বাংলাদেশ বিষয়াবলি

826. ছিয়াত্তরের মন্বস্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?

  • ক. ১৭৬৮ সালে
  • খ. ১৭৬৯ সালে
  • গ. ১৭৭০ সালে
  • ঘ. ১৭৭২ সালে

উত্তরঃ ১৭৭০ সালে

বিস্তারিত

827. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?

  • ক. ক্যাপ্টেন
  • খ. হাবিলদার
  • গ. সিপাহী
  • ঘ. ল্যান্স নায়েক

উত্তরঃ ক্যাপ্টেন

বিস্তারিত

828. ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়েছিল?

  • ক. ১২৫৫ সালে
  • খ. ১৬১০ সালে
  • গ. ১৯০৫ সালে
  • ঘ. ১৯৪৭ সালে

উত্তরঃ ১৬১০ সালে

বিস্তারিত

829. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. কামরুল হাসান
  • গ. হামিদুজ্জামান
  • ঘ. হাসেম খান

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

830. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. স্পীকার
  • ঘ. প্রধান বিচারপতি

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

831. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় -

  • ক. কালুরঘাট, চট্রগ্রাম
  • খ. শ্রীমঙ্গল, মৌলভীবাজার
  • গ. মুজিবনগর, মেহেরপুর
  • ঘ. নাটোর, রাজশাহী

উত্তরঃ কালুরঘাট, চট্রগ্রাম

বিস্তারিত

833. ‘অপারেশন সার্চলাইট’ কত সালে চালানো হয়?

  • ক. ১৯৬৯
  • খ. ১৯৭০
  • গ. ১৯৭১
  • ঘ. ১৯৭২

উত্তরঃ ১৯৭১

বিস্তারিত

834. মূল্য সংযোজন কর (মূসক) বাংলাদেশে কখন থেকে চালু হয়?

  • ক. ১ জুলাই ১৯৯১
  • খ. ২ জুলাই ১৯৯২
  • গ. ১ জুলাই ১৯৯৩
  • ঘ. ১ জুলাই ১৯৯৪

উত্তরঃ ১ জুলাই ১৯৯১

বিস্তারিত

835. ‘গম্ভীরা’ কোন অঞ্চলের সঙ্গীত?

  • ক. বগুড়া
  • খ. সিলেট
  • গ. রাজশাহী
  • ঘ. চট্রগ্রাম

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

836. কোন সময়কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?

  • ক. ২০১৯ - ২০ সালকে
  • খ. ২০২০ - ২১ সালকে
  • গ. ২০২১ - ২২ সালকে
  • ঘ. ২০২২ - ২৩ সালকে

উত্তরঃ ২০২০ - ২১ সালকে

বিস্তারিত

837. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?

  • ক. বঙ্গ
  • খ. পুণ্ড্রবর্ধন
  • গ. গৌড়
  • ঘ. সমতট

উত্তরঃ পুণ্ড্রবর্ধন

বিস্তারিত

838. বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?

  • ক. ১৯৯৮
  • খ. ১৯৯৭
  • গ. ২০০১
  • ঘ. ১৯৯৯

উত্তরঃ ১৯৯৮

বিস্তারিত

840. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?

  • ক. ভারত - বাংলাদেশ সীমান্ত
  • খ. ভারত-পাকিস্তান সীমান্ত
  • গ. পাকিস্তান - চীন সীমান্ত
  • ঘ. মায়ানমার - থাইল্যান্ড সীমান্ত

উত্তরঃ ভারত - বাংলাদেশ সীমান্ত

বিস্তারিত

841. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

  • ক. সিলেট
  • খ. ময়মনসিংহ
  • গ. কুমিল্লা
  • ঘ. নোয়াখালি

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

842. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?

  • ক. বটেশ্বর, সিলেট
  • খ. ঘাটাইল, মানিকগঞ্জ
  • গ. লেবুখালী, পটুয়াখালী
  • ঘ. ভাটিয়ারি, চট্রগ্রাম

উত্তরঃ লেবুখালী, পটুয়াখালী

বিস্তারিত

843. বাংলাদেশের প্রথম ফিশ ওয়াল্র্ড একুরিয়াম কোথায় অবস্থিত?

  • ক. পটুয়াখালী
  • খ. সুনামগঞ্জ
  • গ. কক্সবাজার
  • ঘ. চট্রগ্রাম

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

844. বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে।

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. ফ্রান্স
  • ঘ. রাশিয়া

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

845. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?

  • ক. প্রধান বিচারপতি
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. স্পীকার
  • ঘ. চিফ হুইপ

উত্তরঃ স্পীকার

বিস্তারিত

846. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

  • ক. ৬ টি
  • খ. ৫ টি
  • গ. ৪ টি
  • ঘ. ১১ টি

উত্তরঃ ৪ টি

বিস্তারিত

847. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক -

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • গ. শেখ হাসিনা
  • ঘ. আবুল মনসুর আহমদ

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

848. সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

  • ক. চাঁপাইনবাবগঞ্জ
  • খ. দিনাজপুর
  • গ. চুয়াডাঙ্গা
  • ঘ. রাজশাহী

উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ

বিস্তারিত

849. নীলগিরি কোন জেলায় অবস্থিত?

  • ক. রাঙামাটি
  • খ. খাগড়াছড়ি
  • গ. বান্দরবান
  • ঘ. চট্রগ্রাম

উত্তরঃ বান্দরবান

বিস্তারিত

850. পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?

  • ক. ৪.৫ কিমি
  • খ. ৬.১৫ কিমি
  • গ. ১০.৫২ কিমি
  • ঘ. ১.৮ কিমি

উত্তরঃ ৬.১৫ কিমি

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects