বাংলাদেশ বিষয়াবলি

601. ইরাটম কি?

  • ক. উন্নতজাতের চা
  • খ. উন্নতজাতের পাট
  • গ. উন্নতজাতের ইক্ষু
  • ঘ. উন্নতজাতের ধান

উত্তরঃ উন্নতজাতের ধান

বিস্তারিত

602. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?

  • ক. এম ভি বাঙালি
  • খ. এম ভি বাংলাদেশী
  • গ. এম ভি মধুমতি
  • ঘ. এম ভি বঙ্গবন্ধু

উত্তরঃ এম ভি বাঙালি

বিস্তারিত

603. মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর -

  • ক. ৫ নং
  • খ. ৭ নং
  • গ. ১০ নং
  • ঘ. ১১ নং

উত্তরঃ ১০ নং

বিস্তারিত

604. ‘ওয়ানগালা’ উৎসব কাদের?

  • ক. চাকমাদের
  • খ. মারমাদের
  • গ. গারোদের
  • ঘ. রাখাইনদের

উত্তরঃ গারোদের

বিস্তারিত

605. কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হত?

  • ক. পাল আমলে
  • খ. মুঘল আমলে
  • গ. সেন আমলে
  • ঘ. ইংরেজ আমলে

উত্তরঃ মুঘল আমলে

বিস্তারিত

606. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয় -

  • ক. ১৭৯৩ সালে
  • খ. ১৭৯৬ সালে
  • গ. ১৭৯৯ সালে
  • ঘ. ১৮০২ সালে

উত্তরঃ ১৭৯৩ সালে

বিস্তারিত

607. এ.কে. ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে?

  • ক. ১৯৫৪ সালে
  • খ. ১৯৫৫ সালে
  • গ. ১৯৫৬ সালে
  • ঘ. ১৯৫৭ সালে

উত্তরঃ ১৯৫৬ সালে

বিস্তারিত

608. ‘ম্যাডোনা ১৯৪৩’ ছবিটির চিত্রশিল্পী কে?

  • ক. এস এম সুলতান
  • খ. জয়নুল আবেদীন
  • গ. মোস্তফা মনোয়ার
  • ঘ. নিতুন কুণ্ডু

উত্তরঃ জয়নুল আবেদীন

বিস্তারিত

609. ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি?

  • ক. জারি
  • খ. ধূপ
  • গ. বল
  • ঘ. ঝুমুর

উত্তরঃ ধূপ

বিস্তারিত

610. ১৯৭১ সাালে ২৫ মার্চ ছিল -

  • ক. বৃহস্পতিবার
  • খ. শুক্রবার
  • গ. শনিবার
  • ঘ. রবিবার

উত্তরঃ বৃহস্পতিবার

বিস্তারিত

611. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিলেন?

  • ক. ১৯ জন
  • খ. ৩৫ জন
  • গ. ৩৯ জন
  • ঘ. ৫১ জন

উত্তরঃ ৩৫ জন

বিস্তারিত

612. বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?

  • ক. কাঠালিয়া (ঝালকাঠি)
  • খ. পতেঙ্গা (চট্রগ্রাম)
  • গ. সাভার (ঢাকা)
  • ঘ. সোনাগাজী (ফেনী)

উত্তরঃ সোনাগাজী (ফেনী)

বিস্তারিত

613. দিল্লীর সিংহাসন আরোহণকারী প্রথম মুসলমান নারী ‍সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন?

  • ক. কুতুবউদ্দীন আইবেক
  • খ. শামসুদ্দিন ইলতুতমিশ
  • গ. গিয়াসউদ্দীন বলবন
  • ঘ. মুহাম্মদ বিন তুঘলক

উত্তরঃ শামসুদ্দিন ইলতুতমিশ

বিস্তারিত

614. কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মানের অনুমতি দেয়?

  • ক. সম্রাট জাহাঙ্গীর
  • খ. সম্রাট শাহজাহান
  • গ. সম্রাট আওরঙ্গজেব
  • ঘ. সম্রাট ফররুখ শিয়র

উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর

বিস্তারিত

615. সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত -

  • ক. ক্যাপ্টেন হকিন্স
  • খ. এডওয়ার্ডস
  • গ. স্যার টমাস রো
  • ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ ক্যাপ্টেন হকিন্স

বিস্তারিত

616. মীরজুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়?

  • ক. আসাম যুদ্ধে
  • খ. পিলখানা যুদ্ধে
  • গ. পলাশীর যুদ্ধে
  • ঘ. রাজমহলের যুদ্ধে

উত্তরঃ আসাম যুদ্ধে

বিস্তারিত

617. লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -

  • ক. পরী বিবি
  • খ. ইরান দুখত
  • গ. জাহানারা
  • ঘ. বিবি মরিয়ম

উত্তরঃ ইরান দুখত

বিস্তারিত

618. দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?

  • ক. শের শাহ
  • খ. আকবর
  • গ. জাহাঙ্গীর
  • ঘ. আওরঙ্গজেব

উত্তরঃ শের শাহ

বিস্তারিত

619. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় -

  • ক. ৭ জানুয়ারি ১৯৯৫
  • খ. ২ নভেম্বর ১৯৯৬
  • গ. ২৮ অক্টোবর ১৯৯৭
  • ঘ. ৬ ডিসেম্বর ১৯৯৭

উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭

বিস্তারিত

620. ধলেশ্বরী নদীর শাখা কোনটি?

  • ক. শীতলক্ষ্যা
  • খ. বুড়িগঙ্গা
  • গ. ধরলা
  • ঘ. বংশী

উত্তরঃ বুড়িগঙ্গা

বিস্তারিত

621. দেশের প্রথম সাফারি পার্ক কোথায়?

  • ক. কক্সবাজার
  • খ. গাজীপুর
  • গ. ময়মনসিংহ
  • ঘ. রাঙ্গামাটি

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

623. ‘ভোমরা’ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

  • ক. দিনাজপুর
  • খ. সাতক্ষীরা
  • গ. সুনামগঞ্জ
  • ঘ. আখাউড়া

উত্তরঃ সাতক্ষীরা

বিস্তারিত

624. বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত?

  • ক. চট্রগ্রাম
  • খ. গাজীপুর
  • গ. ময়মনসিংহ
  • ঘ. খুলনা

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

625. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. তাজউদ্দীন আহমদ
  • গ. ক্যাপ্টেন মনসুর আলী
  • ঘ. নুরুল কাদের

উত্তরঃ তাজউদ্দীন আহমদ

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects