৩০তম বিসিএস প্রিলি
- ক. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
- খ. হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
- গ. হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
- ঘ. হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
52. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল-
- ক. এ রোগমানবদেহের কিডনি নষ্ট করে
- খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
- গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়
- ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়
53. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
- ক. গামা রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. কসমিক রশ্মি
- ঘ. রঞ্জক রশ্মি
54. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
- ক. কম হয়
- খ. খুবকম হয়
- গ. একই হয়
- ঘ. বেশি হয়
- ক. তামা ও টিন
- খ. তামা ও দস্তা
- গ. তামা ও নিকেল
- ঘ. তামা ও সিসা
56. গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
- ক. বৃষ্টিপাত কমে যাবে
- খ. নিম্নভূমি নিমজ্জিত হবে
- গ. উত্তাপ অনেক বেড়ে যাবে
- ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
57. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
- ক. হাইড্রোজেন সরবরাহ করে
- খ. নাইট্রোজেন সরবরাহ করে
- গ. অক্সিজেন সরবরাহ করে
- ঘ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
58. কিরগিজস্তানের রাজধানী কোথায়?
- ক. বিশবেক
- খ. আলমা আতা
- গ. আশাখাবাদ
- ঘ. উলানবাটোর
- ক. ১৯০৪
- খ. ১৯২৪
- গ. ১৯১৪
- ঘ. ১৯০৫
60. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
- ক. ২৬ জুন
- খ. ১ আগষ্ট
- গ. ১ মে
- ঘ. ১০ ডিসেম্বর
61. কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৮৬৪ সালে
- খ. ১৮৬৮ সালে
- গ. ১৮৬৬ সালে
- ঘ. ১৮৬১ সালে
- ক. সুদান
- খ. সাইপ্রাস
- গ. মালদ্বীপ
- ঘ. ভুটান
- ক. নরওয়ে
- খ. ফিনল্যান্ড
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. জাপান
64. নিম্নের কোন দেশটি G-৪ এর সদস্য নয়?
- ক. জাপান
- খ. যুক্তরাজ্য
- গ. ফ্রান্স
- ঘ. সুইডেন
65. আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
- ক. ডিনামাইট
- খ. বিদ্যুৎ
- গ. পোলিও টিকা
- ঘ. কয়লা
66. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
- ক. EU
- খ. WTO
- গ. NATO
- ঘ. FIFA
67. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. ঢাকা
- খ. কাঠমুন্ডু
- গ. থিম্পু
- ঘ. মালে
68. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
- ক. আম
- খ. কাঁঠাল
- গ. কলা
- ঘ. পেঁপে
69. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
- ক. ১৯৯৮
- খ. ১৯৯৯
- গ. ২০০০
- ঘ. ২০০১
70. ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
- ক. ঢাকা
- খ. লাহোর
- গ. দিল্লি
- ঘ. চট্রগ্রাম
71. দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়?
- ক. গজারিয়া
- খ. গাজীপুর
- গ. সাভার
- ঘ. ভালুকা
72. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
- ক. ৩১-১০-০৭
- খ. ১-১১-০৭
- গ. ৩-১১-০৭
- ঘ. ১-১০-০৭
73. সাগরকণ্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
- ক. টেকনাফ
- খ. কক্সবাজার
- গ. পটুুয়াখালী
- ঘ. খুলনা
74. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
- ক. ফরিদপুর
- খ. চাঁদপুর
- গ. চট্রগ্রাম
- ঘ. নারায়ণগঞ্জ
75. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
- ক. ৪টি
- খ. ৫টি
- গ. ৬টি
- ঘ. ২টি