বাংলাদেশ বিষয়াবলি

477. বাঙ্গালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

  • ক. দ্রাবিড়
  • খ. নেগ্রিটো
  • গ. ভোটচীন
  • ঘ. অষ্ট্রিক

উত্তরঃ অষ্ট্রিক

বিস্তারিত

478. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কী?

  • ক. পুন্ড্র
  • খ. তাম্রলিপ্ত
  • গ. গৌড়
  • ঘ. হরিকেল

উত্তরঃ পুন্ড্র

বিস্তারিত

479. বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

  • ক. আলমগীর নামা
  • খ. আইন-ই-আকবরী
  • গ. আকবর নামা
  • ঘ. তুজুজ-ই-আকবরী

উত্তরঃ আইন-ই-আকবরী

বিস্তারিত

480. ঢাকার লালবাগ দূর্গ নির্মাণ করেনঃ

  • ক. শাহ সুজা
  • খ. শায়েস্তা খান
  • গ. মীর মুজলা
  • ঘ. সুবেদার ইসলাম খান

উত্তরঃ শায়েস্তা খান

বিস্তারিত

481. বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কাল :

  • ক. ১৭৭০ খ্রিস্টাব্দ
  • খ. ১৭৬০ খ্রিস্টাব্দ
  • গ. ১৭৬৫ খ্রিস্টাব্দ
  • ঘ. ১৭৫৬ খ্রিস্টাব্দ

উত্তরঃ ১৭৭০ খ্রিস্টাব্দ

বিস্তারিত

482. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম সংগ্রাম পরিষদ গঠিত হয়?

  • ক. ৩১ জানুয়ারি ১৯৫২
  • খ. ২ ফেব্রুয়ারি ১৯৫২
  • গ. ১৮ ফেব্রুয়ারি ১৯৫২
  • ঘ. ২০ জানুয়ারি ১৯৫২

উত্তরঃ ৩১ জানুয়ারি ১৯৫২

বিস্তারিত

483. ৬ দফা দাবী পেশ করা হয় :

  • ক. ১৯৭০ সালে
  • খ. ১৯৬৬ সালে
  • গ. ১৯৬৫ সালে
  • ঘ. ১৯৬৯ সালে

উত্তরঃ ১৯৬৬ সালে

বিস্তারিত

484. বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ

  • ক. ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
  • খ. পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
  • গ. প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন
  • ঘ. মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন

উত্তরঃ পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন

বিস্তারিত

485. ২৬ মার্চ ১৯৭১ -এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন -

  • ক. বেতার/রেডিওর মাধ্যমে
  • খ. ওয়ারলেসের মাধ্যমে
  • গ. টেলিগ্রামের মাধ্যমে
  • ঘ. টেলিভিশনের মাধ্যমে

উত্তরঃ ওয়ারলেসের মাধ্যমে

বিস্তারিত

486. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় -

  • ক. আষাঢ়-শ্রাবণ মাসে
  • খ. ভাদ্র-আশ্বিন মাসে
  • গ. অগ্রহায়ণ-পৌষ মাসে
  • ঘ. মাঘ-ফাল্গুন মাসে

উত্তরঃ অগ্রহায়ণ-পৌষ মাসে

বিস্তারিত

487. সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশ ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে?

  • ক. ৫০%
  • খ. ৫৮%
  • গ. ৬২%
  • ঘ. ৬৬%

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

489. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?

  • ক. এক কক্ষ
  • খ. দুই বা দ্বিকক্ষ
  • গ. তিন কক্ষ
  • ঘ. বহুকক্ষ বিশিষ্ট

উত্তরঃ এক কক্ষ

বিস্তারিত

490. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৭ সালে

উত্তরঃ ১৯৭৪ সালে

বিস্তারিত

491. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?

  • ক. রাখাইন
  • খ. মারমা
  • গ. পাঙন
  • ঘ. খিয়াং

উত্তরঃ পাঙন

বিস্তারিত

492. ঢাকার ‘ধোলাই খান’ কে খনন করেন?

  • ক. পরিবিবি
  • খ. ইসলাম খান
  • গ. শায়েস্তা খান
  • ঘ. ঈশা খান

উত্তরঃ ইসলাম খান

বিস্তারিত

493. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?

  • ক. ৯ মে ১৯৫৪
  • খ. ২২ ফেব্রুয়ারি ১৯৫৩
  • গ. ১৬ ফেব্রূয়ারি ১৯৫৬
  • ঘ. ২১ ফেব্রূয়ারি ১৯৫২

উত্তরঃ ৯ মে ১৯৫৪

বিস্তারিত

494. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?

  • ক. ২৫ মার্চ ১৯৭১
  • খ. ২৬ মার্চ ১৯৭১
  • গ. ১৪ ডিসেম্বর ১৯৭১
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১

উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১

বিস্তারিত

495. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. পূর্ব জার্মানী
  • গ. স্পেন
  • ঘ. গ্রীস

উত্তরঃ পূর্ব জার্মানী

বিস্তারিত

496. বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি?

  • ক. ১৭টি
  • খ. ২০ টি
  • গ. ৬৪টি
  • ঘ. ১৯টি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

497. ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?

  • ক. রাঙামাটি
  • খ. বান্দরবান
  • গ. মৌলভীবাজার
  • ঘ. সিলেট

উত্তরঃ রাঙামাটি

বিস্তারিত

498. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?

  • ক. পুটিয়া, রাজশাহী
  • খ. নাচোল, চাপাইনবাবগঞ্জ
  • গ. লালপুর, নাটোর
  • ঘ. ঈশ্বরদি, পাবনা

উত্তরঃ লালপুর, নাটোর

বিস্তারিত

499. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?

  • ক. ১৭ জানুয়ারি ১৯৭২
  • খ. ২৬ মার্চ ১৯৭১
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
  • ঘ. ২১ ফেব্রূয়ারি ১৯৭ে২

উত্তরঃ ১৭ জানুয়ারি ১৯৭২

বিস্তারিত

500. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

  • ক. প্রথম ১০টি
  • খ. প্রথম ৪টি
  • গ. প্রথম ৬টি
  • ঘ. প্রথম ৫টি

উত্তরঃ প্রথম ৪টি

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects