১৬তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা কলেজসমপর্যায়
76. বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল?
- ক. মুন্সীগঞ্জে
- খ. কুমিল্লায়
- গ. বগুড়ায়
- ঘ. ফরিদপুরে
77. বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়?
- ক. ১৯৯৬
- খ. ১৯৯৭
- গ. ১৯৯৮
- ঘ. ১৯৯৯
- ক. তরমুজ
- খ. সরিষা
- গ. আম
- ঘ. কলা
79. বাংলাদেশে প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয়?
- ক. সাভার
- খ. চট্টগ্রাম
- গ. মংলা
- ঘ. গাজীপুর
80. বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?
- ক. পাকিস্তান
- খ. ভারত
- গ. জিম্বাবুুয়ে
- ঘ. নিউজিল্যান্ড
- ক. প্রত্যক্ষ কর
- খ. প্ররোক্ষ কর
- গ. পরিপূরক কর
- ঘ. সম্পূরক কর
82. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির লেখক কে?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. মাওলানা ভাসানী
- গ. জাহানারা ইমাম
- ঘ. ড.কামাল হোসেন
83. বিশ্বব্যাংক থেকে সদস্য পদ পত্যাহারকারী দেশ কোনটি?
- ক. কিউবা
- খ. ফিলিস্তিন
- গ. ইরান
- ঘ. চীন
- ক. দিনার
- খ. দিরহাম
- গ. ডলার
- ঘ. লিরা
85. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে -
- ক. সৌদি আরব
- খ. কুয়েত
- গ. ইরাক
- ঘ. বাহরাইন
86. বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
- ক. পিপীলিকা
- খ. দোয়েল
- গ. পদ্মা
- ঘ. অনুসন্ধান
87. নিউজিল্যান্ডের আদিবাসী কারা?
- ক. টোডা
- খ. আফ্রিদি
- গ. জুলু
- ঘ. মাউরি
88. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?
- ক. ৫ জানুয়ারি
- খ. ৮ মার্চ
- গ. ৫ জুন
- ঘ. ১০ ডিসেম্বর
89. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
- ক. ১৯ তম
- খ. ২৯ তম
- গ. ৩৬ তম
- ঘ. ৩৯ তম
90. উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত?
- ক. IMF
- খ. WTO
- গ. NATO
- ঘ. OIC
91. যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কী রুপ?
- ক. রাষ্ট্রপতি শাসিত
- খ. সাংবিধানিক রাজতন্ত্র
- গ. সংসদীয় সরকার
- ঘ. রাজতন্ত্র
92. SMOG হচ্ছে -
- ক. সিগারেটের ধোঁয়া
- খ. কুয়াশা
- গ. কালধোঁয়া
- ঘ. দূষিত বাতাস
93. ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
- ক. ব্যারোমিটার
- খ. ফ্যাদোমিটার
- গ. সিসমোগ্রাফ
- ঘ. কম্পাস
94. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
- ক. খাদ্য পরিবহন করা
- খ. হরমোন বহন করা
- গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
- ঘ. অক্সিজেন পরিবহন করা