বাংলাদেশ বিষয়াবলি

801. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

  • ক. ১০ এপ্রিল ১৯৭২
  • খ. ১৭ এপ্রিল ১৯৭১
  • গ. ১৮ এপ্রিল ১৯৭১
  • ঘ. ১০ এপ্রিল ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

বিস্তারিত

802. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ক. ১৯৬০ সালে
  • খ. ১৯৫২ সালে
  • গ. ১৯৫৫ সালে
  • ঘ. ১৯৫৪ সালে

উত্তরঃ ১৯৫৫ সালে

বিস্তারিত

803. ‘সাবাস বাংলাদেশ ‘ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • গ. টি এস সি মোড়ে
  • ঘ. জয়দেবপুর

উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

804. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

  • ক. হামিদুর রহমান
  • খ. শামীম শিকদার
  • গ. আমিনুল ইসলাম
  • ঘ. নিতুন কুণ্ডু

উত্তরঃ হামিদুর রহমান

বিস্তারিত

805. বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

806. বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে -

  • ক. ১৪৮টি
  • খ. ১৫০টি
  • গ. ১৫২টি
  • ঘ. ১৫৩টি

উত্তরঃ ১৫৩টি

বিস্তারিত

807. ‘মাটির ময়না’ ছবি নির্মাণ করেন কে?

  • ক. অপর্ণা সেন
  • খ. মৃণাল সেন
  • গ. তারেক মাসুদ
  • ঘ. মুস্তফা মনোয়ার

উত্তরঃ তারেক মাসুদ

বিস্তারিত

808. তিতাস গ্যাসক্ষেত্র্রটি কোথায়?

  • ক. ব্রাহ্মণবাড়িয়া
  • খ. খাগড়াছড়ি
  • গ. বগুড়া
  • ঘ. হরিপুর

উত্তরঃ ব্রাহ্মণবাড়িয়া

বিস্তারিত

809. বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?

  • ক. ৫টি
  • খ. ১২টি
  • গ. ৪টি‘
  • ঘ. ৮টি

উত্তরঃ ৪টি‘

বিস্তারিত

810. ২০১৪ সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা বাংলাদেশের অবস্থান কততম?

  • ক. ১১৪ তম
  • খ. ১১৫ তম
  • গ. ১১৬ তম
  • ঘ. ১১৭ তম

উত্তরঃ ১১৫ তম

বিস্তারিত

811. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?

  • ক. মোঘল সম্রাট আকবর
  • খ. শেরে বাংলা এ, কে, ফজলুল হক
  • গ. প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দীন
  • ঘ. প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ

উত্তরঃ মোঘল সম্রাট আকবর

বিস্তারিত

812. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

  • ক. ১৯০৫ সালে
  • খ. ১৯১১ সালে
  • গ. ১৯০৬ সালে
  • ঘ. ১৯৪০ সালে

উত্তরঃ ১৯১১ সালে

বিস্তারিত

813. নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে?

  • ক. পাল বংশ
  • খ. সেন বংশ
  • গ. সুলতান বংশ
  • ঘ. উপরের কোনোটি নয়

উত্তরঃ পাল বংশ

বিস্তারিত

814. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

  • ক. মহেশখালী
  • খ. সেন্টমার্টিন
  • গ. দক্ষিণ তালপট্টি
  • ঘ. ভোলা

উত্তরঃ সেন্টমার্টিন

বিস্তারিত

815. বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?

  • ক. ময়নামতি
  • খ. পাহাড়পুর
  • গ. মহাস্থানগড়
  • ঘ. সোনারগাঁও

উত্তরঃ মহাস্থানগড়

বিস্তারিত

816. বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়াল্র্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে?

  • ক. মধুপুর বন
  • খ. সুন্দরবন
  • গ. বান্দরবান
  • ঘ. হিমছড়ি বন

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

817. CIRDAP এর সদর দপ্তর কোথায়?

  • ক. নয়াদিল্লি
  • খ. ঢাকা
  • গ. ম্যানিলা
  • ঘ. কুয়ালালামপুর

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

818. সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়?

  • ক. ১৭২৯ সালে
  • খ. ১৮২৯ সালে
  • গ. ১৬২৯ সালে
  • ঘ. ১৮২৮ সালে

উত্তরঃ ১৮২৯ সালে

বিস্তারিত

819. বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে?

  • ক. মধুপুর
  • খ. রংপুর
  • গ. রাজশাহী
  • ঘ. কুমিল্লা

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

820. 'BIMSTEC' এর সদর দপ্তর কোথায়?

  • ক. কলম্বো
  • খ. ম্যানিলা
  • গ. ঢাকা
  • ঘ. নিউইয়র্ক

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

821. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

  • ক. গঙ্গা কপোতাক্ষ প্রকল্প
  • খ. তিস্তা সেচ প্রকল্প
  • গ. কাপ্তাই সেচ প্রকল্প
  • ঘ. ফেনী সেচ প্রকল্প

উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প

বিস্তারিত

822. ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?

  • ক. বগুড়া
  • খ. চট্রগ্রাম
  • গ. নরসিংদী
  • ঘ. ঝিনািইদহ

উত্তরঃ নরসিংদী

বিস্তারিত

823. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?

  • ক. ৭ মার্চ ১৯৭৩
  • খ. ৫ মার্চ ১৯৭৩
  • গ. ৬ এপ্রিল ১৯৭৩
  • ঘ. ১১ এপ্রিল ১৯৭৩

উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩

বিস্তারিত

824. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম -

  • ক. নিঝুম দ্বীপ
  • খ. দক্ষিণ তালপট্টি দ্বীপ
  • গ. কুতুবদিয়া দ্বীপ
  • ঘ. সেন্টমার্টিন দ্বীপ

উত্তরঃ দক্ষিণ তালপট্টি দ্বীপ

বিস্তারিত

825. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?

  • ক. ১৭৫৭
  • খ. ১৭৬৯
  • গ. ১৭৮৯
  • ঘ. ১৮১০

উত্তরঃ ১৭৮৯

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects