কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা
51. নিচের কোনটি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বা রাইজোমের মাধ্যমে বংশ বিস্তার করে?
- ক. রসুন
- খ. আদা
- গ. আলু
- ঘ. পটল
52. ভেজাল টিএসপি সার চেনার উপায় কি?
- ক. পানিতে মিশালে ঘোলা দ্রবণ তৈরি করে
- খ. অম্লস্বাদ যুক্ত ঝাঝালো গন্ধের অনুপস্থিতি
- গ. ভঙ্গুর
- ঘ. ক, খ ও গ সবগুলোই
53. নিচের কোন গাছগুলোতে ক্যাপিসিং করা হয়?
- ক. শাল, গামারি, কড়ই
- খ. আম, জাম, কাঁঠাল
- গ. নারিকেল, শুপারি
- ঘ. পেঁপে, পেয়ারা
54. নিচের কোন গাছগুলোকে ক্যাপিসিং করা হয়?
- ক. শাল, গামারি, কড়ই
- খ. আম, জাম, কাঁঠাল
- গ. নারিকেল, শুপারি
- ঘ. পেঁপে, পেয়ারা
55. পুকুরে চাষকৃত মাছকে আলফাটক্সিন সংক্রমিত ও অপরিশোধিত তৈরি খাদ্য খাওয়ালে কোন রোগ হয়?
- ক. হেপাটোমা
- খ. রক্ত শূন্যতা
- গ. অস্ত্রে রক্ষক্ষরণ
- ঘ. যকৃত ফুলে যাওয়া
56. কোন জাতীয় ধানের চাষাবাদ সম্পূর্ণ সেচ নির্ভর?
- ক. আমন
- খ. বোরো
- গ. আউশ
- ঘ. নাবি আমন
57. বাংলাদেশে স্বল্পমেয়াদী ফলের মাঝে কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়?
- ক. আনারস
- খ. পেঁপে
- গ. কলা
- ঘ. তরমুজ
58. নিচের কোনটি বহুবর্ষজীবী আগাছা?
- ক. ঝিলমরিচ
- খ. শ্যামা
- গ. বন্য গাজর
- ঘ. মুথা
60. সালোকসংশ্লেষণের অন্ধকার বিক্রিয়ার গতিপথ কতটি?
- ক. দুইটি
- খ. তিনটি
- গ. চারটি
- ঘ. পাঁচটি
61. নিচের কোন গাছটি কাটং এর মাধ্যমে বংশ বিস্তার করতে পারে?
- ক. আপেল
- খ. পাথরকুচি
- গ. জলপাই
- ঘ. চন্দ্রমল্লিকা
62. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ৩
- খ. ৪
- গ. ৮
- ঘ. ১০
63. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
- ক. গেদে
- খ. খুয়াই
- গ. ডাউকি
- ঘ. শিয়ালদহ
64. ‘স্ট্যাচু অব পিচ’ কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. হিরোশিমা
- গ. নাগাসাকি
- ঘ. লন্ডন
- ক. সুপ্রিম একাডেমি
- খ. ডায়েট
- গ. পার্লামেন্ট
- ঘ. অ্যাসেম্বলি
66. বাংলাদেশের মসলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. বগুড়া, শিবগঞ্জে
- খ. কক্সবাজার
- গ. দিনাজপুর
- ঘ. রাজশাহী
67. বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনির সন্ধান পাওয়া গেছে?
- ক. ফরিদপুর
- খ. দিনাজপুর
- গ. রংপুর
- ঘ. রাজশাহী
68. ‘বার্লিন’ কোন দেশের রাজধানী?
- ক. ফিনল্যান্ড
- খ. সুইডেন
- গ. জার্মানি
- ঘ. ফ্রান্স
69. ২০১৯ সালে পরিচালিত কৃষি শুমারি বাংলাদেশের কততম কৃষি শুমারি?
- ক. ২য়
- খ. ৩য়
- গ. ৪র্থ
- ঘ. ৫ম
70. বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত?
- ক. কুমিল্লা
- খ. সাতক্ষীরা
- গ. ভোলা
- ঘ. ফিরোজপুর
71. ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. ইতালি (রোম)
- গ. জেনেভা
- ঘ. লন্ডন
73. গম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- ক. রাশিয়া
- খ. চীন
- গ. কেনিয়া
- ঘ. ব্রাজিল
74. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে?
- ক. ১১টি
- খ. ১২টি
- গ. ১৫টি
- ঘ. ২০টি
75. কাটারিভোগ চাল উৎপাদনে বিখ্যাত কোন জায়গা?
- ক. দিনাজপুর
- খ. ময়মনসিংহ
- গ. জামালপুর
- ঘ. কুমিল্লা