বাংলাদেশ বিষয়াবলি
651. জাতিসংঘে কোন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
- ক. শেখ হাসিনা
- খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- ঘ. হুমায়ন রশিদ চৌধুরী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
652. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
- ক. করাচিতে
- খ. ঢাকায়
- গ. পেশোয়ারে
- ঘ. শ্রীলংকায়
উত্তরঃ ঢাকায়
653. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
- ক. ৪৬.৫ মিটার
- খ. ৪৬ মিটার
- গ. ৪৫.৫ মিটার
- ঘ. ৪৫ মিটার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
654. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
- ক. ৩ নং
- খ. ৫ নং
- গ. ২ নং
- ঘ. ১১ নং
উত্তরঃ ২ নং
655. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে?
- ক. মোস্তফা কামাল
- খ. রুহুল আমিন
- গ. মুন্সী আব্দুর রউফ
- ঘ. মতিউর রহমান
উত্তরঃ মুন্সী আব্দুর রউফ
656. মু্ক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য মোট কত জনকে খেতাব প্রদান করা হয়?
- ক. ১৭৬ জনকে
- খ. ৪২৬ জনকে
- গ. ৬৭৬ জনকে
- ঘ. ৬২৬ জনকে
উত্তরঃ ৬৭৬ জনকে
657. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম তারিখ কবে?
- ক. ১৭ মার্চ ১৯২০
- খ. ৭ মার্চ ১৯২১
- গ. ২১ জুন ১৯৩৪
- ঘ. ১৭ মার্চ ১৯২৬
উত্তরঃ ১৭ মার্চ ১৯২০
658. কত তারিখে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
- ক. ১৮ নভেম্বর ১৯৯৯
- খ. ১৭ নভেম্বর ১৯৯৯
- গ. ১৮ নভেম্বর ১৯৯৮
- ঘ. ২০ নভেম্বর ১৯৯৯
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯
659. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
- ক. ১০ এপ্রিল ১৯৭১
- খ. ১৭ এপ্রিল ১৯৭১
- গ. ২৫ এপ্রিল ১৯৭১
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
660. বাংলাদেশের সংবিধান ১ম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
- ক. জরুরী অবস্থা ঘোষণা
- খ. সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
- গ. মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
- ঘ. যুদ্ধবন্দীর বিচার
উত্তরঃ যুদ্ধবন্দীর বিচার
662. তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
- ক. সুমিত্রা দেবী
- খ. তারামন বিবি
- গ. ইলা মিত্র
- ঘ. মহাশ্বেতা দেবী
উত্তরঃ ইলা মিত্র
665. ‘মনপুরা-৭০’ কী?
- ক. একটি উপজেলা
- খ. একটি চিত্রকর্ম
- গ. একটি উপন্যাস
- ঘ. একটি নদী বন্দর
উত্তরঃ একটি চিত্রকর্ম
666. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
- ক. রাঙামাটি
- খ. খাগড়াছড়ি
- গ. বান্দরবান
- ঘ. সিলেট
উত্তরঃ বান্দরবান
667. বিখ্যাত চিত্রকর্ম ‘তিনকন্যা’ এর চিত্রকর কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. কামরুল হাসান
- গ. এস.এম.সুলতান
- ঘ. রফিকুন্নবী
উত্তরঃ কামরুল হাসান
668. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
- ক. ২০১৫-২০১৮
- খ. ২০১৬-২০২০
- গ. ২০১৭-২০২১
- ঘ. ২০১৮-২০২২
উত্তরঃ ২০১৬-২০২০
670. বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেয়া আছে?
- ক. দ্বিতীয় ভাগে
- খ. তৃতীয় ভাগে
- গ. চতুর্থ ভাগে
- ঘ. নবম ভাগে
উত্তরঃ তৃতীয় ভাগে
671. বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে?
- ক. রাষ্ট্রপতি
- খ. প্রধানমন্ত্রী
- গ. স্পিকার
- ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ প্রধানমন্ত্রী
672. সংবিধানের কোন অনুচেছদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারী করতে পারেন?
- ক. ৪৮
- খ. ৯৩
- গ. ৬৫
- ঘ. ১৪১
উত্তরঃ ৯৩
673. জাতীয় সংসদের মূল নকশা কে তৈরি করেন?
- ক. লুই আই কান
- খ. জন স্টুয়ার্ট
- গ. মাজহারুল ইসলাম
- ঘ. জয়নুল আবেদিন
উত্তরঃ লুই আই কান
674. ‘টপ্পা’ কী?
- ক. বিশেষ ধরনের নৃত্য
- খ. বিশেষ ধরনের গান
- গ. বিশেষ ধরনের বাদ্যযন্ত্র
- ঘ. বিশেষ ধরনের পোশাক
উত্তরঃ বিশেষ ধরনের গান
675. পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে?
- ক. ৩৪ ও ৩৫
- খ. ৩৫ ও ৩৬
- গ. ৩৬ ও ৩৭
- ঘ. ৩৭ ও ৩৮
উত্তরঃ ৩৭ ও ৩৮
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..