডিপি
উত্তরঃ ইস্টবেঙ্গল রেজিমেন্ট
744. মুক্তিযুদ্ধে প্রথম শ্রত্রুমুক্ত জেলা হলো -
- ক. কুমিল্লা
- খ. পঞ্চগড়
- গ. যশোর
- ঘ. টাঙ্গাইল
উত্তরঃ যশোর
746. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী কোন শতাব্দীতে ভারতবর্ষে আসেন?
- ক. একাদশ
- খ. দ্বাদশ
- গ. ত্রয়োদশ
- ঘ. পঞ্চদশ
উত্তরঃ ত্রয়োদশ
748. ‘কনসার্ট ফর বাংলাদেশ’ খ্যাত বাদক দলের নাম -
- ক. পিঙ্ক ফ্লয়েড
- খ. বি-গিস
- গ. বিটলস্
- ঘ. ডিপরাসল
উত্তরঃ বিটলস্
749. বঙ্গবন্ধু কোন সালের কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান?
- ক. ১৯৭২ সালের ৮ জানুয়ারি
- খ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
- গ. ১৯৭২ সালের ১১ জানুয়ারি
- ঘ. ১৯৭২ সালের ১২ জানুয়ারি
উত্তরঃ ১৯৭২ সালের ৮ জানুয়ারি
750. ঐতিহাসিক ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
- ক. ঢাকায়
- খ. আগরতলায়
- গ. লাহোরে
- ঘ. করাচিতে
উত্তরঃ লাহোরে
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..